রংপুর এক্সপ্রেস ডেস্ক:
লোকসভা নির্বাচনে শোচনীয় পরাজয় হয়েছে কংগ্রেসের। এমন কী সভাপতি রাহুল গান্ধী দুটি আসনে প্রদিদ্বন্ধীতা করে একটিতে হেরেছেন। দলের ভয়াবহ পরাজয়ের দায় স্বীকার করে পদত্যাগ করতে পারেন রাহুল গান্ধী বলে জানিয়েছেন দলের একজন।
ভোটের ফল পর্যালোচনা করতে শনিবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটি বৈঠকে বসবে দিল্লিতে। সেখানেই রাহুল পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছেন দলের ওই সদস্য।
দ্য ইকোনোমিক টাইমস জানায়, দেশজুড়ে কংগ্রেসের খারাপ ফলের পর দলের হাল ধরা নিয়ে এরই মধ্যে দলের ভেতরেই গুঞ্জন শুরু হয়েছে। দলের নানা স্তর থেকে গোপনে রাহুলের সমালোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে তার নেতৃত্ব নিয়েও। দলের অনেক নেতা তাদের পদত্যাগপত্রও পাঠাচ্ছেন।
এরই মধ্যে পদত্যাগ করেছেন ওড়িশার কংগ্রেস সভাপতি নিরঞ্জন পট্টনায়ক এবং উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি রাজ বাব্বর। এছাড়া কর্নাটকে দলের প্রচারের দায়িত্ব থাকা এইচ কে পাটিলও পদত্যাগ করেছেন।
এ পরিস্থিতির মধ্যেই নির্বাচনে পরাজয়ের সম্পূর্ণ দায় নিজের কাঁধে নিয়ে দলের সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছার কথা বলেছেন রাহুল। মা সোনিয়া গান্ধীসহ ঊর্ধ্বতন কংগ্রেস নেতাদের কাছেও পদত্যাগ করার কথা বলেছেন তিনি।