রংপুর এক্সপ্রেস ডেস্ক:
সুহানা খান, তার বড় পরিচয় তিনি শাহরুখ খানের মেয়ে। কিন্তু তার বাইরে গিয়েও সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি।
সুহানার ভক্তের সংখ্যাও কম নয়। তার বিভিন্ন ছবি বহু ক্ষেত্রে ভাইরাল হয়েছে। কিন্তু সম্প্রতি সুহানার একটি সেলফি নিয়ে প্রবল আলোচনা শুরু হয়েছে ওয়েব ওয়ার্ল্ডে। কিন্তু কেন?
আয়নার সামনে দাঁড়িয়ে সেলফি তুলেছেন সুহানা। তার ফোনের কভারে রয়েছে এটিএম কার্ড। ফলে সেই সেলফি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেখা যাচ্ছে তার এটিএম কার্ডও।
সেই ছবি দেখে কেউ লিখেছেন, ‘ওই কার্ডটা আমাকে দিয়ে দাও।’ আবার অন্য একজন লিখেছেন, ‘এই কার্ডে নিশ্চয় কোটি কোটি টাকা আছে। প্রতিদিনের খরচের জন্য নিশ্চয়ই অনেকবার ব্যবহার হয় ওই কার্ড। ভাগ্যবতী মেয়ে…।’
সুহানার বয়স এখন ১৯। কিন্তু যাই করেন, তাতেই লাইমলাইটে চলে আসেন। যদিও এই চলতি সেলফি নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তিনি।