অনলাইন ডেস্ক:
মহান মে দিবস উপলক্ষে নানা দাবিতে রাজধানীতে র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। র্যালিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এবং সাবেক সড়ক পরিবহন ও নৌ মন্ত্রী শাজাহান খান। এ সময় শ্রমিকরা ৮ ঘণ্টা কর্ম ও সম্মানজনক জীবন চাই, শ্রমিকদের অর্থদণ্ড ৫ লক্ষ টাকা মানি না মানব না, বর্তমান বাজার অনুযায়ী কমপক্ষে ১৫ হাজার টাকা সর্বনিম্ন বেতন ঘোষণা, ওয়ে স্কেলে জরিমানা কমানো ও শাস্তি বাতিলের দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন।
Showing posts with label র্যালি. Show all posts
Showing posts with label র্যালি. Show all posts
ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সৈয়দপুরে র্যালি ও আলোচনা সভা
আলোচনা সভা উত্তরাঞ্চল ভূমি সেবা সপ্তাহ র্যালি সারাদেশ সৈয়দপুর
admin
সৈয়দপুর, নীলফামারী: ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে নীলফামারীর সৈয়দপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. বজলুর রশীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রওনক জাহান রিনু, সংরক্ষিত মহিলা সদস্য কণিকা রাণী সরকার, সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম বাবু প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলার ৫ টি ইউনিয়নের ভূমি সহকারীগণসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সংবাদকর্মী ও জনপ্রতিনিধিগণ।
Subscribe to:
Posts (Atom)