Showing posts with label প্রবাস. Show all posts
Showing posts with label প্রবাস. Show all posts
কানাডার মন্ট্রিয়লে পহেলা সেপ্টেম্বরে শুরু বাংলা মেলা, চলছে প্রস্তুতি

কানাডার মন্ট্রিয়লে পহেলা সেপ্টেম্বরে শুরু বাংলা মেলা, চলছে প্রস্তুতি

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
কানাডার মন্ট্রিয়লে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হবে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা ‘বাংলা মেলা’।


আগামী ১ সেপ্টেম্বরের মন্ট্রিয়লের হাওয়ার্ড পার্কের এই আয়োজনকে সামনে রেখে জোর প্রস্তুতি চলছে। মেলায় বাংলাদেশি বিভিন্ন পণ্য ও খাবারের সমারোহ ছাড়াও বাচ্চাদের জন্য থাকছে বিভিন্ন ধরনের রাইড।


মেলার আয়োজকরা বলছেন, বরাবরের মতো এবারও তারা মেলায় উপচে পড়া দর্শক উপস্থিতি প্রত্যাশা করছেন। সেই অনুযায়ী দর্শনার্থীদের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন তারা।


আয়োজকরা জানান, এ বছর ‘বাংলা মেলা’য় থাকবে শতাধিক স্টল। এসব স্টলে থাকবে বাংলাদেশি বুটিক, শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবিসহ বিভিন্ন ধরনের শোপিস। এছাড়া বাংলাদেশি ও কানাডিয়ান খাবারের সমারোহও থাকছে এই মেলায়।


এ বছর ‘বাংলা মেলা’য় থাকবেন স্বনামধন্য সাধক শিল্পী বাউল শফি মন্ডল ও কিংবদন্তী সংগীতশিল্পী আব্দুল আলীমের নূরজাহান আলীম। এরই মধ্যে শিল্পীদের ভিসা নিশ্চিত হয়েছে এবং তাদের বাংলা মেলার পক্ষ থেকে ‘Great Artist Award 2019’ দেওয়া হবে।


জানা গেছে, এবারই প্রথম কিউ আর কোডের মাধ্যমে মেলার সব তথ্য জানার ব্যবস্থা রাখা হয়েছে। কানাডার আইটি সংস্থা ‘রিগালো সিস্টেমস’ মেলার জন্য এই কিউ আর কোড ব্যবস্থা তৈরি করেছে।


আয়োজকরা বলেন, প্রবাসে বেড়ে ওঠা তরুণ বাংলাদেশিদের দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই মেলা আয়োজন করা হয়ে থাকে।

স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
সম্প্রীতির বন্ধন এবং ভ্রাতৃত্ববোধ সম্পর্ক দৃঢ করার লক্ষে স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।


গত মঙ্গলবার (১৮ জুন) বিকালে স্থানীয় রেতিরো পার্ক মাঠে আয়োজিত খেলায় বেঙ্গল এফসি লুটন ইউকে ও এল.ভি.পি.এস সিটি মাদ্রিদ অংশগ্রহণ করে। দু’দল দুর্দান্ত খেললেও হেরে যায় বেঙ্গল এফসি লুটন ইউকে। আর ৪-২ গোলে জয় পায় এল.ভি.পি.এস সিটি মাদ্রিদ ।


খেলার ফলাফল যাই হোক, শেষ পর্যন্ত দু’দলের খেলোয়াড়রা দারুণ খেলেছেন এবং সমর্থকেরাও দারুণ আনন্দ-উচ্ছ্বাসে মেতে ছিলেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দরের পরিচালনায় এ প্রীতিম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটির সাবেক প্রধান নির্বাচন কমিশনার কমিউনিটি নেতা খোরশেদ আলম মজুমদার।


বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি আলামীন মিয়া, সহসভাপতি মোর্শেদ আলম তাহের, সাবেক সহসভাপতি জাকির হোসেন, বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশনের সভাপতি এম এইচ সোহেল ভূঁইয়া, ঢাকা জেলা সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রহমান, সাংগঠনিক সম্পাদক রুবেল সামাদ, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সাবেক উপদেষ্টা আব্দুল মুত্তাকীন মুজাক্কির, প্রাক্তন সভাপতি আব্দুল কাইয়ুম পংকী, সাবেক সভাপতি মো. লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন পংকী, ফরিদপুর কল্যাণ সমিতি স্পেনের সভাপতি হেমায়েত খান, একরামুজ্জামান কিরণ। উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক আবুল হাসেম মেম্বার, ধর্ম সম্পাদক আবু বক্কর,হানিফ মিয়াজী ও শাওন আহমদ।


অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এই প্রীতি ফুটবল ম্যাচে জয়-পরাজয় বড় বিষয় নয়। ম্যাচটি ইংল্যান্ড প্রবাসী ও স্পেন প্রবাসীদের মধ্যে ভাতৃত্ব ও সৌহার্দের মেলবন্ধনকে আরো শক্ত করবে। একই সঙ্গে এ ম্যাচটি তাদের মধ্যে এক অন্যরকম আনন্দের শিহরণ জাগানিয়া হয়ে থাকবে। তাই ভবিষ্যতেও এ ধরণের বিনোদনমূলক কার্যক্রম অব্যাহত রাখতে হবে।


এদিকে খেলায় মাদ্রিদের পক্ষে প্রথমার্ধে তিনটি গোল করেন জে আর জাবেদ। কিন্তু দুর্দান্ত খেলে প্রাণপণ চেষ্টা করেও প্রথমার্ধে তার শোধ করতে পারেনি বেঙ্গল এফসি লুটন ইউকে দল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে একটি দুর্দান্ত গোল করে খেলায় ফিরে বেঙ্গল এফসি লুটন ইউকে। খেলা শেষ হওয়ার ১০ মিনিট পূর্বে একটি পেনাল্টি থেকে আরেকটি গোল করে খেলায় দারুণভাবে ফিরে আসে বেঙ্গল এফসি লুটন ইউকে দল।


কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করেও আর গোল শোধ করতে পারেনি। উল্টো জে আর জাবেদের দেয়া আরেকটি গোল হজম করে মাঠ ছাড়তে হয়। খেলায় এল.ভি.পি.এস সিটি মাদ্রিদের তরুন খেলোয়াড় জে আর জাবেদ ৪ টি গোল করে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন।

ফ্রান্সে গাজীপুর জেলা সমিতির ঈদ পুনর্মিলনী

ফ্রান্সে গাজীপুর জেলা সমিতির ঈদ পুনর্মিলনী

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
গাজীপুর জেলা সমিতি ফ্রান্সের সম্প্রতি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের অদূরে লাকর্ণভের খোলা মাঠে মহিলাদের বালিশ বদল, বাচ্চাদের দৌড়, বিস্কিট দৌড় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে দিনভর মেতে থাকেন ফ্রান্স প্রবাসী গাজীপুরবাসী।


পুরস্কার বিতরণী ও আলোচনাসভায় সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক নাছির চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফারুক খানের পরিচালনায় বক্তব্য রাখেন সর্বইউরোপীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম, আব্দুল্লাহ আল বাকি, সহসভাপতি এম এ কাশেম, গাজীপুর জেলা সমিতির প্রধান উপদেষ্টা আবুল কাশেম, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন কয়েছ, মনিরুল হক মনু, কাওসার মোড়ল, সিরাজুল ইসলাম, আশরাফুল ইসলাম, মিজান চৌধুরী মিন্টু, আমিনুল ইসলাম জুয়েল, সোলায়মান মোড়ল, মিল্টন সরকার, সাইফুল ইসলাম রনি, ইয়াছিন হক, সোহাগ সরওয়ার, তপন চন্দ্র দাসসহ আরো অনেকে।


অনুষ্ঠানে গাজীপুরবাসী ছাড়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রবাসী, কমিউনিটির সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


এধরনের আয়োজন দূরপ্রবাসে কিছুটা হলেও প্রিয়জনের অভাববোধে সহায়ক ভূমিকা রাখে বলে মনে করেন অনুষ্ঠানে অংশ নেয়া প্রবাসীরা।


এ আয়োজন প্রতি বছর ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা।

জাপানের নারুতো শহরে বাংলাদেশ মেলা

জাপানের নারুতো শহরে বাংলাদেশ মেলা

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
জাপানে বাংলাদেশের ভাবমূর্তির প্রসার এবং সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার প্রয়াসে তকুশিমা জাপান-বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত মঙ্গলবার থেকে জাপানের তকুশিমা প্রিফেকচারের নারুতো শহরে শুরু হয়েছে বাংলাদেশ মেলা।


নারুতো শহরসহ জাপানে বাংলাদেশের ব্রান্ডিং করতে এবং দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে মেলাটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। এখানে উল্লেখ্য যে বাংলাদেশের নারায়ণগঞ্জ ও জাপানের নারুতো শহরের মধ্যে ‘সিস্টার সিটি’ সম্পর্ক স্থাপনের উদ্যোগ চলমান রয়েছে।


মেলার উদ্বোধন করেন নারুতো শহরের মেয়র মিচিহিকো ইজুমি, তকুশিমা জাপান-বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান তোশিয়াকি চুগান এবং বাংলাদেশ দূতাবাসের বাণিজ্যিক কাউন্সেলর মোহাম্মদ হাসান আরিফ।


বাংলাদেশের হস্তশিল্প, পোশাক, রিকশা,পর্যটন আকর্ষণ এবং ঐতিহ্যবাহী খাবারের প্রদর্শনী নিয়ে মেলাটি চলবে পহেলা জুলাই পর্যন্ত। এছাড়া বাংলাদেশে ব্যবসা পরিচালনাকারী বিভিন্ন জাপানী কোম্পানী মেলায় তাদের পণ্য প্রদর্শন করবে ও কার্যক্রম তুলে ধরবে।

জালালাবাদ অ্যাসোসিয়েশনের রিয়াদ কমিটির অভিষেক

জালালাবাদ অ্যাসোসিয়েশনের রিয়াদ কমিটির অভিষেক

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
সিলেটের ঐতিহ্যবাহী সমাজকল্যাণ সংস্থা জালালাবাদ অ্যাসোসিয়েশন রিয়াদ শাখার ২০১৯-২০ সালের নতুন কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।


গত রোববার (১৬ জুন) রাতে সৌদি আরবের রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে এ অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।


নবগঠিত কমিটির সভাপতি কাপতান হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের মিশন উপ-প্রধান মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি আব্দুর রহমান চৌধুরী।


প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, ‘প্রবাসীদের এটিএম কার্ডের মত ব্যবহার করছে তাদের পরিবার-পরিজন। অনেকেই দীর্ঘদিন প্রবাসে থেকে দেশে গিয়ে দেখেন যে, তাদের প্রিয়জনরা সব সঞ্চয় নষ্ট করে ফেলেছেন। এ থেকে পরিত্রাণ পেতে প্রবাসীদের জন্য বিমা এবং পেনশন স্কিম চালুর চেষ্ট চলছে। ’


এসময় রাষ্ট্রদূত স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান। এছাড়াও অনুষ্ঠানে রিয়াদের রাজনীতিবিদ, ব্যবসায়ী, ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

বাজেট ২০১৯-২০: খরচ কমবে বিদেশ থেকে টাকা পাঠাতে

বাজেট ২০১৯-২০: খরচ কমবে বিদেশ থেকে টাকা পাঠাতে

admin June 14, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
প্রবাসী আয় পাঠানোর ক্ষেত্রে বাড়তি ব্যয় কমানো এবং বৈধ পথে অর্থ প্রেরণ উৎসাহিত করতে প্রস্তাবিত বাজেটে ২ শতাংশ হারে প্রণোদনা দেওয়ার কথা বলা হয়েছে।


বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।


প্রবাসী আয় পাঠানোর ক্ষেত্রে বাড়তি ব্যয় কমানো এবং বৈধ পথে অর্থ প্রেরণ উৎসাহিত করতে প্রস্তাবিত বাজেটে ৩ হাজার ৬০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর ফলে বৈধ পথে প্রবাসী আয় আসার পরিমাণ বাড়বে এবং হুন্ডি ব্যবসা নিরুৎসাহিত হবে বলে আশা প্রকাশ করা হয়।


এছাড়া প্রবাসী কর্মীদের বিমা সুবিধায় আনার কথাও বলা হয়েছে প্রস্তাবিত বাজেটে। প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য বিমা সুবিধা না থাকায় দুর্ঘটনা ও নানাবিধ কারণে প্রায়ই তাদের পরিবার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। এজন্য প্রবাসী কর্মীদের বিমা সুবিধায় আনতে আগামী অর্থবছর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশিকে গুলি করে হত্যা

admin May 26, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মিশিগানে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে এক দুর্বৃত্ত। স্থানীয় সময় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহতের বাংলাদেশির নাম জয়নুল ইসলাম। তার বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের কাজীবন্ধ গ্রামে।


জয়নুল ইসলাম মিশিগানের ডেট্রয়েটের কাশ্মীর স্ট্রিটে পরিবারসহ বসবাস করতেন। তিনি পেশায় একজন ট্যাক্সিচালক ছিলেন।


নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, তারাবির নামাজ পড়ে ট্যাক্সিক্যাব নিয়ে বের হওয়ার পর শুক্রবার দিবাগত রাত আনুমানিক দেড়টা থেকে ৩টার মধ্যে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন জয়নুল ইসলাম।


এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, অপরাধীকে শনাক্ত করার জোর প্রচেষ্টা চলছে। সন্ত্রাসীর গুলিতে জয়নুল ইসলামের নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three