ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ মুক্তিযোদ্ধার পুত্রবধু আটক

admin August 27, 2018

ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১০১ পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রির ১৩ হাজার টাকাসহ এক মুক্তিযোদ্ধার পুত্র বধুকে আটক করেছে থানা পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে গত সোমবার দুপুরে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের রেল বস্তির মুক্তিযোদ্ধা আজিজুল হকের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় ঘরের ভিতর রক্ষিত একটি স্কুল ব্যাগে ১০১ পিচ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির তের হাজার ৩শ’ সত্তর টাকা উদ্ধার করা হয়। অভিযানকালে জয়মনির হাটের ইয়াবা সম্রাজ্ঞী (মুক্তিযোদ্ধা আজিজুলের ২য় স্ত্রী) জোহরা বেগম পালিয়ে গেলেও তার সহযোগী পুত্রবধু মাসুদা বেগম (৩২) কে পুলিশ আটক করে। এসময় এদের ব্যবহৃত ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ওসি ইমতিয়াজ কবির জানান, মুক্তিযোদ্ধার স্ত্রী জোহরা বেগম এলাকায় মাদক সম্রাজ্ঞী হিসাবে পরিচিত। তার নামে ভূরুঙ্গামারী থানায় একাধিক মাদক মামলা রয়েছে। জামিনে ছাড়া পেয়ে এসে পুনরায় মাদক বিক্রি করছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও খবর

নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three