রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত আরো দেড় হাজার সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এই পরিকল্পনা সম্পর্কে ইতোমধ্যে কংগ্রেসকে জানানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান।
বিবৃতিতে জানানো হয়েছে, দেড় হাজার সৈন্যের পাশাপাশি মধ্যপ্রাচ্যে আরো যুদ্ধ বিমান ও সমরাস্ত্র মোতায়েন করা হবে। গত শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপের ঘোষণা দেন। এই সৈন্য ও সমরাস্ত্র মোতায়েনকে ‘তুলনামূলকভাবে স্বল্প পরিসরে’ মোতায়েন বলে বর্ণনা করেছেন তিনি।
বিশ্বজুড়ে ইরান সন্ত্রাসবাদ ছড়াচ্ছে বলে দাবি করেছেন ট্রাম্প। তবে তারপরও তিনি বিশ্বাস করেন না যে, ইরান যুদ্ধ করবে। তিনি বলেন, তাদের (ইরানের) হাতে কোনো পারমাণবিক অস্ত্র নেই। সম্ভবত বিষয়টি তারা অনুধাবন করতে পেরেছে।
চলতি মাসেই যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে বিমানবাহী রণতরী মোতায়েন করার পর থেকেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বেড়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী পেট্রিক শাহনাহান জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যে ১০ হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করছে পেন্টাগন। তবে তার কয়েকদিন পরই তিনি জানান, মধ্যপ্রচ্যে ঠিক কত সেনা পাঠানো হবে সেটা এখনো নির্ধারণ করেনি নীতি নির্ধারকরা।