Showing posts with label গ্রেনেড হামলা. Show all posts
Showing posts with label গ্রেনেড হামলা. Show all posts
আমেরিকায় গ্রেনেড হামলার পরিকল্পনার অভিযোগে বাংলাদেশি আটক

আমেরিকায় গ্রেনেড হামলার পরিকল্পনার অভিযোগে বাংলাদেশি আটক

admin June 08, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
গ্রেনেড সংগ্রহ করে তা দিয়ে মিডটাউন ম্যানহাটনের সবচেয়ে জনাকীর্ণ সড়ক মোড় টাইম স্কয়ারে নিজেকে বিস্ফোরিত করে দেয়ার আলোচনার অভিযোগে নিউ ইয়র্কের এক বাংলাদেশিকে আটক করা হয়েছে।


বৃহস্পতিবার আটক আশিকুল আলম (২২) নামের এই যুবক সেখানকার কুইন্স বারোর জ্যাকসন হাইটসে থাকেন। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।


শুক্রবার তাকে ব্রুকলিনের ডিস্ট্রিক্ট আদালতে হাজির করার কথা রয়েছে। কিন্তু তার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ তোলা হবে, তা এখনো পরিষ্কার হওয়া যায়নি। একটি অস্ত্র কিনতে যাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।


সংশ্লিষ্ট এক কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, আশিকুল আলাপচারিতায় টাইমস স্কয়ারে গ্রেনেড হামলা চালানোর ইচ্ছা প্রকাশের পর নজরদারিতে ছিলেন। ছদ্মবেশে একজন গোয়েন্দা তার পিছু নেয়।


তার সঙ্গে আগ্নেয়াস্ত্র কেনার বিষয়ে আলোচনা করেন আশিকুল। সিরিয়াল নম্বর নষ্ট করা আগ্নেয়াস্ত্র কিনতে চান তিনি। এফবিআই এজেন্ট ও নিউ ইয়র্ক পুলিশ বিভাগের গোয়েন্দাদের সমন্বয়ে গঠিত জয়েন্ট টেররিজম টাস্ক ফোর্সের সদস্যরা তাকে গ্রেফতার করে।


এ বিষয়ে কথা বলতে অস্বীকার করেছে নিউ ইয়র্কের পুলিশ বিভাগ। কথা বলার জন্য তারা কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের কথা উল্লেখ করলেও সেখান থেকেও মন্তব্য করতে অস্বীকার জানানো হয়েছে।


দ্য নিউ ইয়র্ক ডেইলি নিউজের খবরে বলা হয়েছে, ওই যুবক গ্রেনেড কিনে তা দিয়ে টাইম স্কয়ারে হামলার বিষয়ে জানতে খোঁজখবর নিচ্ছেন দেশটির পুলিশ ও ফেডারেল কর্তৃপক্ষ তা জানতে পেরে তাকে আটক করে।

গ্রেনেড হামলার প্রতিবাদে তেঁতুলিয়ায় আ.লীগের মানববন্ধন

গ্রেনেড হামলার প্রতিবাদে তেঁতুলিয়ায় আ.লীগের মানববন্ধন

admin August 21, 2018

তেঁতুলিয়া, পঞ্চগড়: ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মানববন্ধন করেছে আওয়ামী যুবলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (২১ আগষ্ট) সন্ধায় উপজেলার ভজনপুর এলাকায় মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করে নেতাকর্মীরা।


মানববন্ধনে বক্তারা ২০০৪ সালের ২১ আগষ্ট  বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার প্রতিবাদ জানায় এবং গ্রেনেড হামলায় জড়িতের বিচার সম্পন্ন ও রায় কার্যকরের দাবি জানান।


এসময় উপস্থিত ছিলেন- অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ ডি ফজলু, সিনিয়র সহ সভাপতি সাবেক প্রধান শিক্ষক কফিল উদ্দীন, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আলীমুল রাজী, তেঁতুলিয়া উপজেলা যুবলীগ সদস্য নাছির উদ্দীন লিটন, রেজাউল, প্রদীপ, বুড়াবুড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি সলাইমান বাদশা, ভজনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আফসার আলী, সাধারণ সম্পাদক মমতাজ আলী ও জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাইফুদ্দিন মানিক প্রমূখ।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three