যশোরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (কে-৮ডব্লিউ) বিধ্বস্ত হয়ে দুইজন পাইলট নিহত হয়েছেন। নিহতরা হলেন স্কোয়ার্ডন লিডার মো. সিরাজুল ইসলাম ও এনায়েত কবির পলাশ। ১ জুলাই, রবিবার রাত ৯টার দিকে যশোরের একটি বাওরে বিমানটি বিধ্বস্ত হয়। যশোর বিমান বন্দর কর্তৃপক্ষ জানায়, প্রশিক্ষণ বিমানটি যশোর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। স্থানীয়রা জানান, বিমানটি বুকভরা বাঁওড়ের মাঝেই পড়েছে।
Showing posts with label VideoGallery. Show all posts
Showing posts with label VideoGallery. Show all posts
বজ্রপাতে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসায় অগ্নিকাণ্ড
VideoGallery
admin
কুড়িগ্রামে বজ্রপাতে আলিয়া কামিল মাদ্রাসায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি টিনশেড বিল্ডিংয়ের ৪টি রুম। এই ৪টি রুমে মাদ্রাসার অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের চেম্বার, অফিস, অভ্যন্তরীণ পরীক্ষা নিয়ন্ত্রকের কক্ষে থাকা প্রয়োজনীয় কাগজপত্রাদী, কম্পিউটার, ল্যাপটপ, আসবাবপত্রসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে।
গত ২৪ জুন রবিবার সকাল সাড়ে ৭টার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ৪০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, রবিবার সকালে মাদ্রাসা টিনসেড ভবনের উপর বজ্রপাতের ঘটনা ঘটে। এতে মাদ্রাসার সুপারের রুমে আগুন লেগে তা দ্রুত পার্শ্ববর্তী রুমগুলোতে ছড়িয়ে পড়ে। কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ নূর বখত জানান, মাদ্রাসায় বজ্রপাতে আগুনের ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কাউন্সিলর একরামের মৃত্যুর সময়ের শরীর শিউরে ওঠা অডিও ক্লিপ
VideoGallery
admin
কক্সবাজার-টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ তিনবারের নির্বাচিত পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি একরামুল হকের মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা। তাদের দাবি- এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
ঘটনার ৬ দিনের মাথায় নিহত একরামুল হকের স্ত্রী আয়েশা বেগম, দুই মেয়ে তাহিয়াত ও নাহিয়ান কক্সবাজার প্রেস ক্লাবে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের ঘটনা ফোনের অটো রেকর্ডারে রেকর্ড হওয়া চারটি ক্লিপ সাংবাদিকদের শোনান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আয়েশা বলেন, ২৬ মে রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে একরামকে তুলে নিয়ে যায়। এ সময় আমার স্বামী মোবাইলে আমার মেয়ে ও আমার সঙ্গে কথা বলেন। তখন তার কণ্ঠে আতঙ্ক ছিল।
এরপর থেকে আমার মোবাইলটি সারাক্ষণ খোলা ছিল। এতে রেকর্ড হচ্ছিল। ওই দিন রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চিৎকার ও গুলির শব্দ শুনেই আমি ও আমার পরিবার আঁতকে উঠি। তখনই বুঝতে পারি আমার স্বামীকে অন্যায়ভাবে গুলি করে হত্যা করেছে র্যাব।
মাদক বিরোধী অভিযানের এক্সক্লুসিভ ভিডিও
VideoGallery
admin
মাদক বিরোধী অভিযানের এক্সক্লুসিভ ভিডিও
বঙ্গবন্ধু স্যাটেলাইটের উৎক্ষেপণের ভিডিও
VideoGallery
admin
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ উপগ্রহ। এটি বাংলাদেশ সময় ১২ মে ভোর ০২:১ থেকে৪ তে কেনেডি স্পেস সেন্টার উৎক্ষেপণ করা হয়। এই প্রকল্পটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক বাস্তবায়িত হয় এবং এটি ফ্যালকন ৯ ব্লক ৫ রকেটের প্রথম পেলোড উৎক্ষেপণ ছিল।
বিস্তারিত- https://bn.wikipedia.org/wiki/বঙ্গবন্ধু-১
বিস্তারিত- https://bn.wikipedia.org/wiki/বঙ্গবন্ধু-১
বঙ্গবন্ধু-১ স্যাটেলাইন্টারিট নিয়ে একটি শর্ট ডকুমেন্টারি:
Subscribe to:
Posts (Atom)