হিনা খান। ভারতীয় টিভি সিরিয়ালের পরিচিত মুখ। টিভি সিরিয়াল ‘ইয়ে রিশতা কিয়া কেহলাতা হ্যায়’র মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। বিগ বস-১১-এর প্রতিযোগিতায় অংশ নিয়েও আলোচনায় আসেন তিনি। এদিকে স¤প্রতি বিকিনি পরিহিত বেশ কিছু খোলামেলা ছবি ইন্সটাগ্রামে শেয়ার করে তোপের মুখে পড়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যমে খবর, বয়ফ্রেন্ড রকি জয়সওয়ালের সঙ্গে গোয়ায় গিয়েছিলেন হিনা খান।
আর সেখানে গিয়ে কালো বিকিনি পরে ছবি শেয়ার করেন হিনা খান। কখনও পুলে বসে নিজের সেই খোলামেলা ছবি শেয়ার করেন হিনা, আবার কখনও রকির সঙ্গে ঘনিষ্ঠ ছবি শেয়ার করতে দেখা যায় তাকে। আর এরপরই আক্রমণের মুখে পড়তে হয় বিগ বসের প্রাক্তন এই প্রতিযোগীকে। হিনা কীভাবে ওই ধরনের ছবি শেয়ার করলেন, তা নিয়ে প্রশ্ন তোলা হয় নেটদুনিয়ায়। এটা কী ধরনের পোশাক এবং ছবি বলেও তোলা হয় প্রশ্ন। পাশাপাশি ‘ধর্মের উপর সম্মান প্রদর্শন করুন’ বলেও আক্রমণ করা হয় হিনাকে। যদিও এ বিষয়ে পরবর্তীতে কোনো কথা বলেননি হিনা।