বিয়ের ৩ মাসেই মা হচ্ছেন এই নায়িকা!

admin August 27, 2018

বিনোদন ডেস্ক: বেশিদিন হয়নি বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া ও অভিনেতা অঙ্গদ বেদি। চলতি বছরের ১০ মে দুজন গাঁটছড়া বেঁধেছেন। কিন্তু হঠাৎ করেই কোনো কিছু বোঝার আগেই বিয়ে! তাই বিভিন্ন গুঞ্জন শুরু হয়েছিল। আর সেই গুঞ্জনটা এক সময় ছড়িয়ে পড়ে। নেহা মা হতে যাচ্ছেন, আর তাই দ্রুত বিয়ে! তবুও এসব নিয়ে কিছুতেই মুখ খোলেননি নেহা ও অঙ্গদ।


তবে গুঞ্জন যখন বিয়ের পরও বেড়ে চলছিল। তখন নেহার হয়ে মুখ খুলেছিলেন তার স্বামী অঙ্গদ বেদী। তিনি বলেন, ‘যদি কোনো গঠনমূলক মতামত থাকে, দিন। কিন্তু নোংরা মতামত দেবেন, আর নেহার স্বামী হিসেবে আমি সেটা মেনে নেব, এটা তো হতে পারে না। যদি ভালো কিছু না বলতে পারেন তো বলবেন না...।’


যত যাই হোক, সেই গুঞ্জনই শেষমেশ সত্যি হল। মা হতে যাচ্ছেন নেহা। তাও আবার এই দম্পতি এবার স্বীকার করেছেন তাদের মা-বাবা হওয়া এখন সময়ের ব্যাপার। সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি শেয়ার করেছেন এই জুটি। যেখানে স্পষ্ট নেহার বেবি বাম্প। ক্যাপশনে নেহা লিখেছেন, ‘নতুন শুরু...।’


তবে ছবি দেখে যে কেউ বুঝবে যে নেহার বেবি বাম্প কখনই তিন মাস বয়সী হতে পারে না, তা অবশ্যই আরো বেশি। তাই গুঞ্জন নয়, সত্যটাই বেরিয়ে এল এবার।

এই বিভাগের আরও খবর

নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three