পীরগঞ্জ, রংপুর: রংপুরের পীরগঞ্জে জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এক প্রসুতিসহ নবজাতকের মৃত্যুর ঘটনায় রোগীর পরিবারের দু’শতাধিক স্বজন হাসপাতালটি সাড়ে ৫ ঘন্টা অবরুদ্ধ করে রেখেছিল। থানা পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। গত সোমবার রাতে ৮ টা থেকে দেড়টা পর্যন্ত ওই অবরুদ্ধ চলে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গাইবান্ধার সাদুল্লাপুরের দাউদপুর গ্রামের রাজু মিয়ার স্ত্রী শিল্পী বেগম (৩২)। সে দু’সন্তানের জননী, আবারো তার গর্ভে জমজ সন্তান আসে। দাউদপুর থেকে তাকে সোমবার রাত সাড়ে ৭ টার দিকে একটি মাইক্রোযোগে পীরগঞ্জ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসার সময় পথিমধ্যে শিল্পীর এক মেয়ে সন্তান জন্ম নেয় এবং জন্মের পর পরেই শিশু মারা যায়। ওই হাসপাতালে আনার পর বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় বিনা চিকিৎসায় শিল্পীর আর এক সন্তান ভুমিষ্ঠ না হয়েইে সে মারা যায়। এ ঘটনায় উত্তেজিত হয়ে রোগীর দু’শতাধিক স্বজন এসে হাসপাতালটি ঘেরাও করলে রাতে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। এ ব্যাপারে জেনারেল হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর শহিদুল ইসলাম পিন্টু জানান; সন্ধ্যা সাড়ে সাত টায় শিল্পী নামে রোগী ভর্তি হয় তার প্রাথমিক সেবা (আল্ট্রাসনোগ্রাম, ব্লাড টেস্ট) করে পেটের শিশুর ভাল অবস্থায় ছিল, তবে রাত ৮:০০ টার সময় রোগী অপারেশন থিয়েটারে মৃত্যু বরণ করে।
এ ব্যাপারে থানার ওসি (অপারেশন্স) শুকুর আলী জানান, ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। শিল্পীর ভাই আমিনুল ইসলাম জানান, আমার বোনসহ দু’সন্তানই মারা গেছে। আমরা মামলা মোকদ্দমা করবো না। এদিকে আজ মঙ্গলবার সকালে পারিবারিক কবর স্থানে তাদেরকে দাফন করা হয়েছে বলে জানা গেছে।
Showing posts with label পীরগঞ্জ জেনারেল হাসপাতাল. Show all posts
Showing posts with label পীরগঞ্জ জেনারেল হাসপাতাল. Show all posts
Subscribe to:
Posts (Atom)