কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
রংপুরের কাউনিয়া উপজেলায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও ছাত্র যুব ঐক্য পরিষদ শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে কাউনিয়া মহিলা কলেজে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ঐক্য পরিষদের আয়োজনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ঐক্য পরিষদ শাখার সম্মেলন জেলা ছাত্র যুব ঐক্য পরিষদ সভাপতি প্রহলাদ বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী বনমালী পাল।
এসময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র বর্মন, জেলা সাধারণ সম্পাদক স্বপন কুমার রায়, মহানগর পুজা উদযাপন পরিষদ সভাপতি সুব্রত সরকার মুকুল, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ হেমন্ত বর্মন, সহ-সভাপতি শ্যামল কুমার রায়, প্রচার সম্পাদক সঞ্চয় রায়, দেবত্তর সম্পদ বিষয়ক সম্পাদক দূর্গা সিংহ, কার্যকারী সদস্য শরণ কুমার রায় প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠ্রান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
দ্বিতীয় অধিবেশনে সর্বস্মতিক্রমে জীবন কুমার সিংহকে সভাপতি ও মানিক চন্দ্র বর্মনকে সাধারণ সম্পাদক করে ৪ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কমল সরকার টিপু।