ময়মনসিংহ: ২৩ হাজার টাকা মূল্যের একটি গরুর মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে ঘটেছে আশ্চর্যজনক ঘটনা। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় বিষয়টি নিয়ে থানা-পুলিশ মামলা, এমনকি আদালত পর্যন্ত গড়েছে। আদালতের নিদের্শে গঠন করা হয় দুইটি তদন্ত কমিটি। যার একটি করে পুলিশ, অন্যটি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। জানা গেছে, এ মামলায় বাদী-বিবাদী পক্ষের এখন পর্যন্ত খরচ হয়েছে ৪৫ হাজার টাকা, কিন্তু গরুটির দাম ২৩ হাজার টাকা। নান্দাইল থানা পুলিশ জানিয়েছে, মামলাটির এখন পর্যন্ত সমাধান হয়নি।
এদেিক ওই গরুটি নিয়ে বিপাকে আছে নান্দাইল থানার পুলিশ। কেননা, গরুটি এখন আছে থানা হেফাজতে। যার দেখাশোনার জন্য একজন কনস্টেবলকে রুটিন করে গরুটির যত্ন নিতে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাস তিনেক আগে নান্দাইল থানার হেফাজতে আসা গরুটির মালিকানা দাবি করে ২ কৃষক। থানায় মীমাংশা না হওয়ায় বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। বর্তমানে উপজেলার কৃষক আব্দুল গনী ও হুমায়ুন মিয়া গরুর মালিকানা দাবি নিয়ে আদালতে লড়ছেন। এদিকে আদালতের নির্দেশে বিষয়টি নিয়ে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। যার একটি করে পুলিশ অপরটি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। পুলিশের প্রতিবেদন বলছে, গরুটি আব্দুল গনীর, আর প্রাণিসম্পদ কর্মকর্তার প্রতিবেদন বলছে, গরুর মালিক হুমায়ুন মিয়া। দুই কর্মকর্তার দাবি তাদের তদন্তই সঠিক।
মামলার তদন্তকারী কর্মকর্তা নান্দাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, পুলিশ বিষয়টির প্রতিটি স্তরে গিয়ে তদন্ত করেছে। তদন্ত রিপোর্টে কোনো ভুল নেই বলে মনে করছেন তারা। অপরদিকে নান্দাইল প্রাণিসম্পদ কর্মকর্তা মলয় কান্তি মোদক বলেন, পুলিশ গরুর কি বুঝে? আমরা এই বিষয়ে পড়াশোনা করেছি। অবশ্যই আমার তদন্তই ঠিক।
গরুর মালিকানা দাবিকারী আব্দুল গনী দাবি করেন ওই গরুটি তার। প্রায় বছরখানেক ধরে তিনি এটির লালন-পালন করে আসছেন। তিনি বলেন, পুলিশ তদন্ত করে নিশ্চিত হয়েছে গরুটি তার। আদালতে হুমায়ুন মিয়া পুলিশের তদন্ত রিপোর্ট চ্যালেঞ্জ করলে আদালত আবার তদন্ত করতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে দায়িত্ব দেন। আব্দুল গনী জানান, প্রাণিসম্পদ কর্মকর্তা সরেজমিনে তদন্ত না করে রিপোর্ট দেন গরুটি হুমায়ুন মিয়ার। অপরদিকে হুমায়ুন মিয়ার দাবি, তার গরুটি বেশ কিছুদনি আগে হারিয়ে যায়। এখন সেটি খুঁজে পেয়েছেন। তাই তিনি এর মালিকানা চান। কিন্তু আব্দুল গনী দাবি করছেন গরু তার। তাই মামলা চলছে।
এদিকে গরু নিয়ে আদালতে যিনি জিতবেন তিনি একপ্রকার বিপাকে পরতে যাচ্ছেন। কেননা গরু থানায় থাকাকালীন যা খরচ হচ্ছে তা গুণতে হবে তাকেই।

রংপুরএক্সপ্রেস২৪ ডটকম |Rangpurexpress24.com is a largest online news portal in North Bengal.
গরু
সারাদেশ
একটি গরু নিয়ে মামলা: গরুর দাম ২৩ হাজার, মামলায় খরচ ৪৫ হাজার
এই বিভাগের আরও খবর
কুষ্টিয়ায় ডোবা থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধারকুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ডোবা থেকে মসজিদের এক মুয়াজ্জিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। কুমারখালী থানার ...
শ্যালিকাকে ধর্ষণের পর হত্যা পুত্রের, লজ্জায় পিতার আত্মহত্যাব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় শ্যালিকাকে ধর্ষণ শেষে হত্যার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সদর সার্কেলের অতিরিক্ত পুল ...
৬ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮স্টাফ রিপোর্টার:মাগুরা, নাটোর, দিনাজপুর, চট্টগ্রাম, বাগেরহাট ও গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। রবিবার ...
বিআরটিএ'র ভূয়া কাগজ তৈরি চক্রের ৪ সদস্য আটকরংপুর এক্সপ্রেস ডেস্ক:রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থেকে বিআরটিএর ভুয়া কাগজপত্র ও ইন্সুরেন্স সার্টিফিকেট তৈরি চক্রের চার স ...
শেরপুরে অন্তঃসত্ত্বাকে গাছে বেঁধে নির্যাতন, গর্ভের সন্তান নষ্টের অভিযোগ!নিউজ ডেস্ক:শেরপুরের নকলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ডলি খানম (২২) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে গাছে বেঁধে বর্বরোচি ...
পরবর্তী পোস্ট
« Prev Post
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন
Subscribe to:
Post Comments (Atom)