আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। এর পরই মাঠে গড়াতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ওয়ানডে বিশ্বকাপ। চলতি বছরের ৩০ মে, ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে পর্দা উঠছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসরের। ইতোমধ্যেই বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সূচি অনুযায়ী, আগামী ৩০ মে বিশ্বকাপের এবারের আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। আগামী ১৪ জুলাই ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের এবারের আসরের পর্দা নামবে। তবে ফাইনাল ম্যাচের জন্য রাখা হয়েছে একটি রিজার্ভ ডে।
এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। টুর্নামেন্টের এবারের আসরে অংশগ্রহণ করবে ১০টি দেশ। প্রতিটি দল গ্রুপ পর্বে একে অপরের মুখোমুখি হবে। লিগ পর্বে সেরা চার দল খেলবে সেমিফাইনাল। প্রতিটি সেমির জন্য রয়েছে রিজার্ভ ডে।
২০১৯ ক্রিকেট বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি:
তারিখ | ম্যাচ শুরুর সময় (বাংলাদেশ সময় অনুযায়ী) | ম্যাচ | ভেন্যু |
৩০ মে | বিকেল সাড়ে ৩ টা | ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা | ওভাল |
৩১ মে | বিকেল সাড়ে ৩ টা | উইন্ডিজ-পাকিস্তান | নটিংহাম |
১ জুন | বিকেল সাড়ে ৩ টা | নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা | কার্ডিফ |
১ জুন | সন্ধ্যা সাড়ে ৬ টা | আফগানিস্তান-অস্ট্রেলিয়া | ব্রিস্টল (দি/রা) |
২ জুন | বিকেল সাড়ে ৩ টা | বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা | ওভাল |
৩ জুন | বিকেল সাড়ে ৩ টা | ইংল্যান্ড- পাকিস্তান | নটিংহাম |
৪ জুন | বিকেল সাড়ে ৩ টা | আফগানিস্তান-শ্রীলঙ্কা | কার্ডিফ |
৫ জুন | বিকেল সাড়ে ৩ টা | ভারত-দক্ষিণ আফ্রিকা | সাউদাম্পটন |
৫ জুন | সন্ধ্যা সাড়ে ৬ টা | বাংলাদেশ-নিউজিল্যান্ড | ওভাল (দি/রা) |
৬ জুন | বিকেল সাড়ে ৩ টা | অস্ট্রেলিয়া-উইন্ডিজ | নটিংহাম |
৭ জুন | বিকেল সাড়ে ৩ টা | পাকিস্তান-শ্রীলঙ্কা | ব্রিস্টল |
৮ জুন | বিকেল সাড়ে ৩ টা | বাংলাদেশ-ইংল্যান্ড | কার্ডিফ |
৮ জুন | সন্ধ্যা সাড়ে ৬ টা | আফগানিস্তান-নিউজিল্যান্ড | টন্টন (দি/রা) |
৯ জুন | বিকেল সাড়ে ৩ টা | ভারত-অস্ট্রেলিয়া | ওভাল |
১০ জুন | বিকেল সাড়ে ৩ টা | দক্ষিণ আফ্রিকা-উইন্ডিজ | সাউদাম্পটন |
১১ জুন | বিকেল সাড়ে ৩ টা | বাংলাদেশ-শ্রীলঙ্কা | ব্রিস্টল |
১২ জুন | বিকেল সাড়ে ৩ টা | অস্ট্রেলিয়া-পাকিস্তান | টন্টন |
১৩ জুন | বিকেল সাড়ে ৩ টা | ভারত-নিউজিল্যান্ড | নটিংহাম |
১৪ জুন | বিকেল সাড়ে ৩ টা | ইংল্যান্ড-উইন্ডিজ | সাউদাম্পটন |
১৫ জুন | বিকেল সাড়ে ৩ টা | দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান | কার্ডিফ (দি/রা) |
১৬ জুন | বিকেল সাড়ে ৩ টা | ভারত-পাকিস্তান | ওল্ড ট্র্যাফোর্ড |
১৭ জুন | বিকেল সাড়ে ৩ টা | বাংলাদেশ-উইন্ডিজ | টন্টন |
১৮ জুন | বিকেল সাড়ে ৩ টা | ইংল্যান্ড-আফগানিস্তান | ওল্ড ট্র্যাফোর্ড |
১৯ জুন | বিকেল সাড়ে ৩ টা | নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা | এজবাস্টন |
২০ জুন | বিকেল সাড়ে ৩ টা | বাংলাদেশ-অস্ট্রেলিয়া | নটিংহাম |
২১ জুন | বিকেল সাড়ে ৩ টা | ইংল্যান্ড-শ্রীলঙ্কা | হেডিংলি |
২২ জুন | বিকেল সাড়ে ৩ টা | ভারত-আফগানিস্তান | সাউদাম্পটন |
২২ জুন | সন্ধ্যা সাড়ে ৬ টা | উইন্ডিজ-নিউজিল্যান্ড | ওল্ড ট্র্যাফোর্ড (দি/রা) |
২৩ জুন | বিকেল সাড়ে ৩ টা | পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা | লর্ডস |
২৪ জুন | বিকেল সাড়ে ৩টা | বাংলাদেশ-আফগানিস্তান | সাউদাম্পটন |
২৫ জুন | বিকেল সাড়ে ৩ টা | ইংল্যান্ড-অস্ট্রেলিয়া | লর্ডস |
২৬ জুন | বিকেল সাড়ে ৩ টা | নিউজিল্যান্ড-পাকিস্তান | এজবাস্টন |
২৭ জুন | বিকেল সাড়ে ৩ টা | উইন্ডিজ-ভারত | ওল্ড ট্র্যাফোর্ড |
২৮ জুন | বিকেল সাড়ে ৩ টা | শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা | ডারহাম |
২৯ জুন | বিকেল সাড়ে ৩ টা | পাকিস্তান-আফগানিস্তান | লিডস |
২৯ জুন | সন্ধ্যা সাড়ে ৬ টা | নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া | লর্ডস (দি/রা) |
৩০ জুন | বিকেল সাড়ে ৩ টা | ভারত-ইংল্যান্ড | এজবাস্টন |
১ জুলাই | বিকেল সাড়ে ৩ টা | শ্রীলঙ্কা-উইন্ডিজ | ডারহাম |
২ জুলাই | বিকেল সাড়ে ৩ টা | বাংলাদেশ-ভারত | এজবাস্টন |
৩ জুলাই | বিকেল সাড়ে ৩ টা | ইংল্যান্ড-নিউজিল্যান্ড | ডারহাম |
৪ জুলাই | বিকেল সাড়ে ৩ টা | আফগানিস্তান-উইন্ডিজ | হেডিংলি |
৫ জুলাই | সন্ধ্যা সাড়ে ৩ টা | বাংলাদেশ-পাকিস্তান | লর্ডস |
৬ জুলাই | বিকেল সাড়ে ৩ টা | শ্রীলঙ্কা-ভারত | হেডিংলি |
৬ জুলাই | বিকেল সাড়ে ৬ টা | অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা | ওল্ড ট্র্যাফোর্ড (দি/রা) |
৯ জুলাই | বিকেল সাড়ে ৩ টা | প্রথম সেমিফাইনাল | ওল্ড ট্র্যাফোর্ড |
১০ জুলাই | বিকেল সাড়ে ৩ টা | রিজার্ভ ডে | ওল্ড ট্র্যাফোর্ড |
১১ জুলাই | বিকেল সাড়ে ৩ টা | দ্বিতীয় সেমিফাইনাল | এজবাস্টন |
১২ জুলাই | বিকেল সাড়ে ৩ টা | রিজার্ভ ডে | এজবাস্টন |
১৪ জুলাই | বিকেল সাড়ে ৩ টা | ফাইনাল | লর্ডস |
১৫ জুলাই | বিকেল সাড়ে ৩ টা | রিজার্ভ ডে | লর্ডস |