সুবীর নন্দীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

admin May 07, 2019

অনলাইন ডেস্ক:
দেশ বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর (৬৫) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পৃথক শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য এই সঙ্গীতশিল্পীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, সুবীর নন্দী’র মৃত্যু দেশের সঙ্গীত জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। শেখ হাসিনা শোকবার্তায় বলেন, পাঁচবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই জনপ্রিয় শিল্পী তার কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।


কিংবদন্তি সঙ্গীতশিল্পী সুবীর নন্দী সোমবার (৬ মে) দিনগত রাত ৪টা ২৬ মিনিটে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও হার্টের অসুখে ভুগছিলেন।

এই বিভাগের আরও খবর

নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three