Showing posts with label International. Show all posts
Showing posts with label International. Show all posts

বিশ্বের এই সুন্দরী রাষ্ট্রপতি গুগল সার্চের শীর্ষে, দেখুন ছবিতে

admin December 14, 2018
রংপুর এক্সপ্রেস : পৃথিবীর যতো নারী সরকারপ্রধান আছে তাদের মধ্যে সবচেয়ে সুন্দর প্রেসিডেন্ট বলা হয় তাকে। সম্প্রতি গুগল ট্রেন্ডসের ওয়েবসাইটে প্রকাশিত ট্রেন্ডিং সার্চের তালিকায় দেখা যায়, ২০১৮ সালে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি খুঁজেছেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার কিতারোভিচকে। রাশিয়া বিশ্বকাপ ফুটবলে স্টেডিয়ামে উপস্থিত হয়ে সাড়া ফেলেছিলেন তিনি। কি আছে তার ছবিতে। কতটা সৌন্দর্য্যের অধিকারী তিনি। সুন্দরী এই প্রেসিডেন্টের আকর্ষণীয় কিছু ছবি-

কোলিন্দা গ্রাবার কিতারোভিচকে শারিরিক পরিমাপ :
উচ্চতা : ৫ ফুট ৮ ইঞ্চি
ওজন : ৭০ কেজি
চুলের রঙ : ব্লোন্ড (স্বর্ণকেশী)
চোখের রঙ : ব্রাউন (বাদামী)
কোমর সাইজ : ২৮ ইঞ্চি
ব্রেস্ট সাইজ : ৩৬ ইঞ্চি
হিপস সাইজ : ৩৬ ইঞ্চি




পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ গ্রেফতার

admin July 14, 2018



অযোগ্য ঘোষিত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ‘পাকিস্তান মুসলিম লিগের’ (পিএমএল-এন) নেতা নওয়াজ শরিফকে লাহোরের আল্লামা ইকবাল বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে।  ‘ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর’ কর্মকর্তারা নওয়াজ শরিফের পাশাপাশি তার মেয়ে মারিয়মকেও গ্রেফতার করেছেন বলে জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। ওই সময় দেশটির ‘ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি’ তাদের পাসপোর্ট জব্দ করে। বর্তমানে তাদের দুজনকেই ইসলামাবাদ নিয়ে যাওয়া হয়েছে। 

দুর্নীতির অভিযোগে নওয়াজ, তার মেয়ে মারিয়ম ও মেয়ে-জামাই ক্যাপ্টেন সফদরের  বিরুদ্ধে পাকিস্তানের আদালত রায় দিয়েছে। নওয়াজকে দেওয়া হয়েছে ১০ বছরে কারাদণ্ড। সেইসাথে বাবার ঘোষিত আয় বহির্ভূত সম্পদ গোপনে সহায়তা ও দুর্নীতির তদন্তে অসহযোগিতার অভিযোগে তার মেয়ে মারিয়মের হয়েছে ৭ বছরের কারাদণ্ড। আদালতের রায়ে বলা হয়েছে, মারিয়ম ট্রাস্টের যে কাগজপত্র দেখিয়েছিলেন তাও ভুয়া। ফলে তার সাজা আরও ১ বছর বেড়েছে। তবে তার দুই কারাদণ্ড একই সঙ্গে কার্যকর করা হবে।

নিরাপত্তা বিষয়ক ব্যবস্থায় সমস্যা দেখা দেওয়ার আশঙ্কায় পাকিস্তান সরকার নওয়াজ শরিফকে বহনকারী বিমানটিকে সরাসরি ইসলামাবাদে পাঠিয়ে দিতে চাইলেও শেষ পর্যন্ত বিমানটি লাহোরেই অবতরণ করানো হয়েছে। 

উল্লেখ্য, নওয়াজকে গ্রেফতার করার ঘটনায় লাহোরে প্রবল বিক্ষোভ শুরু হয়েছে। লাহোরে নওয়াজের সমর্থকদের নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থান নিয়েছে নিরাপত্তাবাহিনী।


অযোগ্য ঘোষিত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ‘পাকিস্তান মুসলিম লিগের’ (পিএমএল-এন) নেতা নওয়াজ শরিফকে লাহোরের আল্লামা ইকবাল বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে।  ‘ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর’ কর্মকর্তারা নওয়াজ শরিফের পাশাপাশি তার মেয়ে মারিয়মকেও গ্রেফতার করেছেন বলে জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। ওই সময় দেশটির ‘ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি’ তাদের পাসপোর্ট জব্দ করে। বর্তমানে তাদের দুজনকেই ইসলামাবাদ নিয়ে যাওয়া হয়েছে। 

দুর্নীতির অভিযোগে নওয়াজ, তার মেয়ে মারিয়ম ও মেয়ে-জামাই ক্যাপ্টেন সফদরের  বিরুদ্ধে পাকিস্তানের আদালত রায় দিয়েছে। নওয়াজকে দেওয়া হয়েছে ১০ বছরে কারাদণ্ড। সেইসাথে বাবার ঘোষিত আয় বহির্ভূত সম্পদ গোপনে সহায়তা ও দুর্নীতির তদন্তে অসহযোগিতার অভিযোগে তার মেয়ে মারিয়মের হয়েছে ৭ বছরের কারাদণ্ড। আদালতের রায়ে বলা হয়েছে, মারিয়ম ট্রাস্টের যে কাগজপত্র দেখিয়েছিলেন তাও ভুয়া। ফলে তার সাজা আরও ১ বছর বেড়েছে। তবে তার দুই কারাদণ্ড একই সঙ্গে কার্যকর করা হবে।

নিরাপত্তা বিষয়ক ব্যবস্থায় সমস্যা দেখা দেওয়ার আশঙ্কায় পাকিস্তান সরকার নওয়াজ শরিফকে বহনকারী বিমানটিকে সরাসরি ইসলামাবাদে পাঠিয়ে দিতে চাইলেও শেষ পর্যন্ত বিমানটি লাহোরেই অবতরণ করানো হয়েছে। 

উল্লেখ্য, নওয়াজকে গ্রেফতার করার ঘটনায় লাহোরে প্রবল বিক্ষোভ শুরু হয়েছে। লাহোরে নওয়াজের সমর্থকদের নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থান নিয়েছে নিরাপত্তাবাহিনী।

ডেইলি মিররের প্রতিবেদন: জবাই করে ও পুড়িয়ে মারা হয় রোহিঙ্গা শিশুদের

admin July 02, 2018

রোহিঙ্গা শিশুদের জবাই করে হত্যাসহ তাদের জীবন্ত পুড়িয়ে মারার তথ্য প্রকাশ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর। প্রতিবেদনে রাখাইন রাজ্যে রোহিঙ্গা নিধনের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে। এমন এক সময় ডেইল মিরর এ পিলে চমকানো খবর জানাচ্ছে, যখন রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশ সফর কছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিয়ো গুতেরেস ও বিশ্ব ব্যাংক প্রধান জিম ইয়ং কিম।

প্রতিবেদনে বলা হয়, মিয়ানমার সেনাবাহিনী, রোহিঙ্গা শিশুদের জবাই করে হত্যার পর টুকরো টুকরো করে আগুনে পুড়িয়ে দেয়। কোনো কোনো শিশুকে আবার আকাশে ছুঁড়ে মেরে, চাপাতি দিয়ে দ্বিখণ্ডিত করার কথাও তুলে ধরা হয়েছে। মিররের বিশেষ প্রতিনিধি টম প্যারোর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে এসব তথ্য সংগ্রহ করেন।


দিল্লিতে এক বাড়িতে এক পরিবারের ১১ জনের মৃতদেহ

admin July 02, 2018
ভারতের রাজধানী দিল্লির একটি বাড়িতে একই পরিবারের ১১ জনের মৃতদেহ পাওয়া গেছে। গতকাল রোববার সকালে উত্তর দিল্লির বুরারি এলাকার একটি বাড়িতে মৃতদেহগুলো পাওয়া গেছে বলে জানিয়েছে এনডিটিভি। তাদের মধ্যে ১০ জনের দেহ সিলিংয়ের লোহার গ্রিল থেকে ঝুলে থাকা অবস্থায় ও বৃদ্ধ এক নারীর মৃতদেহ মেঝেতে শায়িত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
তাদের অধিকাংশেরই চোখ ও হাত-পা পেছন দিকে বাঁধা ছিল। পুলিশের ধারণা তারা আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে সাত জন নারী, এদের একজনের বয়স ৭৫ বছর। মৃতদের মধ্যে দুজন কিশোর বয়সী। বুরারির সান্ত নগরের দোতলা ওই বাড়িটির উপর তলায় পরিবারটি বসবাস করতো। নিচের তলায় তাদের মুদির দোকান ও প্লাইউডের ব্যবসা ছিল। গত ২০ বছর ধরে তারা এই এলাকাটিতে বসবাস করতো।
দিল্লির মধ্যবিত্ত এলাকার এই পরিবারটি প্রতিদিন সকাল ৬টায় দোকান খুলতো। কিন্তু রোববার সকাল সাড়ে ৭টা পর্যন্ত দোকান না খোলায় খোঁজ নেওয়ার জন্য এক প্রতিবেশী উপর তলায় গিয়ে প্রবেশ পথ খোলা দেখতে পান। ভিতরে প্রবেশ করে পরিবারটির অধিকাংশ সদস্যকে ফাঁস লাগানো অবস্থায় গ্রিল থেকে ঝুলতে দেখে হতভম্ব হয়ে পড়েন। তিনি পুলিশকে খবর দেওয়ার পর তারা ঘটনাস্থলে এসে জায়গাটি ঘিরে ফেলে।
ওই ব্যক্তি জানিয়েছেন, মৃতদের সবার চোখ বাঁধা ও মুখ টেপ দিয়ে আটকানো ছিল এবং তারা প্রায় সবাই গলায় ওড়না পেচানো অবস্থায় ঝুলছিল। তদন্তের প্রাথমিক পর্যায়ে ক্লুর খোঁজে ওই এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে পুলিশ। ওই প্রতিবেশী জানিয়েছেন, বাড়িটিতে ভুপিন্দর ও লালিত সিং নামের দুই ভাই ও তাদের পরিবার বসবাস করতো, তারা খুব বন্ধুসুলভ ছিলেন।
“তারা আত্মহত্যা করতে পারেন না। গত রাতেও ভুপিন্দরের সঙ্গে আমার কথা হয়েছে। সে খুব সুখী ছিল এবং তার মধ্যে কোনো মানসিক চাপের লক্ষণ ছিল না,” বার্তা সংস্থা আইএএনএসকে বলেছেন তিনি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলেছেন। দিল্লি বিজেপির প্রধান মনোজ তিওয়ারিও বুরারি এলাকা পরিদর্শন করেছেন।  
দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টির (এএপি) পোস্ট করা একটি ভিডিওতে ওই এলাকার প্রতিবেশীদের কেজরিওয়ালের সঙ্গে কথা বলতে দেখা গেছে। তারা কেজরিওয়ালকে জানিয়েছেন, একটি বিয়ের প্রস্তুতি নিয়ে পরিবারটি ব্যস্ত ছিল। ঘটনাস্থলে কোনো স্যুইসাইড নোট ছিল না বলে জানিয়েছেন দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার রাজেশ খুরানা। “সম্ভাব্য সব দিক থেকেই তদন্ত করে দেখছি আমরা, কোনো কিছুই বাতিল করছি না। মৃতদেহগুলো ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে,” বলেছেন তিনি।

সিরিয়ার বিদ্রোহীরা ফের রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায়

admin July 02, 2018
যুদ্ধবিরতিতে পৌঁছানোর লক্ষ্যে রাশিয়ার মধ্যস্থতাকারীদের সঙ্গে ফের আলোচনায় বসেছে সিরীয় বিদ্রোহীরা। জর্ডানের মধ্যস্থতায় সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে আসাদবিরোধী গোষ্ঠীগুলোর এক মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সরকারি বাহিনীর লাগাতার বোমাবর্ষণে বিদ্রোহীদের অনেকগুলো ঘাঁটির পতনের পর শনিবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একগুচ্ছ গ্রাম ও শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আসাদবাহিনী। ওইদিনই ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় রুশ কর্মকর্তারা বিদ্রোহীদের সম্পূর্ণ আত্মসমর্পণ দাবি করলে বুশরা আল শাম শহরে চলমান শান্তি আলোচনা ভেস্তে যায়। 
জর্ডানের মধ্যস্থতা রোববার এফএসএ প্রতিনিধিরা রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে ফের আলোচনায় বসেন বলে জানান বিদ্রোহীদের মুখপাত্র ইব্রাহিম আল জাবাউয়ি। “জর্ডানের পৃষ্ঠপোষকতায় বিদ্রোহী ও রাশিয়ান পক্ষের মধ্যে সকালে ফের আলোচনা শুরু হয়েছে,” রয়টার্সকে এমনটাই বলেছেন জাবাউয়ি।
নিজেদের উত্তর সীমান্তে ছড়িয়ে পড়া সহিংসতায় উদ্বিগ্ন জর্ডান অনেক দিন ধরেই দুই পক্ষের মধ্যে যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, যুদ্ধবিরতিতে পৌঁছাতে তার দেশ লড়াইয়ে অংশ নেওয়া সব পক্ষের সঙ্গে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছে, যেন উদ্বাস্তু নাগরিকদের ঢল সামলানো যায়।
গত মাস থেকে দক্ষিণ¬-পশ্চিমাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় অভিযান শুরু করেছে সিরীয় বাহিনী। অভিযান শুরু হওয়ার পর ওই এলাকার লাখ লাখ বেসামরিক বাসিন্দা প্রতিবেশী জর্ডান ও ইসরায়েলের দখলে থাকা গোলযোগপূর্ণ গোলান মালভ‚মির দিকে সরে যেতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছে রয়টার্স।

ভারতে বাস দুর্ঘটনায় নিহত ৪৮

admin July 01, 2018
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পৌরি গারওয়াল জেলায় এক বাস দুর্ঘটনায় ৪৮ জন নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে তাদের বহনকারী বাসটি পাপালি-বোয়ান সড়কের নৈনিদান্দা ব্লকের একটি গিরিসঙ্কটে পড়ে যায়, খবর এনডিটিভির।
প্রকাশিত প্রতিবেদন ও পৌরি পুলিশের সুপার জগৎ রাম জোশির বক্তব্য অনুযায়ী, বোয়ান থেকে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে ২৮ আসনের ওই মিনিবাসটি রামনগরের উদ্দেশ্যে রওনা হয়েছিল, পথে গ্বীন গ্রামের কাছে অতিরিক্ত যাত্রীবোঝাই বাসটি ২০০ মিটার গভীর গিরিসঙ্কটে পড়ে যায়। বাসটির ৪৫ জন যাত্রী তাৎক্ষণিকভাবে মারা যান।
গুরুতর আহত কয়েকজন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়, পরে তাদের মধ্যে আরও তিন জন মারা যান।  দুর্ঘটনার কারণ তখনও জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) একটি টিম উদ্ধার কাজ পরিচালনা করছে।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন গারওয়ালের পুলিশ কমিশনার দিলিপ জাওয়ালকার। 
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। নিহতদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three