ভারতে বাস দুর্ঘটনায় নিহত ৪৮

admin July 01, 2018
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পৌরি গারওয়াল জেলায় এক বাস দুর্ঘটনায় ৪৮ জন নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে তাদের বহনকারী বাসটি পাপালি-বোয়ান সড়কের নৈনিদান্দা ব্লকের একটি গিরিসঙ্কটে পড়ে যায়, খবর এনডিটিভির।
প্রকাশিত প্রতিবেদন ও পৌরি পুলিশের সুপার জগৎ রাম জোশির বক্তব্য অনুযায়ী, বোয়ান থেকে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে ২৮ আসনের ওই মিনিবাসটি রামনগরের উদ্দেশ্যে রওনা হয়েছিল, পথে গ্বীন গ্রামের কাছে অতিরিক্ত যাত্রীবোঝাই বাসটি ২০০ মিটার গভীর গিরিসঙ্কটে পড়ে যায়। বাসটির ৪৫ জন যাত্রী তাৎক্ষণিকভাবে মারা যান।
গুরুতর আহত কয়েকজন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়, পরে তাদের মধ্যে আরও তিন জন মারা যান।  দুর্ঘটনার কারণ তখনও জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) একটি টিম উদ্ধার কাজ পরিচালনা করছে।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন গারওয়ালের পুলিশ কমিশনার দিলিপ জাওয়ালকার। 
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। নিহতদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three