Showing posts with label সালমান খান. Show all posts
Showing posts with label সালমান খান. Show all posts

আমাদের সম্পর্কটা কেউ বুঝবে না

admin June 02, 2019

অনলাইন ডেস্ক:
বলিউডের দুই জনপ্রিয় তারকা সালমান খান এবং ক্যাটরিনা কাইফ। এই দুই তারকার জুটি ভক্তদের কাছে বেশ ‍পছন্দের। তবে এই তারকার সম্পর্কটা ঠিক কেমন? শুধুই প্রফেশনাল? কিছুদিন আগেও সালমান-ক্যাটরিনার প্রেম নিয়ে বেশ আলোচনার ঝড় বলিউড ইন্ডাস্ট্রিতে, তা কতটা সত্যি?


সম্প্রতি এক গণমাধ্যম সাক্ষাতকারে ক্যাটরিনা বলেছেন, অভিনেতা হিসেবে সালমানকে সম্মান করি। আমি সেটে এক হাজার শতাংশ প্রস্তুতি নিয়ে পৌঁছাই। সেজন্য সালমানও আমাকে শ্রদ্ধা করে। আমাদের ইকুয়েশনটা পারস্পরিক সম্মানের। আমি একটা সীমা বজায় রাখি। সেটা অতিক্রম করে কখনও ওর সঙ্গে কথা বলি না। বাইরের লোকে আমাদের সম্পর্কটা বুঝবে না।



দীর্ঘ দিন প্রেমের সম্পর্কের পর ২০০৯-এ ক্যাটরিনা-সালমানের ব্রেকআপ হয়েছে। কিন্তু তারপরও বন্ধুত্বের সম্পর্ক নাকি বজায় রেখেছেন তারা। তারপর রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার সম্পর্কের জল্পনা ছিল ইন্ডাস্ট্রিতে।


আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’-এ দীর্ঘদিন পরে বড় পর্দায় ফিরছে সালমান-ক্যাটরিনা জুটি। ফের তাদের রোম্যান্স দেখার সুযোগ পাবেন দর্শক। এটি একটি কোরিও ছবির রিমেক। যেখানে একজন সাধারণ মানুষের জীবন, জার্নির মধ্যে দিয়ে দেখানো হবে ভারতের ইতিহাস।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three