রংপুর: গতকাল শুক্রবার রাতে শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে রংপুর কেন্দ্রীয় কারাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। এরআগে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অপরদিকে গঙ্গাচড়ার ধনতলা এলাকায় এক অটোরিকশা চালকককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেেছে। তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
রংপুর কারাগারের জেলার আমজাদ হোসেন জানান, পঞ্চগড় জেলার বোদা উপজেলার পণ্ডিত পাড়া এলাকার আবুল হোসেন (৫৫) একটি হত্যা মামলায় বেশ ক’বছর থেকে যাবজ্জীবন সাজা ভোগ করছিলেন। শুক্রবার সন্ধ্যায় শ্বাস কষ্ট হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ ইউনিটে ভর্তি করা হয়। রাত সাড়ে ১০ টার দিকে সে মারা যায়। আজ শনিবার আনুষ্ঠানিকতা শেষে তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে রংপুরের গঙ্গাচড়া উপজেলার ধনতলা এলাকায় এক অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে পুলিশ অটোচালকের মৃতদেহ দ্ধার করে ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতালে পাঠিয়েছে।
গঙ্গাচড়া থানা সূত্রে জানাগেছে, নীলফামারী জেলার সৈয়দপুরের নেকিরহাট এলাকার আব্দুল হকের পুত্র আবুল কালাম (২৮) পেশায় একজন অটোরিকশা চালক। গত শুক্রবার সে ভাড়া নিয়ে গঙ্গাচড়ায় এসেছিল। যাওয়ার পথে ধনতলা বিরাবাড়ি এলকায় ছিনতাইকারিরা তাকে শ্বাসরোধে হত্যা করে অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যায়। পুলিশ সকালে তার মৃতদেহ উদ্ধার করে।
গঙ্গাচড়া থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। গঙ্গাচড়া থানার ওসি মশিউর রহমান জানান, এ ঘটনায় নিহতের মা মোকলেসানা বেমগ একটি হত্যা মামলা করেছে। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।