গ্লিটজ এক্সপ্রেক্স: অজয় দেবগণের ৪৯তম জন্মদিনে হয়ে গেল ধামাকাদার সেলিব্রেশন। জন্মদিনের সকালে স্ত্রী কাজল, মেয়ে নাইসা এবং ছেলে যুগকে নিয়ে দেশ ছেড়ে প্যারিসে পাড়ি দেন। গতকাল সোমবার সকালে মুম্বই বিমানবন্দর থেকে স্বপরিবারে রওনা দেন প্যারিসের উদ্দ্যেশ্যে। আর প্যারিসে হাজির হয়ে অজয়-কাজলদের সঙ্গে দেখা হয় সদ্য বিবাহিত অভিনেত্রী ইশিতা এবং তার স্বামী বত্সল শেঠের সঙ্গে। প্যারিসে রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলে ইনস্টগ্রাম ছড়িয়েও দেন তারা।
অজয়-কাজলের সঙ্গে পারিবারিক সম্পর্ক ইশিতার। বত্সল এবং ইশিতার বিয়েতে হাজির ছিলেন স্বয়ং অজয় দেবগণ। হবেনই না বা কেন, বলা হয় যে ইশিতা হচ্ছেন অজয়ের অনস্ক্রিন মেয়ে। কিছুদিন আগে মুম্বাইয়ের এক মন্দিরে অভিনেত্রী ইশিতার সঙ্গে পাকে বাঁধা পড়েন অভিনেতা বত্সল শেঠ।
Showing posts with label অজয় দেবগণ. Show all posts
Showing posts with label অজয় দেবগণ. Show all posts
Subscribe to:
Posts (Atom)