ভাইরাল সুহানার সেলফি, এটিএম কার্ড নিয়ে আলোচনা!

admin June 08, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
সুহানা খান, তার বড় পরিচয় তিনি শাহরুখ খানের মেয়ে। কিন্তু তার বাইরে গিয়েও সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি।


সুহানার ভক্তের সংখ্যাও কম নয়। তার বিভিন্ন ছবি বহু ক্ষেত্রে ভাইরাল হয়েছে। কিন্তু সম্প্রতি সুহানার একটি সেলফি নিয়ে প্রবল আলোচনা শুরু হয়েছে ওয়েব ওয়ার্ল্ডে। কিন্তু কেন?


আয়নার সামনে দাঁড়িয়ে সেলফি তুলেছেন সুহানা। তার ফোনের কভারে রয়েছে এটিএম কার্ড। ফলে সেই সেলফি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেখা যাচ্ছে তার এটিএম কার্ডও।


সেই ছবি দেখে কেউ লিখেছেন, ‘ওই কার্ডটা আমাকে দিয়ে দাও।’ আবার অন্য একজন লিখেছেন, ‘এই কার্ডে নিশ্চয় কোটি কোটি টাকা আছে। প্রতিদিনের খরচের জন্য নিশ্চয়ই অনেকবার ব্যবহার হয় ওই কার্ড। ভাগ্যবতী মেয়ে…।’


সুহানার বয়স এখন ১৯। কিন্তু যাই করেন, তাতেই লাইমলাইটে চলে আসেন। যদিও এই চলতি সেলফি নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তিনি।

এই বিভাগের আরও খবর

  • কানে ঝলক দেখালেন হুমাঅনলাইন ডেস্ক:৭২তম কান চলচ্চিত্র উৎসবের ষষ্ঠদিন ছিল রোববার। এবারের আসরে হলিউড তারকাদের পাশাপাশি বলিউডের বেশ ক’জন তারকা ল ...
  • বশিরহাটে বাজিমাৎ নায়িকা নুসরাতেররংপুর এক্সপ্রেস ডেস্ক:রাজনীতিতে নেমেই টলিউড অভিনেত্রী নুসরাত জাহানের জয়জয়কার। লোকসভা নির্বাচনে বসিরহাট থেকে তিনি প্রায় ...
  • অভিনেত্রী মায়া ঘোষ আর নেইঅনলাইন ডেস্ক:দুরারোগ্য ব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করতে করতে অবশেষে হার মানলেন মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র অভিনেত্রী মায়া ...
  • বিয়ে করছেন নুসরাত জাহানরংপুর এক্সপ্রেস ডেস্ক:রাজনীতিতে নতুন ক্যারিয়ার শুরু করেই অভাবনীয় সাফল্য। বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে প্রতিদ্ ...
  • তনুশ্রীকে যৌন হয়রানির অভিযোগ মিথ্যা প্রমাণিতরংপুর এক্সপ্রেস ডেস্ক:বলিউডে তনুশ্রীর মাধ্যমে #মিটু ঝড় শুরু হয়েছিল। এরপর বড় বড় তারকাশিল্পীদের পিছনেও অভিযোগ দায়ের হয়েছি ...
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three