রংপুর এক্সপ্রেস: রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.আব্দুল লতিফ মিয়াকে ঢাকার শিক্ষা অধিদপ্তরে ডিজি অফিসে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করেছে শিক্ষামন্ত্রণালয়। তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অসৌজন্যমূলক আচরণসহ নানা অভিযোগে শিক্ষকদের আন্দোলনের মুখে তাকে ওএসডি করা হয়। অধ্যক্ষ আব্দুল লতিফ ছাড়াও তার বিরুদ্ধে আন্দোলনকারী অংশের পক্ষে থাকা উপাধ্যক্ষ আবদুর রাজ্জাকেও ওএসডি করা হয়। দাবিতে আন্দোলনের তোপে রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে ওএসডি করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ ২০১৮) শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রেরিত এক চিঠিতে তাদের ওএসডি করে রাখার বিষয়ে জানানো হয়।
জানা যায়, অধ্যক্ষ প্রফেসর আ. লতিফ মিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অসৌজন্যমূলক আচরণসহ নানা অভিযোগ এনে তাকে অপসারণের দাবিতে গত এক মাস থেকে তুলেছিলেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। এ দাবিতে প্রশাসনিক ভবনে তালাও ঝুলানো হয়েছিল। এ নিয়ে কলেজ অচলাবস্থা দেখা দিয়েছিল। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের চলমান দাবির মুখে গত ফেব্রুয়ারিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি তদন্ত করে। এর পরই অভিযুক্ত অধ্যক্ষ ও আন্দোলনকারী অংশের পক্ষে থাকা উপাধ্যক্ষকে শিক্ষা অধিদপ্তরের ডিজি অফিসে ওএসডি করে রাখা হল।
Showing posts with label কারমাইকেল কলেজ. Show all posts
Showing posts with label কারমাইকেল কলেজ. Show all posts
Subscribe to:
Posts (Atom)