অনলাইন ডেস্ক:
মেক্সিকোর মধ্যাঞ্চলে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অবস্থিত গোলযোগপূর্ণ জালিস্কো অঙ্গরাজ্যে একটি গণকবরে স্থানীয় কর্তৃপক্ষ ৩৫টি লাশের হাড়গোড়ের সন্ধান পেয়েছে। শনিবার প্রসিকিউটর গেরারডো অক্টাভিও সোলিস বলেন, অধিকাংশ লাশই জাপোপান শহরের একটি খামারে পাওয়া গেছে। খবর বার্তা এএফপি’র।
সোলিস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘নিহতদের মধ্যে ২৭ জনকে হাত-পা বেঁধে হত্যা করা হয়। এ পর্যন্ত আমরা দুজনকে শনাক্ত করেছি।’ তিনি আরো বলেন, ‘আমরা তিন মিটারের বেশি খনন করার পর এই লাশগুলোর হাড়গোড় দেখতে পাই। এ কাজে আমরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করেছি।’
সোলিস বলেন, মেক্সিকোর দ্বিতীয় ঘন জনবসতিপূর্ণ নগরী গুয়াদালাজারার একটি বাড়ির প্রাঙ্গনে এই গণকবর থেকে অপর সাত জনের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে।
জালিসোতে নিখোঁজদের পরিবারের সদস্যরা এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে চেয়েছে। মেক্সিকোতে ২০০৬ সালে মাদকের বিরুদ্ধে ফেডারেল সৈন্যদের অভিযানের পর থেকে ৪০ হাজারের বেশি লোক নিখোঁজ হয়েছে। এরা মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।