স্টাফ রিপোর্টার:
মানসম্মত বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজের এমপিও ভুক্তিকরণসহ পাঁচ দফা দাবিতে রংপুরে বিভাগীয় শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জুন) বিকেলে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।
বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতি আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রীয় মহাসচিব শিলা বার্নাডেট গোমেজ। এসময় বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষকদের মানবতের জীবনচিত্র তুলে ধরে দেশের মানসম্মত কলেজগুলোর এমপিও ভুক্ত করাসহ পাঁচ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি তিনি আহ্বান জানান।
সম্মেলনে সমিতির অর্থসচিব মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সাধারণ সম্পাদক শাহিদা আখতার, দিনাজপুর টিচার্স ট্রেনিং কলেজের (টিটিসি) অধ্যক্ষ সাদিয়া আফরোজ, নীলফামারী টিটিসির অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, পার্বতীপুর টিটিসির অধ্যক্ষ কালিপদ রায়, গোবিন্দগঞ্জ টিটিসির অধ্যক্ষ মো. রনজু শেখ প্রমুখ।
রংপুর বিভাগের ৮ জেলা থেকে বিপুল সংখ্যক বেসরকারী টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষকরা অংশ নেয়। তারা চাকুরী এমপিও ভুক্তকরণসহ পাঁচ দফা দাবি মেনে নেবার জন্য সরকারের প্রতি দাবি জানান।