টাঙ্গাইল: ভূঞাপুরে দুই পরিবহন শ্রমিক কর্তৃক এক মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। গত শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার পুখুরিয়া শিয়ালকোল কবিরের ইট ভাটা এলাকায় এঘটনা ঘটে। এই ঘটনার সাথে যুক্ত দুই পরিবহন শ্রমিককে আটক করেছে পুলিশ। তারা হলো- অটোচালক জাহিদ ও হিটলার। জানা গেছে, ধর্ষিতা ছাত্রী ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা গ্রামের ফাজিল মাদ্রাসায় ১ম বর্ষে অধ্যয়নরত।
জানা গেছে, ঘটনার দিন রাত সাড়ে ৯ টার দিকে ওই ছাত্রী নিজ বাড়ি থেকে পরিবারের সাথে অভিমান করে ভূঞাপুর বাসষ্ট্যান্ড থেকে এলেঙ্গা যাওয়ার উদ্দেশ্যে এক অটোরিকশায় উঠতে গেলে ওই দুইজন তার কাছে যায় এবং গন্তব্যের বিষয়টি জিজ্ঞাসা করে তাকে পৌঁছে দেবার আশ্বাস দেয়। এতে ভিকটিমের সন্দেহ হলে সে পায়ে হেঁটে শিয়ালকোলের দিকে রওনা দিলে ওই দুই অটোচালক তার পিছু নেয়। মেয়েটি পুখুরিয়া শিয়ালকোল কবিরের ইট ভাটার কাছে পৌঁছলে হিটলার ও জাহিদ তার মুখ চেপে ধরে রাস্তার পাশে নির্জন স্থানে নিয়ে যায় এবং প্রথমে জাহিদ ও পরে হিটলার তাকে পালাক্রমে ধর্ষণ করে।
পরে ওই মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে হিটলারকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে এবং হিটলারকে আটক করে থানায় নিয়ে আসে। পরে হিটলারের দেয়া তথ্য মতে অপর জাহিদকে নিজ এলাকা থেকে আটক করে পুলিশ।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনার রাতেই দুই ধর্ষককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করেছে। ভিকটিমের মেডিকেল পরীক্ষার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় মেয়ের পিতা বাদী হয়ে হিটলার ও জাহিদকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।