কুড়িগ্রাাম প্রতিনিধি:
ঈদুল ফিতর ও শবে কদর উপলক্ষে ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত টানা ১০ দিন কুড়িগ্রামের সোনাহাট স্থল বন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি -রপ্তানী বন্ধ রাখার ঘোষনা করা হয়েছে।
সোনাহাট কাষ্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশন (সিএন্ডএফ) এ সিদ্ধান্ত নেয়।
কাষ্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশনরর সাধারন সম্পাদক মোস্তফা জামান জানান, ঈদুল ফিতর উপলক্ষে বন্দরে কর্মরত কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনকর্মীরা ছুটিতে থাকায় বন্দরের কার্যক্রম কিছুটা বিঘ্ন হতে পারে। তাই আমরা ১০ দিনের জন্য আমদানি-রপ্তানিত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আগামী ১১ জুন থেকে সোনাহাট স্থল বন্দরে যথারীতি সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
সিএন্ডএফ’র সভাপতি সরকার রাকীব আহমেদ জুয়েল জানান, সোনাহাট স্থলবন্দরের ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সাথে কথা বলেই সবার সুবিধার জন্যই ১০ দিন স্থলবন্দর দিয়ে পণ্য আনা নেয়া বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।