স্টাফ রিপোর্টার:
ট্রেন দুর্ঘটনায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আহসান হাবীবের ৪র্থ মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার। তার ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার গ্রামের বাসা রংপুর সদর উপজেলার পালিচড়ায় দোয়া ও ইফতার মাহফিল এর আয়োজন করেছে তার পরিবার।
২০১৫ সালের ২৯ মে বাড়ি থেকে ঢাকা যাবার সময় রংপুরের শ্যামপুর রেল স্টেশনে ট্রেন দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তিনি। রংপুর সদরের পালিচড়া বকসিপাড়ার অধিবাসী সাবেক সমবায় কর্মকর্তা মফিজার রহমানের প্রথম ছেলে আহসান হাবীব ঢাবির পরিসংখ্যান বিভাগের মেধাবী ছাত্র ছিলেন।
আহসান হাবীব রংপুর কালেক্টর স্কুল এন্ড কলেজ থেকে মাধ্যমিক ও রংপুর ক্যান্ট পাবলিক থেকে স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে ভর্তি হন। এরপর সেখানেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। তৎকালীন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের আস্থাভাজন ছিলেন আহসান হাবীব।
তার রাজনৈতিক সহ-যোদ্ধারা জানা যায় তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রখর, ত্যাগী ছাত্রনেতা। মুজিব আদর্শ বুকে ধারণ করে তার নিজের ক্যাম্পাসের ছোট-বড় সকলের বিপদে-আপদে পাশে ছিলেন।
স্থানীয় এক আ.লীগ নেতা বলেন, হাবীব ছিল আমার এলাকার মেধাবীদের মধ্যে একজন। সে ছিল উদীয়মান তরুণ নেতৃত্বের প্রতীক। তার মৃত্যুতে যে শুন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবে না।
এদিকে ছাত্রলীগ নেতা মরহুম আহসান হাবীব এর ৪র্থ মৃত্যু বার্ষিকীতে তার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তার একমাত্র ছোট ভাই সাংবাদিক হাসান আল সাকিব। তিনি বলেন, হাবীব ভাইয়া অনেক ভালো মানুষ ছিলেন। তার জন্য সকলেই দোয়া করবেন।