Showing posts with label অগ্নিকাণ্ড. Show all posts
Showing posts with label অগ্নিকাণ্ড. Show all posts
গুজরাটে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৯

গুজরাটে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৯

admin May 25, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত অন্তত ১৯ জন নিহত হয়েছেন। গুজরাট রাজ্যের সুরাটের একটি ভবনে শুক্রবার বিকেলের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। ওই ভবনে ৫০ জনের বেশি আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।


এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সুরাটের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন মারা গেছেন। ভবনটির একেবারে ওপরের তলায় একটি কোচিং সেন্টার থাকায়, নিহতদের মধ্যে সবাই কোচিংয়ের শিক্ষার্থী বলে ধারণা করা হচ্ছে।


যে ভবনটিতে আগুন লেগেছে সেটি বাণিজ্যিক এবং আবাসিক। আহতদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে ওই ভবনের আশপাশের ভবন থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে।


হতাহতের শিকারদের পরিবারকে সব ধরনের সহায়তা দিতে স্থানীয় কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন দেশটির দ্বিতীয় মেয়াদে নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে হতাতের শিকারদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি।

সীতাকুণ্ডে পরিত্যক্ত জাহাজ কাটার সময় অগ্নিকাণ্ড, নিহত ১

সীতাকুণ্ডে পরিত্যক্ত জাহাজ কাটার সময় অগ্নিকাণ্ড, নিহত ১

admin May 15, 2019

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকায় শিপইয়ার্ডে পরিত্যক্ত জাহাজ কাটার সময় অগ্নিদগ্ধ হয়ে রুবেল (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ শ্রমিক। বুধবার সকালে প্রিমিয়ার ট্রেড করপোরেশন নামে একটি শিপ ইয়ার্ডে এ ঘটনা ঘটে।


ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনের কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুণ পাশা জানান, জাহাজটি কাটার সময় সকাল সাড়ে ৮টার দিকে ইঞ্জিনের পাশের রুমে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।


চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, আহত অবস্থায় ছয়জনকে হাসপাতালে নেওয়া হলে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত বাকি পাঁচজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানান তিনি। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

শেরপুরে সিনেমা হলে অগ্নিকাণ্ড: বেঁচে গেল তিন শতাধিক মানুষ

শেরপুরে সিনেমা হলে অগ্নিকাণ্ড: বেঁচে গেল তিন শতাধিক মানুষ

admin August 26, 2018

সারাদেশ: শো চলাকালে শেরপুরের নকলা্ উপজেলার কল্পনা সিনেমা হলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় দৌঁড়াদৌঁড়ি করে বের হতে গিয়ে বেশ কয়েকজন দর্শক আহত হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মালিকপক্ষ।


জানা গেছে, ঈদ উপলক্ষে দুপুরে ‘অহংকার’ নামে সিনেমার শো চলছিল। এসময় হলে ৩ শতাধিক দর্শক ছিল। তিনতলা এ হলটিতে সিনেমা শুরু হওয়ার কিছুক্ষণ পর কালো ধোঁয়ার গন্ধে হলের ভেতর দর্শকদের শ্বাসকষ্ট অনুভূত হয়। পরে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে আতঙ্কে দৌঁড়াদৌঁড়ি শুরু করে দর্শকরা। কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে শেরপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


কল্পনা সিনেমা হলের মালিক বাবু মিয়া জানান, বৈদ্যুতিক শর্টশার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে।


শেরপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সুবল চন্দ দেবনাথ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে এবং প্রায় কোটি টাকার মালামাল অগ্নিকাণ্ড থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি বলেন, কি কারণে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।

কাউনিয়ায় অগ্নিকাণ্ডে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

কাউনিয়ায় অগ্নিকাণ্ডে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

admin April 03, 2018

কাউনিয়া, রংপুর: রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের প্রাননাথ চরে ভয়াবহ অগ্নিকাণ্ডে গবাদি পশু, বসতবাড়িসহ রাইচ মিল পুড়ে গেছে। এই অগ্নিকাণ্ডে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ময়েজ উদ্দিন মন্ডল ও ময়দুল জানিয়েছেন।
জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে প্রাননাথ চর গ্রামে ময়েজ উদ্দিন মোল্লার বাড়ির গোয়াল ঘরে বৈদ্যূতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলীহানশিখা পাশের ঘরে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে গোয়াল ঘরে থাকা বিদেশি ৩টি গরু, ২৮টি হাঁস, ৪৫টি মুরগী, ধান-চাউল, টিভি, আসবাবপত্রসহ ৭টি বসতঘর, নগদ ৫ লাখ টাকা ও রাইচ মিলের সব জিনিসপত্র পুড়ে যায়। এ ঘটনায় প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দুই পরিবার জানিয়েছেন।
শহীদবাগ ইউপি চেয়ারম্যান এমএ হান্নান জানান, ময়েজ উদ্দিন মন্ডল এর বসতঘরে আগুন দেখে স্থানীয় লোকজন কাউনিয়া ফায়ার সার্ভিসে খবর দেয়। কিন্তু গ্রামের রাস্তায় দুইটি ফুট ব্রিজ থাকায় ফায়ার সার্ভিসের বড় গাড়ী ঘটনাস্থলে যেতে পারে নাই। ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌছাতে পারলে হয়তো বসতঘর, গবাদি পশু সহ অন্যান্য জিনিসপত্র রক্ষা করা যেত। অপরদিকে হারাগাছ ফায়ার সার্ভিস ডিফেন্স স্টেশন ইনচার্জ রায়হান ইসলাম জানান, গত সোমবার রাত ৮টার দিকে উপজেলার হারাগাছ পৌর এলাকার কলেজমাঠ এলাকায় শফিকুল ইসলামের বাড়িতে বৈদ্যূতিক শর্টসার্কিটের কারণে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে যায়। এতে প্রায় ৫০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three