রাস্তায় এক ব্যক্তিকে বেধড়ক পেটালেন বিগ বস প্রতিযোগী নোরা ফতেহি। প্রকাশ্যে রাস্তার ওপর ওই ব্যক্তিকে ধরে মারধর শুরু করেন তিনি। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। ঘটনা হল, স¤প্রতি মুম্বইয়ের রাস্তায় একটি ভিডিও শুট করেন নোরা। বলিউডের বিভিন্ন চরিত্রগুলো কীভাবে সাধারণ মানুষের উপর প্রভাব বিস্তার করে, নোরার ওই নতুন ভিডিওতে তাই দেখানো হয়েছে। ওই ভিডিওতে লাল শাড়িতে দেখা যাচ্ছে নোরাকে।
পাশাপাশি লাল শাড়ি পরা নোরাকে ‘থোড়া রেশম লাগতা হ্যায়’-র গানে নাচতে দেখা যায়। জানা গেছে, অচেনা ওই ব্যক্তির চোখ থেকে বলিউডের ঘোর কেটে যাওয়ার পর পরই তাকে ধরে পেটাতে শুরু করেন নোরা।এদিকে, বেশ কয়েক বছর লিভ ইন সম্পর্কের পর অবশেষে অঙ্গদ বেদির সঙ্গে সম্পর্ক ভাঙে নোরার। এরপরই নেহা ধুপিয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অঙ্গদ। এখন সাবেক মিস ইন্ডিয়া নেহা ধুপিয়াকে বিয়ে করে সুখে সংসার করছেন অঙ্গদ।