ব্রিটিশ গায়িকা ও অভিনেত্রী রিতা ওরা । এরইমধ্যে নিজের গান, অভিনয় ও স্টেজ পারফরমেন্সের মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ২৭ বছর বয়সী এ তারকা এখন রয়েছেন সুইজারল্যান্ড ট্যুরে। এখানকার বিভিন্ন স্থানে তিনি গান পরিবেশন করেছেন। তবে এখন চলছে বিরতি। আর এই কয়েকদিনের বিরতিটা আরও খানির রঙিন করতে চাইছেন তিনি।
আর তাইতো বিভিন্ন বার, সমুদ্র সৈকত ও পার্টিতে বেপরোয় রিতা ওরাকে আবিষ্কার করা যাচ্ছে। অবাক করার বিষয় হলো এবার সমুদ্র সৈকতে গিয়ে নগ্ন প্রায় হলেন রিতা ওরা। আর সেই নগ্ন ছবি তিনি পোস্ট করেছেন নিজের ইনসটাগ্রামে। একটি হলুদ রঙা বিকিনি পড়লেও তার গোপন অঙ্গ পরিস্কারভাবে দেখা যাচ্ছে সেই ছবিতে। এরইমধ্যে এই ছবিটি ভাইরাল হয়ে গেছে নেটদুনিয়ায়। বেশ আলোচনা-সমালোচনার মুখেও পড়েছেন তিনি। তবে এসব সমালোচনাকে পাত্তা দিচ্ছেন না তিনি। নিজের মতো করেই দিনরাত্রী কাটাচ্ছেন এ গ্লামারাস কন্যা।