কাউনিয়ায় গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

admin May 27, 2019

কাউনিয়া প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় নারী উন্নয়ন ফোরাম এর উদ্যোগে উপজেলার গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।


রবিবার (২৬ মে) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফৎ আরা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জক, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, উপজেলা আ.লীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এমএ হান্নান, ইউপি চেয়ারম্যান আনছার আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরেশ কাওসার জাহান, আ.লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, ফোরামের সহ-সভাপতি ও ইউপি সদস্য মনোয়ারা বেগম, সম্পাদক ও ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন, কোষাধ্যক্ষ ও ইউপি সদস্য খুরশীদা আক্তার, ফোরামের সদস্য ও ইউপি সদস্যদ্বয় জয়গুন নেছা, আঞ্জুমান আরা, মাহাফুজা বেগম, মালেকা বেগম, আনজুমান আরা, নুরজাহান বেগম, আবেদা খাতুন ও সুরাইয়া বেগম প্রমূখ।


এসময় নারীদের অধিকার রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান ফোরামের সভাপতি। অনুষ্ঠানে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে বরাদ্ধ পাওয়া ৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে উপজেলার গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৪০ টি বাইসাইকেল বিতরণ করা হয়।

এই বিভাগের আরও খবর

নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three