Showing posts with label গ্রিজমান. Show all posts
Showing posts with label গ্রিজমান. Show all posts
আতলেতিকো ছাড়ার ঘোষণা গ্রিজমানের

আতলেতিকো ছাড়ার ঘোষণা গ্রিজমানের

admin May 15, 2019

অনলাইন ডেস্ক:
মৌসুম শেষে আতলেতিকো মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিয়েছেন ফরাসি স্ট্রাইকার অঁতোয়ান গ্রিজমান। ক্লাবের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় মঙ্গলবার রাতে এই ঘোষণা দেন বিশ্বকাপ জয়ী এই খেলোয়াড়। কোন ক্লাবে যাচ্ছেন সেই তথ্য তিনি জানাননি। তবে স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ২৮ বছর বয়সী এই খেলোয়াড় লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনায় যোগ দিতে যাচ্ছেন।


গত বছরই বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে দিয়ে ২০২৩ সাল পর্যন্ত আতলেতিকো মাদ্রিদে থাকার জন্য নতুন চুক্তি করেছিলেন পাঁচ মৌসুম ধরে ক্লাবটিতে খেলা গ্রিজমান। ভিডিও বার্তায় গ্রিজমান বলেন, “পাঁচটি বছর ছিল অবিশ্বাস্য। সবকিছুর জন্য আপনাদের ধন্যবাদ। আমাকে সবসময় অনেক ভালোবাসা জানানো ভক্তদের আমি বলতে চাই, অন্য কিছু দেখতে আর অন্য চ্যালেঞ্জগুলো নিতে আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”


স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে গ্রিজমানকে নিতে তার বাই আউট ক্লজের ১২ কোটি ইউরো দেবে বার্সেলোনা। রিয়াল সোসিয়েদাদ থেকে ২০১৪ সালে ৩ কোটি ইউরোতে আতলেতিকোতে এসে টানা পাঁচ মৌসুমেই দলের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন গ্রিজমান। ২৫৬ ম্যাচে করেছেন ১৩৩ গোল। ক্লাবের হয়ে ইউরোপা লিগ, স্প্যানিশ সুপার কাপ ও উয়েফা সুপারকাপ জিতেছেন গ্রিজমান।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three