নেত্রকোনা প্রতিনিধি:
পরকীয়া প্রেমের প্রতিবাদ করায় প্রতিবেশী প্রতিপক্ষের ছুরিকাঘাতে নেত্রকোনায় শাহিনুর আক্তার (২৭) নামে এক অন্তঃসত্বা নারী নিহত হয়েছেন। শনিবার ভোর রাতে সেহরীর সময় নেত্রকোনা পৌর শহরের সাতপাই রেলকলনী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শাহিনুর আক্তার পৌর সদরের সাতপাই এলাকার রেল কলোনীর আব্দুস সালামের স্ত্রী। তিনি ৩ মাসের অন্ত:সত্তা ছিলেন। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই নারীসহ ৮ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রেলকলনী এলাকার ইদ্রিস মিয়ার ছেলে সোহেল ও অর্জুন মিয়ার বিবাহিত কন্যার সাথে পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় পরকীয়ার বিষয়টি প্রত্যক্ষদর্শী শাহিনূরসহ স্থানীয়রা প্রতিবাদ করে। এরই জের ধরে সেহরীর সময় ঘরের বাইরে থেকে শাহিনুর পানি আনতে গেলে সোহেল মিয়া, এরশাদ, বোরহান, বাবুসহ বেশকজন তাকে ছুরিকাঘাত করে।
এ সময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফখরুজ্জামান জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন এবং তদন্ত চলছে বলেও জানান তিনি।