Showing posts with label ফেসবুক. Show all posts
Showing posts with label ফেসবুক. Show all posts
নিজস্ব ভার্চুয়াল মুদ্রা ‘লিব্রা’ আনতে যাচ্ছে ফেসবুক

নিজস্ব ভার্চুয়াল মুদ্রা ‘লিব্রা’ আনতে যাচ্ছে ফেসবুক

admin June 21, 2019
রংপুর এক্সপ্রেস ডেস্ক:
কোটি কোটি গ্রাহকের জন্য ভার্চুয়াল মুদ্রা ‘লিব্রা’ আনছে ফেসবুক। এর মধ্যে দিয়ে সোশাল নেটওয়ার্কিং ছাড়িয়ে ই-কমার্স ও বৈশ্বিক আর্থিক লেনদেন বাণিজ্যে পা রাখতে যাচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

মঙ্গলবার মার্ক জাকারবার্গ তার ফেসবুকে অ্যাকাউন্টে দীর্ঘ এক স্ট্যাটাসে বিশ্বের ২০টিরও বেশি প্রতিষ্ঠান সহযোগে লিব্রা অ্যাসোসিয়েশন গঠনের ঘোষণা দেন, যার প্রধান দপ্তর সুইজারল্যান্ডের জেনিভা শহরে।

অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা লিব্রা অ্যাসোসিয়েশনে এরই মধ্যে যোগ দিয়েছে মাস্টারকার্ড, ইবে, পেপাল, উবারের মতো নামি প্রতিষ্ঠানগুলো।

গঠনের ঘোষণা এই জুনে এলেও ২০২০ সালের প্রথম ভাগে এই ডিজিটাল মুদ্রা ছাড়তে যাচ্ছে ফেসবুক।

ফেসবুকের লিব্রা প্রকল্পে নেতৃত্ব দিচ্ছেন পেপালের সাবেক কর্মকর্তা ডেভিড মারকাস। তিনি রয়টার্সকে বলেন, স্বাধীনতা, ন্যায় এবং অর্থ, ঠিক এটাই আমরা এখানে এক করার চেষ্টা করছি।

মাস্টারকার্ডের ল্যামবার্ট বলেন, যদি এই প্রকল্প অনেক বেশি নিয়ন্ত্রণের মুখে পড়ে, তবে হয়ত আমরা আর এটা চালু করব না।

নিজেদের সৃষ্টি এই মুদ্রা নিয়ে ফেসবুকের দাবি, কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই লিব্রা লেনদেনে লাখ লাখ মানুষ উপকৃত হবে। একটি মোবাইল ফোনের মাধ্যমেই তারা এই ব্যাংকিং জগতে প্রবেশ করে টাকা পাঠাতে পারবে।

ব্লকচেইন প্রযুক্তিতে তৈরি এই ক্রিপ্টোকারেন্সি নিয়ে ফেসবুক বলছে, এটা উন্নত এবং কম খরচে মুক্ত ব্যাংকিং সেবা।

নিরাপত্তা নিয়ে মার্ক জাকারবার্গ তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, এর ক্রিপ্টোগ্রাফি পদ্ধতি লেনদেনে সুরক্ষা দেবে গ্রাহককে। গ্রাহকদের জন্য ডিজিটাল ওয়ালেট ক্যালিব্রা আনবে ফেসবুক, যা থাকবে দক্ষ কর্মীদের তদারকিতে। লেনদেনে যে কোনো ধোঁকাবাজি থেকে গ্রাহককে সুরক্ষা দেবে তারা।

ফেসবুকের অন্য দুটি সেবা হোয়াটস আপ ও মেসেঞ্জারে আগামী বছর থেকে ডিজিটাল ওয়ালেট অ্যাপ ক্যালিব্রা চালু করবে।

জাকারবার্গ বলেন, আমরা ধোঁকাবাজি থেকে সুরক্ষা দেব। যদি আপনি লিব্রা মুদ্রা হারান, আমরা তা ফেরত দেব। এটা একটি দুর্দান্ত যাত্রার কেবল শুরু।

এদিকে বিশেষজ্ঞদের বরাতে গার্ডিয়ানের ভাষ্য, ফেসবুকের আর্থিক পড়তির এই সময়ে লিব্রা লাভের মুখ দেখাতে পারে প্রতিষ্ঠানটিকে।

কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি ছাড়াও বিভিন্ন সময়ে গ্রাহকের তথ্যফাঁসে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঘটনায় খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ফেসবুক। তাদের অনেক বিজ্ঞাপনদাতা ক্ষতিপূরণ দাবি করার পাশাপাশি চুক্তিও বাতিল করেছে। বিশ্বজুড়ে নিয়ন্ত্রণের বাইরে থাকা ক্রিপ্টোকারেন্সি পদ্ধতি নিয়ে ফেসবুকের নতুন বাণিজ্যিক পরিকল্পনাকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রক সংস্থাগুলো কীভাবে দেখছে, তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে রয়টার্স।

সম্প্রতি ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগকারীরা লাখ লাখ ডলার খুইয়েছেন হ্যাকারদের কবলে পড়ে। মানি লন্ডারিং, অবৈধ মাদক কেনাবেচায় ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। ক্রিপ্টোকারেন্সিকে একটি নীতিমালার আওতায় আনার প্রস্তাব উঠেছে ইউরোপীয় পার্লামেন্টেও। বাস্তব অস্তিত্ব না থাকা ক্রিপটোকারেন্সির চলে শুধু ইন্টারনেট জগতেই। ২০১৭ সাল থেকে এটি একটি উঠতি বাজারে পরিণত হয়েছে, যার মধ্যে বিটকয়েনের নাম এখন অনেকেরই জানা।

ক্রিপ্টোকারেন্সিতে তৃতীয় পক্ষের কোনো নিয়ন্ত্রণ থাকে না। তাই কে কার কাছে এই ডিজিটাল মুদ্রা দিচ্ছে বা নিচ্ছে, তা অন্য কেউ জানতে পারে না। আবার পরিচয় গোপন রেখেও এটা দিয়ে লেনদেন করা যায়। ক্রিপ্টোকারেন্সির উপর কোনো দেশের সরকারের হস্তক্ষেপ করার সুযোগ না থাকায় অনেক দেশেই তা নিষিদ্ধ।

গার্ডিয়ান বলছে, এই ভার্চুয়াল ব্যাংকিং খাতে ফেসবুকের আগমনে এরই মধ্যে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ফেসবুকের নির্বাহী প্রধান মার্ক জাকারবার্গের কাছে পাঠানো এক চিঠিতে ব্যক্তিগত গোপনীয়তা ও আর্থিক লেনদেন নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্রের ব্যাংকিং, আবাসন, নগরায়ন বিষয়ক সিনেট কমিটি।
জুকারবার্গই থাকছেন ফেসবুকের হর্তাকর্তা

জুকারবার্গই থাকছেন ফেসবুকের হর্তাকর্তা

admin June 08, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
বোর্ড চেয়ারম্যানের পদ থেকে মার্ক জুকারবার্গকে সরানোর দাবিতে আনা ভোটের ফল ফেসবুক প্রধানেরই পক্ষে গেছে। বৃহস্পতিবার ফেসবুকের বার্ষিক সাধারণ সভায় জুকারবার্গের নেতৃত্ব নিয়ে ভোট দেয়ার সুযোগ আসে শেয়ারধারীদের।


বর্তমানে প্রধান নির্বাহীর পাশাপাশি ফেসবুক বোর্ড চেয়ারম্যানেরও দায়িত্বে রয়েছেন জুকারবার্গ। চেয়ারম্যান পদ ছাড়তে যারা আহ্বান জানিয়েছেন তাদের দাবি, এতে সিইও হিসেবে প্রতিষ্ঠান পরিচালনায় আরও বেশি নজর দিতে পারবেন তিনি।


ভোট হলেও এতে জুকারবার্গের হারার সম্ভাবনা সামান্য বলে আগেই ধারণা করা হয়েছিল। প্রতিষ্ঠানের ৬০ শতাংশ শেয়ারের মালিক তিনি নিজেই। ফলে ৬০ শতাংশ ভোটও রয়েছে তার হাতে।


ফেসবুকের প্রায় ৭০ লাখ মার্কিন ডলার মূল্যের শেয়ার রয়েছে ট্রিলিয়াম অ্যাসেট ম্যানেজমেন্টের। এছাড়াও ফেসবুকের লাখো কোটি ডলার মূল্যের শেয়ারের মালিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যবসা করে ট্রিলিয়াম অ্যাসেট ম্যানেজমেন্ট।


জুকারবার্গের পদত্যাগের দাবি করেছে এ প্রতিষ্ঠান। ট্রিলিয়ামের জ্যেষ্ঠ ভাইস-প্রেসিডেন্ট জোনাস ক্রোন বলেন, ‘বিশ্বের সবচেয়ে উচ্চমানের একটি প্রতিষ্ঠানের দুইটি পূর্ণকালীন পদ ধরে রেখেছেন তিনি। যদি তিনি প্রধান নির্বাহী হওয়ার দিকে নজর দেন এবং অন্য কাউকে স্বাধীন বোর্ড চেয়ার হওয়ার দিকে নজর দিতে দেন, সেটা অনেক ভালো ফল দেবে।’


‘তার কাছে উদাহরণ আছে ল্যারি পেইজ ও অ্যালফাবেট, বিল গেটস ও মাইক্রোসফট, যেখানে একজন প্রতিষ্ঠাতাকে বোর্ড চেয়ারম্যান হিসেবে দেখা হয় না।’ ‘আমি জানি এ পদক্ষেপ নেয়া সহজ হবে না, কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ, যাতে তার এবং শেয়ারধারীদের লাভ হবে।’


এক বছর ধরে গোপনীয়তা ও ডেটা কেলেঙ্কারির মধ্যেও আয়ের প্রত্যাশা ছাড়িয়েছে ফেসবুক। বার্ষিক সভায় ফেসবুক প্রধানকে প্রশ্ন করা হয় কেন তিনি একজন স্বাধীন বোর্ড চেয়ারম্যান নিয়োগ দেবেন না। প্রশ্নের কোনো জবাব দেননি জুকারবার্গ।

শৈল্পিক নগ্নতা বন্ধে ফেসবুক কার্যালয়ের সামনে নগ্ন প্রতিবাদ

শৈল্পিক নগ্নতা বন্ধে ফেসবুক কার্যালয়ের সামনে নগ্ন প্রতিবাদ

admin June 04, 2019

নিউজিবিডি ডেস্ক:
নিউইয়র্কে ফেসবুকের প্রধান কার্যালয়ের সামনে নগ্ন হয়ে প্রতিবাদ জানিয়েছেন শতাধিক নারী ও পুরুষ। ফেসবুক এবং ইনস্টাগ্রামে শৈল্পিক নগ্নতা প্রদর্শনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় এমন প্রতিবাদ জানিয়েছে তারা।


রোববার নিউইয়র্কে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমের প্রধান কার্যালয়ের সামনে এ প্রতিবাদ অনুষ্ঠিত হয়।


মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে বলছে, রোববার সকালের দিকে প্রতিবাদকারীরা ফেসবুকের কার্যালয়ের সামনের রাস্তায় নগ্ন হয়ে শুয়ে পড়েন। এ সময় তাদের দুই হাতে পুরুষের নিপলের ছবি দেখা যায়। ডান হাত উপরে তুলে একটি নিপল প্রদর্শন করছেন এবং অন্যটি দিয়ে নিজের গোপনাঙ্গ ঢেকে রেখেছেন বিক্ষোভকারীরা।


ব্যতিক্রমী এই প্রতিবাদ কর্মসূচি যৌথভাবে আয়োজন করেছে আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোকচিত্রের জন্য সুপরিচিত মার্কিন শিল্পী স্পেন্সার টুনিক ও ন্যাশনাল কোয়ালিশন অ্যাগেইন্সট সেন্সরশিপ (এনসিএসি) নামের একটি সংস্থা। হ্যাশট্যাগে উইদ্যনিপল নামে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেছে তারা।


পরে এক বিবৃতিতে বলা হয়েছে, ফেসবুক এবং ইনস্টাগ্রাম নারীদের শৈল্পিক নগ্নতা নিয়ে যে সেন্সরশিপ আরোপ করেছে, এটা তার বিরুদ্ধে চ্যালেঞ্জ। প্রতিবাদকারীরা বলছেন, ফেসবুক এবং ইনস্টাগ্রামে নারীদের নিপল প্রদর্শনরত শৈল্পিক ছবি দেয়া হলে ব্লক করে দেয় ফেসবুক। কিন্তু পুরুষের এমন ছবির ক্ষেত্রে সেটি করা হয় না।


ফেসবুকের সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে ইনস্টাগ্রাম। এই দুই প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিবাদকারীদের অভিযোগের ব্যাপারে জানতে যোগাযোগ করেছে সিএনএন। কিন্তু তারা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

নিবন্ধন না নিলে বন্ধ হতে পারে ফেসবুক-গুগল-ইউটিউব

নিবন্ধন না নিলে বন্ধ হতে পারে ফেসবুক-গুগল-ইউটিউব

admin June 02, 2019

নিউজবিডি ডেস্ক:
আগামী ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটারসহ জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব ও সার্চ ইঞ্জিন গুগল ভ্যাট নিবন্ধন ছাড়া বাংলাদেশে ব্যবসা পরিচালনা করতে পারবে না।


ব্যবসা পরিচালনার জন্য এসব কোম্পানিকে বাংলাদেশে অফিস স্থাপন করতে হবে অথবা মূসক এজেন্ট নিয়োগ দিতে হবে। এজেন্ট ব্যবসা পরিচালনা বাবদ বাংলাদেশ সরকারকে রাজস্ব প্রদান করবে।


এনবিআর সূত্র জানায়, নতুন ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’ আইন-এর ১৯ ধারা অনুযায়ী ফেসবুক, ইউটিউব, গুগল-এর মতো প্রতিষ্ঠানকে মূসক নিবন্ধন নিতে হবে।


সে ক্ষেত্রে বাংলাদেশে অফিস স্থাপন অথবা মূসক এজেন্ট নিয়োগ দিতে হবে। আইন অনুযায়ী, নিবন্ধন না নিলে এনবিআর এসব প্রতিষ্ঠানের সাইট বন্ধ করে দেয়ার জন্য বিটিআরসিকে চিঠি দেবে। এসব প্রতিষ্ঠানের বাংলাদেশে অফিস হলে মূসকের পাশাপাশি আয়করও আদায় করা যাবে।

শ্রীলঙ্কায় ফেসবুক-হোয়াটস অ্যাপ বন্ধ

শ্রীলঙ্কায় ফেসবুক-হোয়াটস অ্যাপ বন্ধ

admin May 13, 2019

অনলাইন ডেস্ক:
শ্রীলঙ্কায় মুসলিমদের দোকানপাট ও মসজিদে হামলার জেরে সাময়িক সময়ের জন্য ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটস অ্যাপ বন্ধ করে দিয়েছে শ্রীলঙ্কা। দেশটি পক্ষ থেকে সোমবার এ তথ্য জানায়। খবর রয়টার্সের।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চিলাউ এলাকায় ফেসবুকে শুরু হওয়া বিতর্কের জেরে রবিবার মসজিদ ও মুসলিমদের দোকানপাটে এলোপাতাড়ি পাথর ছুড়েছে স্থানীয় লোকজন। এছাড়া একজনকে পেটানোর খবর ও পাওয়া গেছে বলে খবরে বলা হয়েছে। এরপর দেশটির সরকার ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটস অ্যাপ বন্ধের সিদ্ধান্ত নেয়।


শ্রীলঙ্কার পুলিশ জানায়, তারা ফেসবুকে উসকানি মূলক পোষ্টকারী আব্দুল হামিদ মোহাম্মদ হাসমার নামে এক ব্যক্তিকে আটক করেছে। অন্যদিকে মুসলিমদের মসজিদ ও দোকানে হামলার অভিযোগে এক গ্রুপকে আটক করেছে পুলিশ।

নতুন রুপে আসছে ফেসবুক

নতুন রুপে আসছে ফেসবুক

admin May 05, 2019

অনলাইন ডেস্ক:
এফবি৫ নামে রিডিজাইন করা ফেসবুক অ্যাপ বদলে দিবে ফেসবুকের পুরনো ডিজাইন। ক্যালিফোর্নিয়ায় এফ৮ ডেভেলপার কনফারেন্সে ফেসবুক অ্যাপের নতুন ডিজাইন প্রকাশ করেছেন মার্ক জাকারবার্গ। দু’দিনের এ সম্মেলন শুরু হয় মঙ্গলবার।


নতুন ইন্টারফেসে ফেসবুকের একদম ওপরে থাকা নীল ব্যানারটি সরিয়ে ফেলা হয়েছে। বৃত্তাকার ফেসবুকের লোগোটি রাখা হয়েছে বাম পাশে। এতে ফেসবুকে ফাঁকা জায়গার পরিমাণ বেড়েছে। নতুন ডিজাইনে গ্রুপ ফিচারটি দেয়া হয়েছে নিউজ ফিডের একদম ওপরে। এতে সহজেই বিভিন্ন ফেসবুক গ্রুপ খুঁজে পাওয়া যাবে। জাকারবার্গের মতে, ব্যবহারকারীরা অনেক সময় পাবলিকলি পোস্ট করতে সংকোচ করে।


অনেক ক্ষেত্রে প্রাইভেট গ্রুপগুলোতে তারা তাদের মনের কথা জানাতে স্বাচ্ছন্দ্যবোধ করে। গ্রুপগুলোর প্রাধান্য এখন বেড়েছে। চাইলে গ্রুপগুলোতে দেয়া পোস্ট এখন থেকে নিজের প্রোফাইলেও শেয়ার করা যাবে বলেও জানান তিনি। গত ৫ বছরে ফেসবুকের ইন্টারফেসে এত বড় পরিবর্তন আর আসেনি।


এ নিয়ে এফ৮ এর মঞ্চে জাকারবার্গ বলেন, বর্তমানে প্রাইভেসি রক্ষায় আমাদের ভাবমূর্তি উজ্জ্বল নয়। যেভাবে আমরা কোম্পানিটি এখন চালাচ্ছি তা বদলাতে হবে।

ফেসবুকে নিয়ে আসছে নতুন চমক

ফেসবুকে নিয়ে আসছে নতুন চমক

admin August 27, 2018

এক্সপ্রেস ডেস্ক: ফেসবুক কর্তৃপক্ষ আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিল, ‘ডিসলাইক’ বলে একটি অপশন আসতে পারে। তবে নতুন ‘ডাউনভোট’ ফিচারটি যে একেবারে ‘ডিসলাইক’-এর মতো কাজ করবে, তা নয়। অনেকদিন ধরেই বিভিন্ন কথা শোনা যাচ্ছিল। এবার গ্রাহকদের সুবিধার্থে বড় রকম বদল আনল ফেসবুক। ইউটিউবের আদলে দু’টি নতুন ফিচার এনে চমক দিল মার্ক জুকারবার্গের বিশ্বখ্যাত এই সংস্থা।


এখন থেকে ফেসবুক খুললে বিভিন্ন পোস্টে দু’টি নতুন অপশন দেখা যাবে। ‘আপভোট’ ও ‘ডাউনভোট’ নামে এই নতুন দু’টি অপশনের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা বিভিন্ন পোস্ট কিংবা কমেন্টে নিজেদের মতামত জানাতে পারবেন। এমনটাই জানা গিয়েছে আন্তর্জাতিক প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যমগুলো।


ফেসবুক কর্তৃপক্ষ আগেই ইঙ্গিত দিয়েছিল, ‘ডিসলাইক’ বলে একটি অপশন আসতে পারে। তবে নতুন ‘ডাউনভোট’ ফিচারটি যে একেবারে ‘ডিসলাইক’-এর মতো কাজ করবে, তা নয়। কোনও ফেসবুক ব্যবহারকারী যদি কোনও পোস্ট কিংবা কমেন্টে ‘ডাউনভোট’ অপশন ক্লিক করেন, তা হলে সেই পোস্টটি তার কাছে হাইড হয়ে যাবে। পাশাপাশি যিনি ওই পোস্টটি করেছেন তিনিও বুঝতে পারবেন, তার পোস্ট কিংবা কমেন্টে নেগেটিভ রিঅ্যাকশন পড়ছে।


ওই প্রতিবেদন থেকে জানা গিয়েছে, গত ফেব্রুয়ারি মাসেই এই ‘আপভোট’ ও ‘ডাউনভোট’ ফিচারটি নিয়ে পরীক্ষা চালায় ফেসবুক। তবে এই ফিচার দু’টি ভারতে এখনও চালু হয়নি। আপাতত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চালু হয়েছে ‘আপভোট’ ও ‘ডাউনভোট’ ফিচার দু’টি।

ফেইসবুক থেকে নিষ্কৃতির উপায় নিয়ে নাটক ‘ফেসবুক ছাড়ার ৬টি উপায়’

ফেইসবুক থেকে নিষ্কৃতির উপায় নিয়ে নাটক ‘ফেসবুক ছাড়ার ৬টি উপায়’

admin August 24, 2018

বিনোদন ডেস্ক: ফেইবুক আসক্ত নিজের দুই ছেলেমেয়েকে নিয়ে বেশ চিন্তায় আছেন রহমান সাহেব। কেননা তার দুই ছেলেমেয়ে ফেসবুকে এতটাই আসক্ত যে ফেসবুকিং করতে গিয়ে কতবার দরজায় ধাক্কা খেয়েছে, গাড়ির নিচে পড়তে গিয়েছিল তার কোনও ইয়াত্তা নেই। ওদের চোখ ফেসবুক থেকে সরতে চায় না। অবস্থা এমন, পারলে খাওয়া-দাওয়া থেকে শুরু বাথরুম, পড়াশোনা, ঘুম সবই যেন ফেসবুকে করে। এমন অবস্থায় রহমান সাহেব দারস্থ হন এক মনোরোগ বিশেষজ্ঞের নিকট। সেখান থেকে পান, ফেসবুক থেকে আবিষ্কার করেন ছেলেমেয়েদের নিষ্কৃতির ৬টি উপায়।


বর্তমানে এমন ঘটনা এখন দেশের প্রতি ঘরে চলছে। ফেসবুক থেকে নিষ্কৃতির পথ খুঁজছেন পিতামাত। মূলত ফেসবুককে ঘিরে এমন সামাজিক সংকটের একটা চিত্র এবং এর প্রতিকার উঠে আসবে আলোচিত নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের নাটক ‘ফেসবুক ছাড়ার ৬টি উপায়’ থেকে। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, ইরেশ যাকের, সিফাত শাহরিন, ইয়াশ রোহান প্রমুখ।


‘ফেসবুক ছাড়ার ৬টি উপায়’ নাটকটির পরিচালক মিজানুর রহমান আরিয়ান বললে, ‘ফেসবুক ব্যবহার ভালো। কিন্তু নিয়ন্ত্রিত ব্যবহার বেশি ভালো। অনেক উপকার আছে এখানে। তবে সেটি মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে সংসারে-সমাজে অনেক সমস্যার সৃষ্টি হয়। মূলত সেটাই তুলে ধরার চেষ্টা করেছি এখানে।’


যারা বর্তমানে ফেসবুক নিয়ে সঙ্কটে আছেন তারা কি সত্যিকার অর্থে এই নাটকে কোন পথ খুঁজে পাবে এই নাটকে? এমন প্রশ্নের উত্তরে আরিয়ান বলেন, ‘সমাধান আসলে নিজের কাছে। চাইলে যে কেউ এর সমাধান করতে পারেন। দরকার শুধু চাওয়ার। তবে আমার এই নাটকটি দেখার পর দর্শকরা একটু হলেও বিষয়টি নিয়ে ভাববেন।’ সেই ভাবনা থেকেই কেউ হয়তো সমাধানের পথ খুঁজে পেলেও পেতে পারেন।


অনেকে নিশ্চয়ই জানতে অনেক আগ্রহী হয়েছে, সেই ছয় উপায় কিকি? তা জানতে একটু অপেক্ষা করতে হবে, নাটকটি প্রচার হওয়া পর্যন্ত। জানা যাবে ফেসবুক আসক্তি থেকে বাঁচার ছয় উপায়। ঈদের এই বিশেষ নাটকটি আজ ২৪ আগস্ট, শুক্রবার রাত ৮টা ৫ মিনিটে এনটিভি প্রচার করবে।। নাটকটির ট্রেলার-


অশালীন শব্দে ফেসবুকে রাজনীতিবিদদের মানহানি করছে সেফাত উল্লাহ

অশালীন শব্দে ফেসবুকে রাজনীতিবিদদের মানহানি করছে সেফাত উল্লাহ

admin August 12, 2018

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীরবতায় বিরক্ত প্রবাসীরা


 

রংপুর এক্সপ্রেস ডেস্ক: বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বসবাসকারী সেফাত উল্লাহ নামের এক ব্যক্তি বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারী বেশিরভাগ লোকের কাছে পরিচিত হয়ে উঠেছেন, তার অশালীন শব্দের মাধ্যমে। তিনি সাধারনত ফেসবুক লাইভে এসে দেশের রাজনীতিবিদ কিংবা সেলিব্রিটিদের নিয়ে নোংরা ভাষায় মন্তব্য করেন। সেফাত যেসব ভিডিও ছেড়েছেন তা অত্যন্ত মানহানিকর ও মিথ্যা অপবাদ।


যার মধ্যে তিনি অত্যন্ত নোংরা শব্দে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিভিন্ন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের নিয়ে অশালীন মন্তব্য করে থাকেন। এছাড়াও বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাদেরও গালিগালাজ করতে দেখা গেছে এই সেফাত উল্লাহকে। সেফাত উল্লাহ ফেসবুক লাইভে এসে মদ্যপান করেন এবং তা মানুষকে দাম্ভিকতার সাথে জানান। এসময় তিনি বাংলা ভাষায় বিভিন্ন অশালীন শব্দ ব্যবহার করে থাকেন।


আর সেফাত উল্লার এইসব ভিডিওকে ইউটিউব ও ফেসবুকে প্রোমেট করছে কিছু বিকৃত মানসিকতার ফেসবুক ব্যবহারকারী ও ইউটিউবার। এরা ফেসবুক পেজ বা ইউটিব চ্যানেলগুলোয় বিভিন্ন আকর্ষনীয় টাইটেল দিয়ে ছড়িয়ে দিচ্ছে বেশি ভিউ বা লাইক পাওয়ার আশায়। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে হুমকি, বিশেষ করে যারা ফেইসবুক ও ইউটিউব ব্যবহার করেন। সেফাত মদ পান করার জন্য ও অনৈতিক কর্মকাণ্ড করার জন্য তরুণদের উদ্বুদ্ধ করছেন।


বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্য এশিয়ান এজ তাদের খবরে জানিয়েছে, ওই দেশে বসবাসকারী বাংলাদেশিরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ট্রিয়া সরকারের কাছে এ বিষয়ে অভিযোগ দেয়। যাতে সে দেশের সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় বা তাকে দেশে ফের এনে বিচারের মুখোমুখি করে। তারা এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীরবতায় তারা অনেকটা বিরক্ত। অস্ট্রিয়ার কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সেফাত উল্লাহর এহেন অপমানজনক বক্তব্যের প্রেক্ষিতে সম্পূর্ণ নীরবতা প্রকাশ করেছে। যা মোটেই কাম্য নয়।


বাংলাদেশি প্রবাসীরা এ বিষয়ে ভিয়েনার বাংলাদেশ দূতাবাসকে ব্যবস্থা নেওয়ার জন্য বললেও তারা এ বিষয়ে কোন ব্যবস্থা নেয় নি বলে অভিযোগ ওই দেশে বসবাসকারী প্রবাসীরা। এ বিষয়ে ভিয়েনার দূতাবাসের পরিচালক মোহাম্মদ খুরশিদ আলমকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেন নি। ফলে কারও বক্তব্য নেওয়া সম্ভব হয় নি। দ্য এশিয়ান এজ।

কেন ফেসবুক নিয়ে বিরক্ত সরকার

কেন ফেসবুক নিয়ে বিরক্ত সরকার

admin August 11, 2018

রংপুর এক্সপ্রেস: ঢাকায় ছাত্র-ছাত্রীদের নিরাপদ সড়ক চাই আন্দোলন চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে ব্যবহার করে ঘটনা ভিন্নখাতে ব্যবহারের চেষ্টা করেছে একটি কুচক্রীমহল। এ নিয়ে সাইবার ক্রাইম আইনে মামলা ও বেশ কয়েকজন পরিচিত মুখসহ ৪৫ জনকে আটক করেছে আইনশৃংখলা বাহিনী। এর মধ্যে ঢাকা এ্যাটাক মুভির অভিনেত্রী নওশবাকে দুই দফায় রিমান্ডে নেওয়া হয়। এছাড়াও রিমান্ডে নেওয়া হয় আলোকচিত্রী শহিদুল আলমকেও।


আন্দোলন চলাকালে গত ৫ই আগস্ট শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে Facebook লাইভে এসে চারজন নিহত ও চারজনকে ধর্ষণের তথ্য প্রচার করেন, যা পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হয়। এতে করে ছাত্র-ছাত্রীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। সংঘর্ষ বাধে ছাত্রলীগ ও আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে। ভাঙচুর করা হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে ব্যবহার করে শিক্ষার্থীদের নিরাপদ পথের আন্দোলনকে বিভিন্নভাবে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়।


এসব নিয়ে নিয়ে অনেকটা বিরক্ত সরকার। এ নিয়ে সরকারের বিভিন্ন পর্যায় থেকে খোলাখুলি বিরক্তিপ্রকাশ এবং নেতিবাচক মন্তব্যও করা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ২৪ ঘণ্টার জন্য মোবাইল ইন্টারনেট ব্লক করে রাখা হয়েছিল। এছাড়াও প্রয়োজনে ফেসবুক বন্ধ করা হতে পারে বলেও বলা হয়েছিল ওই সময়।


এনিয়ে গত ৬ আগস্ট সোমবার মন্ত্রিসভার বৈঠকে খোদ প্রধানমন্ত্রীও ফেসবুককে সমস্যা হিসেবে উল্লেখ করেন। বলেন, সত্যতা যাচাই-বাছাই ছাড়া নানান ইস্যুতে গুজব চালানোয় ফেসবুক এখন একটা সমস্যা হিসেবে দেখা দিয়েছে। বৈঠকে ফেসবুকের অপপ্রচারে কান না দেওয়ার জন্যও সকলকে অনুরোধ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও আধুনিক এসব প্রযুক্তির অপব্যবহার না করে ভালো কাজে ব্যবহার করার নির্দেশও দেন তিনি।


আর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, রাষ্ট্রের জন্য ক্ষতিকর হলে ফেসবুকসহ যে কোন কিছু বন্ধ করতে হবে। কেননা রাষ্ট্রটা অনেক বড়। আমরা রক্ত দিয়ে ওটা তৈরি করেছি। রাষ্ট্রকে আমরা কোনভাবে বিপন্ন হতে দিতে পারি না।


শুধু ছাত্র ছাত্রীদের এ আন্দোলনেই নয় এর আগেও বাংলাদেশে Facebook ব্যবহার করে মিথ্যা তথ্য প্রচার করে সহিংসতা চালানো হয়েছে। অপপ্রচার চালানো হয়েছে বিভিন্ন সেলিব্রিটিদের নিয়ে। ২০১২ সালে রামুর বৌদ্ধ বিহারে ভয়াবহ তাণ্ডব চালানো হয়, যার নেপথ্যে ছিলো ফেসবুকে ভুল তথ্য প্রচার। এছাড়াও রংপুরে সংখ্যালঘুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয় ফেসবুকে মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে।

আপনার ফেসবুক প্রোফাইল নিরাপদ? দেখুন কারা কিভাবে তথ্য হাতাচ্ছে

আপনার ফেসবুক প্রোফাইল নিরাপদ? দেখুন কারা কিভাবে তথ্য হাতাচ্ছে

admin April 06, 2018

টেক এক্সপ্রেস: ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারের কাজে যুক্তরাজ্যভিত্তিক রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান Cambridge Analytica ফেসবুক থেকে আট কোটি সত্তর লাখ ইউজারের তথ্য হাতিয়ে নিয়েছিলো বলে মনে করছে ফেসবুক কর্তৃপক্ষ। গত বুধবার এক ব্লগপোস্টে ফেসবুকের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ফেসবুক থেকে তথ্য বেহাত হওয়ার বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে বিভিন্ন মহলে সমালোচনা চলছে। গ্রাহকের না জানিয়ে তাদের তথ্য ব্যবহারের এই খবরে ফেসবুক জনক মার্ক জাকারবার্গকে ইতোমধ্যেই তলব করেছে ব্রিটিশ সংসদ। এদিকে এই খবর ছড়িয়ে পরলে ‘ডিলিট ফেসবুক বা বয়কট ফেসবুক’ হ্যাশট্যাগ (#DeleteFacebook) দিয়ে ফেসবুক বয়কট করার প্রচারণাও চালাচ্ছেন অনেকে। এছাড়াও অনলাইন জগতের বাসিন্দাদের চাপে এরই মধ্যে তথ্য হাতানোর ঘটনায় ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন জাকারবার্গ।


এখন নতুন বিশ্বের ফেসবুক ইউজারদের মনে সংশয় ও প্রশ্ন দেখা দিয়েছে, ফেসবুকে দেওয়া তার তথ্য কেউ হাতিয়ে নিচ্ছে কিনা বা তার প্রোফাইলটি নিরাপদ কিনা? আমরা অনেক সময় আমাদের নিউজ ফিডে বিভিন্ন আকর্ষণীয় কুইজ দেখে তাতে ক্লিক করি এবং ওই অ্যাপসটি আমাদের একাউন্টে যোগ করি। এসব কুইজের মধ্যে রয়েছে- “অতীতে আপনি কে ছিলেন? আপনার গুণ কী? আপনাকে কোন মেয়েটি পছন্দে করে বা আপনার ব্যক্তিত্ব কিংবা আপনাকে কে ফলো করছে” ইত্যাদি। এই অ্যাপসগুলোর মাধ্যমে আমাদের প্রোফাইলে দেওয়া বিভিন্ন তথ্য অন্য কোম্পানির (থার্ড পার্টি) কাছে চলে যাচ্ছে, যারা কিনা এটি বিক্রি করে দিতে পারে বা নিজেদের স্বার্থে  ব্যবহার করতে পারে! ঠিক এমন পদ্ধতি প্রয়োগ করেই Cambridge Analytica ফেসবুক থেকে আট কোটি সত্তর লাখ ইউজারের তথ্য হাতিয়ে নেয়। ধারণা করা হচ্ছে, ‘This Is Your Digital Life’সহ কয়েকটি অ্যাপস কুইজের মাধ্যমে এসব ইউজারের তথ্য হাতিয়ে নেয় Cambridge Analytica.



দ্য ডিজিটাল লাইফ অ্যাপস এর লোগো


এসব কুইজে অংশগ্রহণের জন্য প্রবেশ করতে চাইলে, আগে ওই অ্যাপসগুলো আপনার ব্যক্তিগত প্রোফাইলে প্রবেশের অনুমতি চায় বা বিভিন্ন তথ্য চায়। হালকা বিনোদনের জন্যই এসব কুইজ শেষ করতে চাইলে এসব তথ্য দিতে আপনি একরকম বাধ্য। বিনোদনের ছলে আপনার অজ্ঞাতসারে আপনার প্রোফাইলের তথ্য হাতিয়ে নিচ্ছে সেই কুইজ বা অ্যাপের মালিকরা। এখানেই শেষ নয়। তারা অন্য কোম্পানির কাছে তথ্য বিক্রি করার জন্য এটি করছে অথবা তাদের উদ্দেশ্যই অন্য কোম্পানির কাছে তথ্য বিক্রি করে দেওয়া, যা তারা অনায়াশেই করতে পারে।



ফেসবুক নিউজ ফিডে আসা অ্যাপগুলোতে ক্লিক করলে বলা হয় ‘ফেসবুক থেকে লগ ইন করুন’। সব অ্যাপসে প্রায় একই নিয়ম।



ফেসবুক থেকে লগ ইন করতে চাইলে প্রায় সব অ্যাপস -এ  উপরের স্ক্রিনশটে দেওয়া অপশনটি আসে।


বিশেষজ্ঞরা বলছেন, আমাদের উচিৎ এসব তৃতীয় পক্ষের (থার্ড পার্টি) কোন অ্যাপসের প্রতি আকৃষ্ট না হই। তবেই আমাদের প্রোফাইল সুরক্ষিত থাকবে। হ্যা, প্রযুক্তিবিদরা অনেক আগে থেকেই আমাদের এসব বিষয়ে সতর্ক করছেন। তারা বলছেন, বিভিন্ন অ্যাপসের হাতে আমরা যেসব তথ্য তুলে দিচ্ছি এগুলো তারা চাইলেই ভিন্ন কোন উদ্দ্যেশ্যে ব্যবহার করতে পারে। যদিও এসব অ্যাপস কোম্পানি বিভিন্ন ‘গোপনীয়তা নীতি’দিয়ে থাকে।


নেমটেস্ট ডটকম এভোবেই বিভিন্ন আকর্ষণীয় কুইজ শেয়ার করে ফেসবুকে। ওয়েবসাইট থেকে নেওয়া স্ক্রিন শট।



নববর্ষে কে আপনাকে পান্তা খাওয়াবে? আসছে নববর্ষ তাই এমন একটি আকর্ষনীয় কুইজ শেয়ার করেছে একটি  সাইট। 



  এ রকম কুইজ দিয়ে ফেসবুকে শেয়ার করে এরকম কিছু অ্যাপসের নাম ও লোগো -


 

মার্ক জাকার্বাগের ফেসবুক যদি তার ইউজারদের তথ্য সুরক্ষিত না রাখতে পারে তবে এ সব অ্যাপস তাদের ইউজারদের তথ্য নিরাপদ রাখবে?


তাই আর দেরি নয় এখনই অ্যাপসকে ঝাটিয়ে বিদায় দিন আপনার প্রোফাইল থেকে। ফেসবুক সেটিং > অ্যাপস > ওইসব অ্যাপেটিক দিন > রিমোভ।


আপনার প্রোফাইলের অ্যাপসগুলো। দেখুন > সেটিং > অ্যাপস; এসব অ্যাপস এ টিক দিয়ে ডান সাইডের উপরে থাকা রিমোভ বাটনে ক্লিক করলে অ্যাপসগুলো ডিলিট হবে -



ধন্যবাদ
রোহিঙ্গা নিধনযজ্ঞের সময় উস্কানিমূলক বার্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল ফেসবুক

রোহিঙ্গা নিধনযজ্ঞের সময় উস্কানিমূলক বার্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল ফেসবুক

admin April 03, 2018

টেক এক্সপ্রেস: মিয়ানমানে বৌদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক রোহিঙ্গাদের নিধনযজ্ঞের সময় বৌদ্ধদের ফেসবুকে উস্কানির ম্যাসেজ দেখেছিলেন ফেসবুক জনক মার্ক জাকারবার্গ। এ বিষয়ে তৎক্ষনাৎ ব্যবস্থাও নিয়েছিলেন তিনি। সম্প্রতি মার্কিন অনলাইন সংবাদ মাধ্যম ভক্সকে দেওয়া সাক্ষাৎকারে এ সব তথ্য উঠে এসেছে। ফেসবুকের কোন একজন কর্মকতার নজরে প্রথমে আসে এটি এবং তিনি জাকার্বাগকে তৎক্ষাৎ বিষয়টি জানান।


ভক্সকে জাকার্বাগ বলেন, "একদিন (ওইসময়) আমি একটা কল পেলাম, তারপর দেখলাম ফেসবুক মেসেঞ্জার দিয়ে দুই পক্ষের মধ্যে ইনবক্স দেওয়া-নেওয়া হচ্ছে। কিছু ইনবক্স মুসলমানরা একে অপরকে সাবধান করছে এই বলে যে, বৌদ্ধরা ক্ষেপে উঠেছে, সুতরাং আত্মরক্ষার্থে সাথে অস্ত্র রাখো, অমুক জায়গায় যাও।' অপরদেকে বৌদ্ধরাও একই কথাবার্তা চালাচালি করছে"। মার্ক বলছিলেন, "প্রথমেই আমরা বিষয়টি ধরতে পেরেছিলাম, তার বন্ধ করতে পেরেছিলাম। এখন এ ধরণের বিষয়ে আমরা বিশেষভাবে নজর দিচ্ছি।"


ওই সাক্ষাৎকারে মার্ক জুকাবার্গ স্বীকার করেছেন যে, মিয়ানমারে ঘৃণা ছড়ানোর জন্য ফেসবুককে ব্যবহার করা হয়। জাকারবার্গ বলেন, মিয়ানমারের রোহিঙ্গা বিষয় নিয়ে তার অফিসে বিস্তারিত আলাপ-আলোচনা হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই যে ফেসবুক ব্যবহার করে মানুষের ক্ষতি সাধন করা হয়েছে।


মার্ক যদিও বলছে যে তারা বিষয়টি ধরতে পেরেছিলেন, তৎক্ষনাৎ ব্যবস্থা নিয়েছিলেন, কিন্তু রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর হাতিয়ার হিসেবে ফেসবুককে ব্যবহার করা নিয়ে এখনও বিস্তর সমালোচনা চলছে। হিউম্যান রাইটসের এশিয়ার বিভাগের একজন কর্মকর্তা বলেছেন, ফেসবুক বর্তমানেও মিয়ানমারের বৌদ্ধদের খবরের প্রধান সূত্র হিসেবে ধরা হয়, কিন্তু সে দেশের বাজার নিয়ে ফেসবুকের কোনো মাথাব্যথা নেই। তিনি বলেন, ‌যার ফলে (মিয়ানমারে) ফেসবুকের অবস্থা দাঁড়িয়েছে এক প্রবাসী বাড়ি মালিকের মতো'।


মার্চে বৌদ্ধদের সহিংসতা নিয়ে মন্তব্য করতে গিয়ে জাতিসংঘ তদন্তকারী দলের এক কর্মকর্তা ইয়াংহি লি বলেন "ফেসবুক হিংস্র জানোয়ারের রূপ নিয়েছে"। তিনি বলেন, কট্টর বৌদ্ধ নেতাদের ফেসবুক পাতা রয়েছে এবং তার মাধ্যমে তারা সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন।" ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, মিয়ানমারে গতবছর রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা শুরুর ঠিক আগে বৌদ্ধ সন্ত্রাসীরা ফেসবুকে ঘৃণামূলক বিবৃতি দিতে শুরু করেছিলো।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three