পেশাগত জগতে বরাবরই খোলামেলা কথা বলতে পছন্দ করেন অভিনেত্রী স্বরা ভাস্কর। নারীবাদী হলেও ক্যারিয়ারের শুরুর দিকে অনেক কঠিন পরিস্থিতি সামলাতে হয়েছে তাকে। তারই একটি গল্প স¤প্রতি শেয়ার করেছেন স্বরা। একটি সংবাদমাধ্যমের সঙ্গে আড্ডায় তিনি জানিয়েছেন তাকে কোন এক প্রযোজকের ম্যানেজার চুমু খেতে চেয়েছিল। স্বরা এ বিষয়ে বলেন, একাধিকবার যৌন হয়রানির শিকার হতে হয়েছিলো আমাকে। এর মধ্যে একবার এক ব্যক্তি একবার তাকে তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করেছিলেন।
এমন তো কত লোকই করে। কিন্তু এই ব্যক্তিকে স্বরা চিনতেন না। চেনা নেই, জানা নেই, তাহলে তো আর এমনি এমনি কেউ কারও কাছে বাড়ির ঠিকানা চায় না? তার উপর সে নিজের পরিচয় দিয়েছিল সে নাকি কোনও এক বড় প্রযোজকের ম্যানেজার। খটকা লেগেছিল স্বরার। তবে এখানে যদি সে থেমে যেত, তাও হত। কিন্তু নিজের গ-ীর বাইরে গিয়ে সে স্বরাকে খুশী করার চেষ্টা করেছিল। স্বরা বলেছেন, ওই লোকটি আমার কানে চুমু খেতে চেয়েছিল। আবার লাভ ইউ-ও বলেছিল। কিন্তু এমন ঘটনাকে পাত্তা দেননি স্বরা। তবে এই প্রথমবার নয়। এর আগে আরও একবার কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছিলেন স্বরা।