রংপুর: বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুরের আয়োজনে র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হয়েছে বিশ্ব আলোকচিত্র দিবস । আজ রবিবার বিকেলে দিবসটি উপলক্ষ্যে রংপুর টাউন হল মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সিটি পার্ক মার্কেটের ৩য় তলায় সংগঠনের কার্যালয়ে ‘সংবাদ সংগ্রহে ফটো সাংবাদিকদের নিরাপত্তা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুরের সভাপতি কাজী জাহিদ হোসেন লুসিড এর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক ও বৈশাখী টেলিভিশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি আফতাব হোসেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ মিডিয়া ইন্সটিটিউট সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের রংপুর বিভাগীয় সভাপতি আশরাফ খান কিরণ, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন, সদস্য আসাদুজ্জামান আফজাল, রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ ফরহাদুজ্জামান ফারুক, সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক হারুন উর রশিদ সোহেল, সিএনএন বাংলা টিভির রংপুর স্টাফ রিপোর্টার আফরোজা সরকার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুরের কোষাধ্যক্ষ ইমরোজ হোসেন ইমু, দপ্তর ও প্রচার সম্পাদক মেজবাহুল হিমেল, ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদস্য ময়নুল হক, মেরাজুল ইসলাম, প্রতিদিনের সংবাদ রংপুর ব্যুরো প্রধান আব্দুর রহমান রাসেল, সিনিয়র ফটো সাংবাদিক রনজিৎ দাস, ফটো সাংবাদিক আল আমিন, উত্তর বাংলার স্টাফ রিপোর্টার হাসান আল সাকিব, চ্যানেল টুয়েন্টিফোর রংপুরের ক্যামেরাপার্সন শরীফ হোসেন, চ্যানেল নাইনের ক্যামেরাপার্সন সাইফুল ইসলাম মুকুল প্রমুখ। এর আগে র্যালির উদ্বোধন করেন প্রবীণ সাংবাদিক ও বৈশাখী টেলিভিশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি আফতাব হোসেন।
Showing posts with label বিশ্ব আলোকচিত্র দিবস. Show all posts
Showing posts with label বিশ্ব আলোকচিত্র দিবস. Show all posts
Subscribe to:
Posts (Atom)