বিনোদন ডেস্ক: অভিনেত্রী নিঝুম রুবিনা এ পর্যন্ত নূর মোহাম্মদ মনিরের ‘কিস্তির জ্বালা’, জাকির হোসেন রাজুর ‘এর বেশি ভালোবাসা যায় না’, আবুল কালাম আজাদের ‘অনেক সাধনার পরে’, শাহিন সুমনের ‘মিয়া বিবি রাজী’, মিনহাজ অভির ‘মেঘকন্যা’, রাহুল রওশনের ‘জান রে’ ও মোহাম্মদ আসলামের ‘ভালোবাসা ডটকম’সহ বেশকিছু ছবিতে অভিনয় করেছেন।
এরইমধ্যে তার চারটি ছবি মুক্তিও পেয়েছে। এবার আরেকটি ছবি নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি। ছবির নাম ‘মেঘকন্যা’। এখানে চিত্রনায়ক ফেরদৌসের বিপরীতে অভিনয় করেছেন নিঝুম। এ প্রসঙ্গে নিঝুম রুবিনা বলেন, প্রযোজক সমিতি থেকে আসছে ১২ই অক্টোবর ছবি মুক্তির তারিখ নেয়া হয়েছে। এটা গল্প প্রধান ছবি। এ ছবিটি করতে গিয়ে আমি অনেক পরিশ্রম করেছি।
এ ছবির কাহিনি ও গান দর্শকদের বেশ ভালো লাগবে বলে আশা করছি। আজ শুক্রবার এ ছবির প্রথম গানটি লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হয়েছে। এরপর পোস্টার, টিজার, ট্রেলার ধীরে ধীরে প্রকাশ করবেন বলে জানান ছবির প্রযোজক এজেডএম জাহাঙ্গীর কবির।
আরও পড়তে পারেন >> ক্ষোভ প্রকাশ করলেন ঐন্দ্রিলা আহমেদ
জয়া মিডিয়া প্রোডাকশনের ব্যানারের এ ছবিতে ফেরদৌস-নিঝুম রুবিনা ছাড়াও বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন সুচরিতা, শম্পা হাসনাইন, হৃদ্য প্রমুখ। এ ছবির চিত্রগ্রহণ করেছেন মাহফুজুর রহমান। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। এ ছবির বাইরে এই প্রযোজনা সংস্থা থেকে ‘সংসার’, ‘বেসামাল’ এবং ‘জান রে’ নামে আরো তিনটি ছবি সামনে মুক্তি পাবে। এ তিনটি ছবিতেও নিঝুম রুবিনা অভিনয় করেছেন।