Showing posts with label রংপুর. Show all posts
Showing posts with label রংপুর. Show all posts
কাউনিয়ায় মাতলামীর প্রতিবাদ করায় কলেজছাত্রকে হাতুড়িপেটা, গ্রেফতার ৪

কাউনিয়ায় মাতলামীর প্রতিবাদ করায় কলেজছাত্রকে হাতুড়িপেটা, গ্রেফতার ৪

admin June 23, 2019

কাউনিয়া প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় তাড়ী খেয়ে প্রকাশ্যে বাজারে মাতলামীর প্রতিবাদ করায় আনোয়ার হোসেন (২৬) নামে এক কলেজ ছাত্রকে হাতুড়িপেটা করে গুরুতর আহত করেছে মাতালের সঙ্গবদ্ধ চক্র। সে উপজেলার কুর্শা ইউনিয়নের বাহাগীলী গ্রামের আব্দুল এর জলিল পুত্র।


এ ঘটনায় তার বাবা বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ রাতেই ৪ জনকে গ্রেফতার করেন।


থানা সূত্র জানায়, গত কিছু দিন থেকে উপজেলার কুর্শা ইউনিয়নের বাহাগীলী মৌজার সিংহের কুড়া বাজারে রামনাথ গ্রামের মৃত তছলিম উদ্দিনের ছেলে শামছুল হক (৫৬) তাড়ী (এক জাতীয় মাদক) খেয়ে বাজারে প্রকাশ্যে মাতলামী করে নানা রকম অকথ্য ভাষা ব্যবহার করলে এলাকার কলেজ ছাত্র আনোয়ার হোসেন তার প্রতিবাদ করেন।


এরই জের ধরে শুক্রবার (২১ জুন) রাত আনুমানিক ৯ টার দিকে আনোয়ার হোসেন সিংহের কুড়া বাজারে খরচ করতে গেলে শামছুল হক গং হাতুড়ী ও রড দিয়ে তাকে আকস্মিক আক্রমন করে গুরুতর জখম অবস্থায় মাটিতে ফেলে দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।


এঘটনায় থানাপুলিশ শামছুল হক ও তার পুত্র তাজুল ইসলাম, একরামুল হক একরা, জহুরুল ইসলামকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন। সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার ওসি (তদন্ত) সেলিমুর রহমান জানান, অন্য আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।

কাউনিয়ায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো উদ্বোধন

কাউনিয়ায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো উদ্বোধন

admin June 23, 2019

কাউনিয়া প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো শনিবার (২২ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধন করা হয়েছে। উপজেলার ১৪৮টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলে।


ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফৎ আরা বেগম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ ফেরদৌস প্রমূখ।


এবারে উপজেলায় একযোগে ১২ থেকে ৫৯ মাস বয়সের ২৫ হাজার ৩’শ ৯০ শিশুকে লাল এবং ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ২’শ ৮৯ শিশুকে নীল ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়।

রংপুরসহ বিভাগের আট জেলায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

admin June 21, 2019

স্টাফ রিপোর্টার:
‘তামাকে হয় ফুসফুসে ক্ষয় : সুস্বাস্থ্য কাম্য, তামাক নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভাগীয় শহর রংপুরসহ বিভাগের আট জেলায় বিশ্ব তামাকমুক্ত দিবস ২০১৯ পালিত হয়েছে।


বৃহস্পতিবার (২০ জুন) র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির উদ্যোগে এবং ‘এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র অংশগ্রহণ ও সচেতনতায় পালন করা হয় দিবসটি।


জানা গেছে, তামাকমুক্ত দিবস পালন উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় রংপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি রংপুর মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে তামাকের কারণে মানুষের স্বাস্থ্যক্ষতির বিষয়টি তুলে ধরতে রংপুর সদর হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের সিভিল সার্জন ডা. আবু মো. জাকিরুল ইসলাম। এসময় তামাকমুক্ত দিবসের তাৎপর্য তুলে ধরেন, এসিডি’র এডভোকেসি অফিসার মো. শরিফুল ইসলাম শামীম।


আলোচনা সভায় বক্তারা তামাকমুক্ত দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৮৮ সাল থেকে প্রতিবছর ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়ে আসছে। তখন থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য দেশগুলো বিষয়টি নজরে এনেছে যে, ধূমপানের ক্ষতির পাশাপাশি অন্য সব প্রকার তামাকদ্রব্য সেবন মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই শুধু ধূমপান থেকে নয়; এই দিনে সব প্রকার তামাকদ্রব্য ব্যবহার থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। কিন্তু বর্তমানে দেশে তামাক ও তামাকজাতদ্রব্য গ্রহণের কারণে প্রতিদিন ৪৪১ জন মানুষের অকাল মৃত্যু হচ্ছে। সেই হিসেবে বছরে তামাকজনিত রোগে মারা যাচ্ছে ১ লাখ ৬১ হাজার মানুষ। তামাকের কারণে মানুষের অকাল মৃত্যুরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে।


এদিকে দিবসটি উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির উদ্যোগে এবং এসিডি’র অংশগ্রহণে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।



বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কুড়িগ্রাম শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফায়ার সার্ভিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।


জেলা সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুলতানা পারভীন। এসময় জেলা সেনিট্যারি ইন্সপেক্টর জহুরুল ইসলাম, এসিডি’র প্রোগ্রাম অফিসার (রংপুর অফিস) মো. তৌফিকুল ইসলাম জেলা টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এছাড়া রংপুর বিভাগের বাকি ছয় জেলায় অর্থাৎ দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, পঞ্চগড়র ও ঠাকুরগাঁও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির আয়োজনে এবং এসিডি ও এর পার্টনার অর্গানাইজেশন ‘পল্লী উন্নয়ন প্রকল্প (পিইউপি)’ ও ‘ডেভেলপমেন্ট কাউন্সিল (ডিসি)’ এর অংশগ্রহণে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়।


উল্লেখ্য, ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস। কিন্তু অনিবার্য কারণবশত এ বছর সারাদেশে ২০ জুন বিশ্ব তামাকমুক্ত দিবস পালনের সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী গতকাল বৃহস্পতিবার সারাদেশের মত রংপুরে পালিত হয় বিশ্ব তামাকমুক্ত দিবস।

তিস্তায় পানি বৃদ্ধি কাউনিয়ার নিম্নাঞ্চল প্লাবিত, ক্ষতির মুখে কৃষকরা

admin June 21, 2019

মিজানুর রহমান, কাউনিয়া প্রতিনিধি:
‘ধানের দাম নাই তাই বাঁচিয়া থাইকপ্যার জন্যে কতো কষ্ট করি চরোত বাদাম আবাদ করনো তাও তিস্তার পানিত ডুবি গেলো, এলা হামার কী হইবে?’ কান্না আর আহাজারীতে কথা গুলো বললেন উপজেলার চর বিশ্বনাথ গ্রামের আছমা বেগম। তিনি আরও জানান, ‘এগুলায় যদি হামার কপালোত থাকে তাইলে হামরা বাঁচমো কী করি?’


অথচ একদিন আগেও হাস্যোজ্জ্বল বদনে ক্যামেরায় বন্দী হয়ে ছিলেন আছমা বেগম। একই ভাবে কান্নায় ভেঙ্গে আহাজারী করে চর গোপীডাংগা এলাকার আবুল কাশেম বলেন, ‘একনা জমি আদি (বর্গা ) নিয়া বাদাম আবাদ করনু সেকনাও বানোত ভাসি গেলো।’




[caption id="" align="alignnone" width="700"]পানিতে হাতিয়ে উদ্ধার করা বাদাম বাছাই করছেন কৃষাণীরা। ছবি: মিজানুর রহমান পানিতে হাতিয়ে উদ্ধার করা বাদাম বাছাই করছেন কৃষাণীরা। ছবি: মিজানুর রহমান[/caption]

গত মঙ্গলবার রাতের বেলা হঠাৎ করেই উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানির প্রবাহ বেড়ে রংপুরের কাউনিয়া উপজেলার চর বিশ্বনাথ, চর গোপীডাঙ্গা, চর ঢুষমারা, চর হয়বৎখাঁ, চর পাঞ্জরভাঙ্গা, হরিশ্বর, গদাইসহ কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়। ফলে নদী বেষ্টিত চরাঞ্চলে বাদাম, মরিচ, পাট ও শাক-সব্জী ক্ষেতে পানি ঢুকে যায়।


এতে উপজেলার প্রায় ৫০ একর (২’শ দোন) জমির আবাদ বিনষ্ট হয়ে গেছে। অকালের এ বন্যার পানি আরও কয়েক দিন থাকলে ক্ষয়ক্ষতির পরিমান বাড়বে বলে মনে করছেন উপজেলা কৃষি দপ্তর।


বিষয়টি নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল আলম এর কাছে জানতে চাইলে তিনি জানান, আকস্মিক এ বন্যার ক্ষতি কৃষকরা পুষিয়ে নিতে হিমশিম খাবেন। তবে দ্রুত পানি নেমে গেলে ক্ষতির পরিমাণ কমবে।

হারাগাছে শিশু নাতনিকে ধর্ষণ, দাদা গ্রেফতার

হারাগাছে শিশু নাতনিকে ধর্ষণ, দাদা গ্রেফতার

admin June 21, 2019

মিজানুর রহমান, কাউনিয়া প্রতিনিধি:
রংপুরের হারাগাছে সাড়ে পাঁচ বছর বয়সী শিশু নাতনিকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে মোজাম্মেল হক (৫৫) নামে প্রতিবেশী এক দাদার বিরুদ্ধে। এঘটনায় অভিযুক্ত মোজাম্মেল হককে গ্রেফতার করেছে হারাগাছ থানা পুলিশ।


জানা যায়, বুধবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে আরপিএমপি-হারাগাছ থানা এলাকার রংপুর সিটির ৮নং ওয়ার্ডের কার্তিক মুন্সিপাড়া গ্রামে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। যৌন নির্যাতনের শিকার ওই শিশুটিকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ওই শিশুটির মা বলেন, ঘটনার দিন দুপুরের দিকে ৫ বছর ৪ মাস বয়সের শিশু কন্যা বাড়ির বাইরে খেলা করছিল। এরই একপর্যায়ে প্রতিবেশী দাদা সর্ম্পকের মোজাম্মেল হক তার শিশু কন্যাকে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে। এসময় তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে অভিযুক্ত মোজাম্মেলকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।


তথ্যের সত্যতা নিশ্চিত করে আরপিএমপি-হারাগাছ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নাজমুল কাদের বলেন, এ ব্যাপারে শিশুটির পিতা বাদী হয়ে ধর্ষক মোজাম্মেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলা করেছে। ঘটনার পরপরই অভিযুক্ত মোজাম্মেল হককে আটক করা হয়েছে।


মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

রমেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জা-এর দেয়া গরম পানিতে দগ্ধ সাবিনা

রমেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জা-এর দেয়া গরম পানিতে দগ্ধ সাবিনা

admin June 20, 2019

স্টাফ রিপোর্টার:
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে জা-এর দেওয়া মরিচের গুড়া মেশানো গরম পানিতে দগ্ধ সাবিনা বেগম (৩০) চিকিৎসাধীন অবস্থায় ৮ দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ঘটনাটি ঘটেছে ১১ জুন সকালে গঙ্গাচড়া উপজেলার লক্ষিটারী ইউনিয়নের পূর্ব মান্দ্রাইন গ্রামে। এ ঘটনায় মামলা হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।


পুলিশ ও এলাকাবাসী জানায়, রংপুরের গংগাচড়া উপজেলার লক্ষিটারী ইউনিয়নের পূর্ব মান্দ্রাইন গ্রামে জমি সংক্রান্ত জের ধরে সাবিনা নামের এক গৃহ বধুকে মুখ ও বুকে গরম পানি ঢেলে দিয়ে পুড়িয়ে ঝলসে দিয়েছে পাষণ্ড জা আমেনা বেগম ওরফে ময়না বুড়ি।


জানা যায়, গত ১১ জুন সকালে বাড়ি সংলগ্ন সাবিনা বেগমের স্বামী গোলাম রব্বানীর বসতভিটায় লাগানো বিভিন্ন প্রজাতির ৭/৮ টি গাছ দা দিয়া কোপাইয়া ও ভাঙতে থাকে ময়নাবুড়ি ও তার স্বামী তরিক মিয়া । সাবিনা বেগম তাদের বাধা-নিষেধ করলে ময়নাবুড়ি ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে সাবিনা বেগম কে বাঁশ দিয়ে বুকে পিঠে, হাতে-পায়ে ও মাথায় আঘাত করে। সাবিনা বেগম মাথা চাপিয়া মাটিতে পড়িয়া যায়। সে সময় ময়না বুড়ি তার বাড়িতে গিয়ে উনুনে থাকা ফুটন্ত গরম পানি মধ্যে মরিচের গুড়ো মিশিয়ে সাবিনা বেগমের মুখে ও বুকে ছুড়ে দেয়। এতে সাবিনার মুখ ও বুক দগ্ধ হয়ে ঝলসে যায়।


এ সময় ময়না বুড়ি ও তার স্বামী সাবিনা বেগম কেগলা চেপে হত্যার চেষ্টা করে। সাবিনা আত চিৎকারে এলাকাবাসী ছুটে তিনি তাকে উদ্ধার করে। এদিকে ময়না বুড়ি ও তার স্বামী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সাবিনা অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।


সাবিনার ভাই প্রতিবন্ধি সাইদ মিয়া অভিযোগ করে বলেন, ঘটনার পর পরেই পুলিশ মামলা নিলেও আসামী গ্রেফতার বা আমার বোন সাবিনার কোন খোঁজ নেয়নি পুলিশ। তিনি আরও বলেন, আমি এক প্রতিবন্ধী। আমিই আমার পরিবারের বোঝা। তার উপর আমার সুস্থ্য বোনকে আমেনা বেগম ওরফে ময়না বুড়ি পরিকল্পিতভাবে মুখ ও বুকে গরম পানির সাথে মরিচের গুড়ো মিশিয়ে ছুড়ে দিয়ে ঝলসে দিয়েছে। তাকে এখন কে দেখবে? তার উপর তার ছোট ছোট ২ টি মেয়ে রিতু ও রিশা মনি তাদের কি হবে। প্রতিবন্ধি ভাইয়ের আর্তনাদে রংপুর মেডিকেল কলেজের আকাশ বাতাস যেন ভারি হয়ে গেছে।


সাবিনা বেগমের ছোট শিশু রিতুমনি (১০) বলেন, আমার মাকে আমার চাচী ময়না বুড়ি আমার সামনে মরিচ মিশানো গরম পানি মুখে ঢেলে দেয়। তখন আমার মা যন্ত্রণায় চিৎকার করতে থাকে। আমি আমার মায়ের যারা এ অবস্থা করেছে আমি তার বিচার চাই।


রংপুর মেডিকেলের বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান ডাক্তার মারুফুল ইসলাম জানান, সাবিনার শরীরের ২৮ ভাগ পুড়ে গেছে। তাকে সুস্থ্য করার আমরা যথাসাধ্য চেষ্ঠা করছি। তবে তার মুখের অবস্থা আগের মত ফিরানো যাবেনা।


তদন্তকারী অফিসার আবু বক্কর ফকরুল আলম জানান ঘটনাটি তদন্ত করছি। আসামীকে গ্রেফতারে চেষ্টা চলছে। এ বিষয়ে গংগাচড়া থানার ও সি সুশান্ত কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পেয়ে মামলা নেয়া হয়েছে। তদন্ত এবং আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

টেন্ডার ছাড়াই পীরগাছা ভূমি অফিসের ৫ লাখ টাকার গাছ কর্তন, রাতের আধারে হরিলুট

টেন্ডার ছাড়াই পীরগাছা ভূমি অফিসের ৫ লাখ টাকার গাছ কর্তন, রাতের আধারে হরিলুট

admin June 20, 2019

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় ইউনিয়ন ভূমি অফিসের শতবর্ষী বিভিন্ন প্রজাতির ৫টি মূল্যবান গাছ কর্তন করে আত্মসাত করার পায়তারার অভিযোগ উঠেছে। নিয়ম নীতিকে তোয়াক্কা না করে টেন্ডার ছাড়াই গাছগুলো কর্তন করায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


এদিকে কর্তন করা গাছগুলো সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তার যোগসাজসে একটি মহল রাতের আধারে হরিলুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করছেন এলাকাবাসী।


জানা যায়, উপজেলা সদর ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন শতবর্ষী একটি আম, দুটি রেইন্ট্রিসহ বিভিন্ন প্রজাতির ৫টি গাছ গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কর্তন করা হয়। ওই গাছগুলোর মূল্য প্রায় পাঁচ লাখ টাকা বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যোগসাজসে সংশ্লিষ্ট ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা (তহশীলদার) গাছগুলো কর্তন করেন। বর্তমানে গাছের গুল ও কান্ডগুলো আত্মসাতের উদ্দেশ্যে গোপনে বিক্রি করা হলেও ডালপালাগুলো পড়ে থাকতে দেখা যায়। সরকারী নিয়ম নীতিকে তোয়াক্কা না করে নিজের ইচ্ছা মতো আত্মসাতের উদ্দেশ্যে শতবর্ষী গাছগুলো কেটে ফেলায় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।


ভূমি অফিস সংলগ্ন বাসিন্দা আব্দুর রহিমসহ অনেকে বলেন, বিনা টেন্ডারে শতবর্ষী ৫টি গাছ কেটে ফেলা হয়েছে। ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা বকুল মিয়া গাছগুলো কাটার পর কোন পরিমান না করেই রাখেন এবং রাতের আধারে গাছের গুলগুলো তহসিলদার বকুল মিয়ার বিশ্বস্ত লোকজন হরিলুট করে নিয়ে যায়। এসময় এলাকাবাসী বাধা দেবার চেষ্টা করলেও বকুল মিয়ার লোকজন তাদের নানা ভয়ভীতি দেখান । ফলে শতবর্ষী গাছগুলো কর্তনের মাধ্যমে বৃক্ষ নিধন কর্মসূচি গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


পীরগাছা সদর ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার বকুল মিয়া বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গাছগুলো কাটা হয়েছে।


পীরগাছা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সেকেন্দার আলী জানান, সরকারি জমির গাছ কাটতে বা বিক্রি করতে হলে বন বিভাগের পূর্ব অনুমতি নিতে হয়। কিন্তু ওই গাছগুলো কাটা ও বিক্রির ব্যাপারে বন বিভাগের কাছে কোনো ধরনের অনুমতি নেয়া হয়নি।


পীরগাছা উপজলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা ফেরদৌস বলেন, উপজেলা ভূমি অফিস নির্মাণের জন্য গাছগুলো কর্তন করা হয়েছে।


এ ব্যাপারে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন প্রধান বলেন, গাছ কর্তনের বিষয়ে আমার জানা নেই। তবে বিষয়টি আমি দেখছি।

পীরগাছায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

পীরগাছায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

admin June 20, 2019

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতাকে আটক আটক করেছে পুলিশ। গতকাল রাতে ওই ছাত্রলীগ নেতাসহ দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম নাজমুল (২২) ও সুজা (২০)।


পীরগাছা থানার ওসি রেজাউল করিম জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল ইডলাম নাজমুল (২২) ও সুজা (২০) নামের অপর এক যুবককে উপজেলা সংলগ্ন বটতলী থেকে ইয়াবাসহ আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।


অপরদিকে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রবিউল ইসলামকে (৩৫) মঙ্গলবার রাতে গ্রেফতার করে পুলিশ। রবিউল উপজেলার জগজীবন গ্রামের মহির উদ্দিনের ছেলে।


পুলিশ জানায়, রবিউল ইসলাম নারী ও শিশু নির্যাতন মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টার দিকে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।


ওসি রেজাউল করিম বলেন, বুধবার আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।

কাউনিয়া উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

কাউনিয়া উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

admin June 19, 2019

মিজানুর রহমান
রংপুরের কাউনিয়া উপজেলা পরিষদের ২০১৯-২০২০ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে এ বাজেট ঘোষণা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া’র সভাপতিত্বে বাজেট সভায় বক্তব্য রাখেন ইএএলজি প্রকল্পের জেলা সমন্বয়কারী মাহাবুব উল ইসলাম, সহকারি কমিশনার (ভুমি) জেসমিন নাহার, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম প্রমূখ।


আয়োজনে আমন্ত্রিত অতিথি ছিলেন দাতা সংস্থার প্রতিনিধি সূজানিভি মুলার, সাইদুর রহমান মোল্লা ও নাদিম রহমান।


এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ি, শিক্ষক, সাংবাদিকসহ সূধীবৃন্দরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে ২০১৯-২০২০ অর্থবছরে ১১ কোটি ১ লক্ষ ৩১ হাজার ৫ শত ৬৮ টাকার বাজেট উপস্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফৎ আরা বেগম।


এসময় চলতি অর্থবছরের আয়-ব্যয় হিসাব পর্যালোচনা শেষে পরবর্তী ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।


আগামী অর্থবছরের এ বাজেটে স্বাস্থ্য ও শিক্ষা, যোগাযোগ, কৃষি উন্নয়ন ব্যবস্থাপনা, পয়ঃ নিস্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা, অবকাঠামো নির্মাণ ও সংস্কার, শিশু ও নারীদের অধিকার রক্ষা, খেলাধুলাসহ সামাজিক উন্নয়ন গুরুত্ব পায়।

কাউনিয়ায় বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

কাউনিয়ায় বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

admin June 19, 2019

মিজান, কাউনিয়া প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় গাছ কাটতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে শামছুল ইসলাম (৬৩) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার গনাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে মৃত কাঁচুয়া মামুদ এর পুত্র।


জানা গেছে, ঘটনার দিন গাছ কাটতে গিয়ে নিজের অজান্তেই বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এঘটনায় এলাকায় শোকের ছাঁয়া বিরাজ করছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

রংপুরে বেসরকারি টিটিসির শিক্ষক সম্মেলন

রংপুরে বেসরকারি টিটিসির শিক্ষক সম্মেলন

admin June 18, 2019

স্টাফ রিপোর্টার:
মানসম্মত বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজের এমপিও ভুক্তিকরণসহ পাঁচ দফা দাবিতে রংপুরে বিভাগীয় শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জুন) বিকেলে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।


বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতি আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রীয় মহাসচিব শিলা বার্নাডেট গোমেজ। এসময় বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষকদের মানবতের জীবনচিত্র তুলে ধরে দেশের মানসম্মত কলেজগুলোর এমপিও ভুক্ত করাসহ পাঁচ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি তিনি আহ্বান জানান।


সম্মেলনে সমিতির অর্থসচিব মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সাধারণ সম্পাদক শাহিদা আখতার, দিনাজপুর টিচার্স ট্রেনিং কলেজের (টিটিসি) অধ্যক্ষ সাদিয়া আফরোজ, নীলফামারী টিটিসির অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, পার্বতীপুর টিটিসির অধ্যক্ষ কালিপদ রায়, গোবিন্দগঞ্জ টিটিসির অধ্যক্ষ মো. রনজু শেখ প্রমুখ।


রংপুর বিভাগের ৮ জেলা থেকে বিপুল সংখ্যক বেসরকারী টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষকরা অংশ নেয়। তারা চাকুরী এমপিও ভুক্তকরণসহ পাঁচ দফা দাবি মেনে নেবার জন্য সরকারের প্রতি দাবি জানান।

কাউনিয়ায় মেহের গং-দের থেকে বাঁচতে এলকাবাসীর অভিযোগ

কাউনিয়ায় মেহের গং-দের থেকে বাঁচতে এলকাবাসীর অভিযোগ

admin June 18, 2019

রংপুর প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় শিবু কুটিরপাড়া এলাকার নানা অপকর্মে জড়িত ও মিথ্যা মামলাবাজ মেহের আলী গং এর অত্যাচারের হাত থেকে বাঁচতে উপজেলার শিবু কুটিরপাড়া, হরিচরণলস্কর, বালাপাড়া, পশ্চিম রাজীব ও টেপামধুপুর এলাকার ৫’শ ৩২ জন শান্তি প্রিয় মানুষের স্বাক্ষর নিয়ে এলাকাবাসীর পক্ষে জেলার বিভিন্ন দপ্তরে গত ১৬ জুন ২০১৯ তারিখে অভিযোগ করেছেন এলাকার ফজিলা বেগম।


পাঁচ শতাধিক মানুষের লিখিত অভিযোগ পত্রে জানা যায়, উপজেলার শিবু কুটিরপাড়া এলাকার মেহের আলী পিতা-মৃত বছির উদ্দিন কেল্লা, কহিনুর বেগম স্বামী-মোকছেদ আলী, শরিফুল ইসলাম পিতা-মৃত আকতার হোসেন এবং জবসের আলী পিতা-মৃত মকবুল হোসেন সাং হরিচরণলষ্কর। তারা দীর্ঘদিন যাবৎ এলাকার নিরীহ মানুষের ওপর হুমকী ও মিথ্যা মামলা দিয়ে নানা ভাবে হয়রানী করে আসছে। এ মর্মে স্থানীয় থানায় কয়েকটি সাধারণ ডায়েরী ও বিজ্ঞ আদালতে মামলা করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।


বিবরণে প্রকাশ উল্লিখিত ব্যক্তিদের নামে কাউনিয়া থানায় জিডি নং-১১৮৮ তারিখ ২৮-০৪-২০১৯, জিডি নং-৫০৪ তারিখ ১২-০৪-২০১৯, জিডি নং-৬৯০ তারিখ ১৭-০৪-২০১৯, জিডি নং-৩২৭ তারিখ ০৮-০৪-২০১৯, জিডি নং-২৯৫ তারিখ ০৭-০৪-২০১৯ ও কাউনিয়া থানায় অভিযোগ নং-১২৫ তারিখ ০৩-০৪-২০১৯ ছাড়াও বিজ্ঞ আদালতে কয়েকটি মামলা চলমান রয়েছে।


এদিকে অভিযোগ করা হয়েছে জেলা-উপজেলা ও পুলিশ প্রশাসনে। বিষয়টি নিয়ে অভিযোগকারী ফজিলা বেগম বলেন, আমরা মেহের আলী গং এর অত্যাচারের হাত থেকে বাঁচতে চাই। অপরদিকে অভিযুক্ত মেহের আলীর সাথে সাংবাদিকরা কথা বললে তিনি তাদের বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা বলে দাবী করে বলেন, আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য এ সব অভিযোগ আনা হয়েছে।


এ বিষয়ে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফৎ আরা বেগম জানান, অভিযোগ দেখে ব্যবস্থা নিব।


অন্যদিকে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, এলাকার শান্তি-শৃংখলা রক্ষায় পুলিশ যথাযথ ব্যবস্থা নিবে।

কাউনিয়ায় শিশু ও নারী উন্নয়ন সচেতনতায় কর্মশালা

কাউনিয়ায় শিশু ও নারী উন্নয়ন সচেতনতায় কর্মশালা

admin June 18, 2019

মিজান, কাউনিয়া প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় শিশু ও নারী উন্নয়ন সচেতনতা বিষয়ক এক কর্মশালা উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৭ জুন) জেলা তথ্য অফিসের আয়োজনে কর্মশালায় জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা হুমায়ুন কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফৎ আরা বেগম।


অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অধ্যাপক শাহ আলম, ইউপি চেয়ারম্যান আনছার আলী, ডাক্তার তৌহিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নূরেশ কাওসার জাহান, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, প্রেসক্লাব সভাপতি সহকারী অধ্যাপক মোস্তাক আহমেদ, সম্পাদক মিজানুর রহমান মিটুল, রিপোর্টাস ইউনিটির সভাপতি শাহ মোবাশ্বারুল ইসলাম রাজু প্রমূখ।


কর্মশালাটিতে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, মৌলভী-প্ররহিতসহ ৪০ জন অংশ গ্রহন করেন।

কাউনিয়ায় সরকারের উন্নয়নে প্রেস ব্রিফিং

কাউনিয়ায় সরকারের উন্নয়নে প্রেস ব্রিফিং

admin June 18, 2019

মিজান, কাউনিয়া প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে জনগণকে উদ্বুদ্ধ ও সম্পৃক্তকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের উন্নয়ন, অগ্রগতি, অর্জন ও সাফল্য নিয়ে জনগণকে অবহিতকরণ বিষয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৭ জুন) জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফৎ আরা বেগম এর সভাপতিত্বে প্রেস ব্রিফিং দেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা হুমায়ুন কবীর। তিনি তার বক্ত্যবে বলেন, বর্তমান সরকার তৃতীয় মেয়াদসহ বিগত ১০ বছরে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী একটি সুখী, সমৃদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে।


এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বেগম রোকেয়া কলেজের প্রাক্তন অধ্যাপক শাহ আলম, প্রেসক্লাব সভাপতি সহকারী অধ্যাপক মোস্তাক আহমেদ, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল প্রমূখ।

রংপুরে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ কনস্টেবল রবিউলের মুত্যু

রংপুরে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ কনস্টেবল রবিউলের মুত্যু

admin June 17, 2019

স্টাফ রিপোর্টার:
ঢাকাগামী কোচের চাপায় আহত হয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে কর্মরত কনস্টেবল মো. রবিউল আলম ২৭ দিন জীবনের সাথে যুদ্ধ করে রোববার সকালে মারা গেছেন। তিনি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার ধর্মপুর গ্রামে আফাজ উদ্দিনের ছেলে।


রংপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ মে অফিসের ফ্যাক্স ডিউটিসহ যাবতীয় কাজ শেষ করে অফিস হতে মটরসাইকেল যোগে ব্যারাকের উদ্দেশ্য রওনা হন। নগরীর আরকে রোডের ধাপ চেক পোস্ট এলাকায় ঢাকাগামী অজ্ঞাতনামা পরিবহন তাদের মটরসাইকেলকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে মটরসাইকেলের পিছনে বসা কনস্টেবল রবিউল আলম গুরুতর আহত হন।


স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগে ভর্তি করেন। ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর রোববার তিনি মৃত্যুবরণ করেন ।


রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: আব্দুল আলিম মাহমুদ বলেন, কনস্টেবল মো. রবিউল আলম একজন দেশপ্রেমিক, পেশাদার, কর্তব্যনিষ্ঠ, দায়িত্বশীল ও সাহসী পুলিশ সদস্য ছিল।


কর্মজীবনে তিনি নীলফামারী জেলা এবং সর্বশেষ রংপুর মেট্রোপলিটন পুলিশে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

রংপুর সদরকে মডেল ও জনকল্যাণ বান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: চেয়ারম্যান
ববি

রংপুর সদরকে মডেল ও জনকল্যাণ বান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: চেয়ারম্যান ববি

admin June 17, 2019

স্টাফ রিপোর্টার:
রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করণী ও হরিদেবপুর ইউনিয়নে উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়েছে। রোববার দুপুরে সদ্যপুষ্করণীর কাটাবাড়ি পূর্বপাড়ায় ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা জামান ববি। অন্যদিকে ২নং হরিদেবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নয়টি সলিং রাস্তা ও দুইটি প্লাসাইটিং কাজের উদ্বোধন করা হয়।


এসময় উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি বলেন, এলাকার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি সব সময় সদর উপজেলাবাসীর উন্নয়ন ও দাবি পূরণে কাজ করতে ওয়াদাবদ্ধ। বর্তমান সরকার গ্রামের উন্নয়নে বেশি নজর দিয়েছেন। তাই রংপুর সদর উপজেলা উন্নয়ন বৈষম্যের শিকার হবে না। আমরা রংপুর সদর উপজেলাকে মডেল ও জনকল্যাণ বান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছি।


সদ্যপুষ্করণীতে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদিয়া সুমি, উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, হরিদেবপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, সদ্যপুষ্করণী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকছেদুর রহমান দুলু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম বিপ্লব ও ইউপি সদস্যরাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এডিপি ২০১৮-১৯ অর্থবছরের প্রকল্প হতে কাটাবাড়ী পূর্বপাড়ার ক্যানেলের উপর আনিসুলের বাড়ির সামন থেকে মক্তবগামী রাস্তার পাশে পানি নিষ্কাশনের জন্য এই ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন হয়। অন্যদিকে ২নং হরিদেবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নয়টি সলিং রাস্তা ও দুইটি প্লাসাইটিং কাজ শুরু হয়েছে।

কাউনিয়ায় গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

কাউনিয়ায় গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

admin June 16, 2019

কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
রংপুরের কাউনিয়ায় জাম গাছে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।


জানা যায়, শনিবার (১৫ জুন) দুপুরে উপজেলার ৩ নং কুর্শা ইউনিয়নের কুর্শা গ্রামের আবুল কালামের ছেলে কুর্শা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র আরাফাত হোসেন (৯) স্কুল মাঠে জাম গাছে উঠে জাম পাড়ার সময় হাত ফঁসকে মাটিতে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোক বিরাজ করছে।

রংপুরে ২১ জুন আন্তর্জাতিক ইয়োগা দিবস উপলক্ষে ইয়োগা ওরিয়েন্টেশন

রংপুরে ২১ জুন আন্তর্জাতিক ইয়োগা দিবস উপলক্ষে ইয়োগা ওরিয়েন্টেশন

admin June 16, 2019

স্টাফ রিপোর্টার:
ভারতীয় হাই কমিশন আয়োজিত ইয়োগা জোন ও রংপুর চেম্বার অব কমার্সের সহযোগিতায় এক ইয়োগা অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় আরসিসিআই হলরুমে এ অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।


ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী সঞ্জীব কুমার ভাটী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা।


বিশেষ অতিথি রংপুর রেঞ্চের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, চেম্বার অব কমার্স এর সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু ও ইয়োগা জোনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক এবি বাবেল। এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক, ব্যবসায়ী, চাকুরীজীবি, ডাক্তার পেশাজীবিসহ আড়াই শতাধিক সূধিজনের উপস্থিতি ছিলেন।


অনুষ্ঠানের অতিথিবৃন্দ ইয়োগার গুরুত্ব, উপকারিতা, প্রয়োজনীয়তা, সমাজের নেতিবাচক দিক থেকে যুবসমাজ ও সাধারণ মানুষদের কল্যাণ মূলক ইতিবাচক চিন্তাধারায় নিয়ে আসার জন্য ইয়োগা চর্চাই সর্বোত্তম বলে মতামত ব্যক্ত করেন।


তাঁরা আরও বলেন, দৈনন্দিন ৩০-৪০ মিনিট ইয়োগা চর্চা করে নিয়মিত ও পরিমিত খাদ্যাভাস, নিয়ম, সংযম, প্রাণায়াম, আসন, মুদ্রা, শুদ্ধিক্রিয়া ইত্যাদি অনুশীলন করলে সাধারণ অনেক রোগ যেমন প্রেসার, ডায়াবেটিক, মানসিক চাপ, মাইগ্রেন, মাথাব্যথা, চোখের সমস্যা, আর্থারাইটিস, ব্যথা, পেঠের সমস্যা, হৃদরোগ, লিভার সমস্যা, অতিরিক্ত ওজন, স্থূলতা, ফুসফুস জনিত সমস্যা, কিডনি রোগ, পাইলস রোগ ইত্যাদি নানাবিধ রোগ খুব সহজেই প্রাকৃতিক ভাবেই নিরাময় করা সম্ভব হয়। এই অঞ্চলে ইয়োগার অনুশীলন দিনে দিনে বৃদ্ধি পাবে এবং ইয়োগা জোন মানুষকে ইয়োগা অনুশীলনে আরো উদ্বুদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


পরিশেষে উপস্থিত সকলের জন্য ইয়োগার আসন, প্রাণায়াম, ধ্যান, মূদ্রা ইত্যাদি অনুশীলন করানো হয়। ইয়োগা অনুশীলন পরিচালনা করেন ইয়োগা জোনের প্রতিষ্ঠতা নির্বাহী পরিচালক এবি বাবেল। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে উপস্থিত সকলেই সন্তোষ প্রকাশ করেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত রাইশা মনি মারা গেছে

কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত রাইশা মনি মারা গেছে

admin June 16, 2019

কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
রংপুরের কাউনিয়ায় কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত রাইশা মনি মারা গেছে। শুক্রবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


এরআগে শুক্রবার বিকেলের দিকে মীরবাগ ডিগ্রী কলেজের কাছে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় স্কুল ছাত্রী রাইশা মনি। রাইশা মনি কুড়িগ্রাম জেলা সদরের দাদা মোড় এলাকার রয়েল আহম্মেদ ও নিশা বেগম দম্পতির কন্যা।


এদিকে ওই দূর্ঘটনাতে আহত রয়েল আহম্মেদ (৪০) ও নিশা বেগম (৩৫) এর অবস্থাও গুরুতর। তারা চিকিৎসাধীন রয়েছেন।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে রংপুর গামী ঢাকা মেট্রো চ-১৩-৮৩৩৪ মাইক্রোবাস উপজেলার মীরবাগ ডিগ্রী কলেজের কাছে পৌছলে রংপুর থেকে কুড়িগ্রাম গামী রংপুর জ-০৫-০০৭৬ যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

রংপুরে আম ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার এক

রংপুরে আম ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার এক

admin June 15, 2019

স্টাফ রিপোর্টার:
রংপুরে চাইনিজ হোটেলের সামনে আম বিক্রির দায়ে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যার অভিযোগে চাইনিজ হোটেল সিসিলির মালিক আলতাফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বৃহস্পতিবার গভীর রাতে তাকে হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


জানা যায়, নগরীর প্রাণ কেন্দ্রে অবস্থিত সিসিলি চাইনিজ হোটেল। ৩১ মে দুপুরে হোটেলের সামনে বসে আম বিক্রি করার দায়ে হোটেল মালিক আলতাফ হোসেন আম বিক্রেতাকে বেদম মারপিট করে। এ সময় আশপাশের লোকজন এসে মানিক মিয়াকে তার বাড়ি সদর উপজেলার পালি চড়ায় পাঠিয়ে দেয়।


পর দিন মানিক মিয়ার রক্তবমি শুরু হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুইদিন পর চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়।


এ ঘটনায় মানিক মিয়ার ভাই মাসুম মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।


মামলা দায়েরের পরপরই পুলিশ আলতাফ হোসেনকে গ্রেপ্তার করে।ওসি আব্দুর রশিদ জানান, গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three