Showing posts with label বীরগঞ্জ. Show all posts
Showing posts with label বীরগঞ্জ. Show all posts
বীরগঞ্জে চাঞ্চল্যকর জোড়া খুনের রহস্য উদঘাটন করেছে পুলিশ

বীরগঞ্জে চাঞ্চল্যকর জোড়া খুনের রহস্য উদঘাটন করেছে পুলিশ

admin June 16, 2019

দিনাজপুরের বীরগঞ্জে চাঞ্চল্যকর জোড়া খুনের রহস্য উদঘাটন করেছে পুলিশ। মূলত টাকা ধার দেওয়াকে কেন্দ্র করে বন্ধুর হাতে খুনের শিকার হন বিপ্লব চন্দ্র রায় (২৫) ও হানিফুর রহমান (২৮)। এ ঘটনায় আটক তরিকুল ইসলাম (২৭) আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দী দিয়েছেন। শনিবার (১৫ জুন) দিনাজপুর পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে এ তথ্য জানান এসপি সৈয়দ আবু সায়েম।


এর আগে ৩০ মে (বৃহস্পতিবার) সকালে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের কাচা রাস্তার পাশ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুই যুবক হলেন- উপজেলার দেবীপুর গ্রামের রাজেন্দ্র নাথ রায়ের ছেলে বিপ্লব চন্দ্র রায় (২৫) ও মদনপুর এলাকার আজাহার আলীর ছেলে হানিফুর রহমান (২৮)।


তিনি জানান, গত ১৩ জুন বীরগঞ্জের শালবন থেকে নিহত দুই যুবকের বন্ধু একই উপজেলার শতগ্রামের (পালাপাড়া) মো. গিয়াসউদ্দিনের ছেলে তরিকুলকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে টাকা ধার দেওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে নিজের দোষ স্বীকার করেন। পরের দিন ১৪ জুন আদালতের বিচারকের কাছে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দেন।


জবানবন্দীতে তিনি জানান, ঘটনার আগের দিন ২৯ মে (বুধবার) দুপুরে বীরগঞ্জ বাজারে ঝারবাড়ি থেকে বিপ্লব, হানিফুরসহ তিনি (তরিকুল) একত্রিত হয়ে নীলফামারীর দেবীগঞ্জ বাজারে যান। পরে ওই বাজারে অবস্থানকালে গোপনে একটি ধারালো অস্ত্র কিনে কোমরে লুকিয়ে রাখেন আসামি তরিকুল। এরপর রাত সোয়া ৯টায় দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে এসে ইয়াবা ও ফেনসিডিল সেবন করেন। পরে সেখান থেকে রাত ২টার দিকে তারা মোটরসাইকেলে করে ঘটনাস্থল দেবফুর গ্রামের বালাপাড়ার যদুর মোড়ে যাওয়ার জন্য রওনা হন।


ঘাতক তরিকুল মোটরসাইকেলের সবার শেষে বসে থাকার সুবাদে ঘটনাস্থলে প্রথমে মোটরসাইকেলের অপর আরোহী বিপ্লবের গলায় ও এর পরপরই চালক হানিফের গলায়ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল থেকে তিনজনই পড়ে যান। এসময় আসামি তরিকুল মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি পুলিশ ঘোড়াঘাট উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।


পরের দিন সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে হানিফুর ও বিপ্লবের মরদেহ উদ্ধার করে পুলিশ।

বীরগঞ্জে দুই বন্ধুর গলাকাটা মরদেহ উদ্ধার

বীরগঞ্জে দুই বন্ধুর গলাকাটা মরদেহ উদ্ধার

admin May 30, 2019

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে দুই বন্ধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের পাশে নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের কাচা রাস্তার পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।


নিহত ব্যক্তিরা হলেন নিজপাড়া ইউনিয়নের দেবীপুর খোলাপাড়া গ্রামের রাজেন্দ্র নাথ রায়ের ছেলে বিপ্লব চন্দ্র রায় (৩৩) এবং একই উপজেলার সুজালপুর ইউনিয়নের মদনপুর গ্রামের আজাহার আলীর ছেলে হানিফুর রহমান (৩৩)। নিহত দুই ব্যক্তি ঘনিষ্ঠ বন্ধু বলে জানা গেছে।


প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের কাচা রাস্তার ধারে স্থানীয়রা দুইজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।


নিহত হানিফুর রহমানের বড় ভাই আবদুল হালিম বলেন, তার ভাই বুধবার বিকেল ৪ টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। তার ভাই হানিফ ও বিপ্লব ছোটবেলা থেকে খুবই ঘনিষ্ঠ বন্ধু।


দিনাজপুর জেলা পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চলছে।


বীরগঞ্জ থানার পরিদর্শক শাকিলা পারভীন জানান, ‘মরদেহ দুটি উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের এ ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে।’

বীরগঞ্জে স্লুইস গেটে প্রাণহানী রোধে সচেনতা সৃষ্টির লক্ষ্যে এসএবিডির স্মারকলিপি

বীরগঞ্জে স্লুইস গেটে প্রাণহানী রোধে সচেনতা সৃষ্টির লক্ষ্যে এসএবিডির স্মারকলিপি

admin August 28, 2018

দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জে ঢেপা নদী স্লুইস গেটে প্রাণহানীর কারণ উদঘাটন এবং প্রতিকারের পাশাপাশি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্লুইস গেটে প্রাণহানীর কারণ উদঘাটন এবং প্রতিকারের পাশাপাশি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের জন্য সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেনের নিকট স্মারকলিপি প্রদান করেন স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন অব বীরগঞ্জ (এসএবিডি)।



[চাকরির খোঁজে এসে গণধর্ষণের শিকার যুবতী]

প্রায় প্রতি বছর বীরগঞ্জ পৌর শহরের ঢেপা নদী স্লুইস গেটে গোসল করতে গিয়ে সচেতনতার অভাবে বেশ কিছু শিশু ও তরুণের প্রাণহানী হয়েছে। এদের বেশির ভাগ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এসব শিক্ষার্থীর অকাল মৃত্যুর সাথে অনেক পরিবারের সন্তানকে নিয়ে দেখা স্বপ্নের সমাধি হয়েছে। সঙ্গত কারণেই বিষয়টি সকলকেই ভাবিয়ে তুলেছে। একারণে প্রশাসনের পক্ষ থেকে স্লুইজ গেটে প্রাণহানীর কারণ উদঘাটন এবং প্রতিকারের পাশাপাশি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করে ওই স্মারকলিপি প্রদান করেছেন স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বীরগঞ্জ।



[জামাই-শ্বাশুড়ির পরকীয়ার পর বিয়ে, জামাইয়ের রহস্যজনক মৃত্যু]

এ সময় বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. নুর ইসলামা নুর, উপজেলা আওয়ামী লীগের যুব বিষয়ক সম্পাদক মো. ইয়াছিন আলী, এসএবিডির সভাপতি মোঃ আল-মামুন, অর্থ সম্পাদক মোঃ মেহেদী হাসান সুজন, সদস্য মো. শামীম রানা, মোঃ জাকির হোসেন, আল-মামুন ও ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ, এ পর্যন্ত পৌর শহরের ঢেপা নদী স্লুইস গেটে গোসল করতে গিয়ে আনুমানিক ১০ জনের মৃত্যু হয়েছে। এদের বেশির ভাগ বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সর্বশেষ চলতি বছরের গত ২১ জুলাই গোসল করতে গিয়ে মো. রাজু (১৬) এবং মো. জাহিদুল ইসলাম জাহিদ (১৭) নামে দুই শিক্ষার্থী অকাল মৃত্যু বরণ করেন।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three