Showing posts with label লালমনিরহাট. Show all posts
Showing posts with label লালমনিরহাট. Show all posts
লালমনিরহাটে রেললাইনের পাশ থেকে নবজাতকের লাশ উদ্ধার

লালমনিরহাটে রেললাইনের পাশ থেকে নবজাতকের লাশ উদ্ধার

admin June 23, 2019

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় রেললাইনের পাশে সদ্য প্রসব করা এক নবজাতকের লাশ পড়ে রয়েছে।


শনিবার সকালে লালমনিরহাট বুড়িমারী রেল রুটের আদিতমারী স্টেশনের সেনপাড়া এলাকায় ওই নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে যায়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আদিতমারী সেনপাড়া এলাকায় বুড়িমারী লালমনিরহাট রেল লাইনের পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে সেই ব্যাগের ভেতর একটি নবজাতকের লাশ দেখে থানায় খবর দেওয়া হয়। পরে আদিতমারী থানা পুলিশ লালমনিরহাট রেলওয়ে থানায় বিষয়টি অবহিত করে। ব্যাগের ভেতর রক্তাক্ত কিছু কাপড়ও রয়েছে।


আদিতমারী থানা ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে কেউ নবজাতকের লাশটি ব্যাগে করে এনে ট্রেন থেকে এখানে ফেলে গেছে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে লাশ উদ্ধার করবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

হাতীবান্ধায় লালমনিরহাট জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা

হাতীবান্ধায় লালমনিরহাট জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা

admin June 21, 2019

হাতীবান্ধা প্রতিনিধি, লালমনিরহাট:
লালমনিরহাটের হাতীবান্ধায় জেলা প্রশাসক শফিউল আরিফের বদলী জনিত বিদায় উপলক্ষে এক মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।


গত বুধবার বিকালে হাতীবান্ধা উপজেলা পরিষদ হল রুমে ইউএনও সামিউল আমিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।


এতে বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক শফিউল আরিফ, উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, সহকারী পুলিশ সুপার তাপস কুমার সরকার, অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল, প্রধান শিক্ষক রেজাউর করিম প্রধান, প্রকৌশলী অজয় কুমার সরকার, চেয়ারম্যানদের মধ্যে নূরল আমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুর রহমান ও পিআইও ফেরদৌস আহমেদ প্রমূখ।

লালমনিরহাটে মেছো বাঘ আটক, কামড়ে আহত ২

লালমনিরহাটে মেছো বাঘ আটক, কামড়ে আহত ২

admin June 20, 2019

লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধায় বুধবার দুপুরে একটি মেছো বাঘকে আটক করেছেন স্থানীয়রা। এসময় মেছো বাঘের কামড়ে দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন দক্ষিণ পারুলিয়া গ্রামের শফিকুল ও মফিজুল। এরা দুইজনই ওই গ্রামের মামুন মিয়ার ছেলে।


হাতিবান্ধার দক্ষিণ পারুলিয়া গ্রামের শিয়ালটারী এলাকার বাঁশঝাড় থেকে মেছো বাঘটিকে আটক করা হয়। মেছো বাঘটি দৈর্ঘ্য এক হাত, ওজন প্রায় আড়াই কেজি। বাঘটি সুস্থ আছে।


বাঘের কামড়ে আহত শফিকুল বলেন, দুপুরে বাঁশঝাড়ে মেছো বাঘটিকে ওই এলাকার কয়েক জন দেখতে পায়। পরে তাদের চিৎকারে আমিসহ স্থানীয়রা সেখানে গিয়ে মেছো বাঘটি আটকের চেষ্টা করলে আমাকে ও আমার ভাই মফিজুলকে কামড় দিয়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা ধাওয়া করে বাঘটিকে আটক করে।


এ সময় হাতীবান্ধার ইউএনও সামিউল আমিনকে খবর দেয়া হয়। তিনি বলেন, এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ অধিদফতর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে রংপুর চিড়িয়াখানায় খবর দেয়া হয়েছে তারা এসে বাঘটি নিয়ে যাবেন।

তিস্তায় আকস্মিক পানি বৃদ্ধি: লালমনিরহাটে বন্যার কবলে কয়েক গ্রামের মানুষ

তিস্তায় আকস্মিক পানি বৃদ্ধি: লালমনিরহাটে বন্যার কবলে কয়েক গ্রামের মানুষ

admin June 19, 2019

লালমনিরহাট প্রতিনিধি:
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তা নদীতে আকস্মিকভাবে পানিবৃদ্ধি হয়েছে। ফলে মহিষখোচা ইউনিয়নের তিস্তার চরাঞ্চলসহ ৫টি গ্রামের প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবন-যাপন করছেন।


গ্রামগুলো হচ্ছে- দ্বীপচর, দক্ষিণবালাপাড়া, গোবরধন, চন্ডিমারী ও কুটিরপাড়। সেই সঙ্গে পানিবন্দি হয়ে পড়েছে ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানও।


সরেজমিন উপজেলার মহিষখোচা ইউনিয়নের তিস্তা বেষ্টিত এলাকা ঘুরে দেখা গেছে, তিস্তা নদীতে আকস্মিকভাবে পানিবৃদ্ধি পেয়েছে। এলাকাবাসী জানান, মঙ্গলবার রাত থেকে হঠাৎ করে তিস্তা নদীতে পানি বাড়তে থাকে। আর সকাল হওয়ার সঙ্গে সঙ্গে অনেকের বাড়ি-ঘরে পানি উঠতে থাকে।


শুধু তাই নয়,পানি বৃদ্ধির ফলে গোবরধন সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবরধন এম. এইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোবরধন হায়দারীয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে পানি উঠায় বিপাকে পড়তে হয়েছে সেসব প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের।


মহিষখোচা ইউনিয়নের ইউপি সদস্য মতিয়ার রহমান মতি ইত্তেফাককে জানান, আকস্মিকভাবে তিস্তা নদীতে পানি বৃদ্ধির ফলে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের দ্বীপচরের প্রায় ৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সেই সঙ্গে চরাঞ্চলের লোকজনের বেঁচে থাকার একমাত্র সম্বল বাদাম, ভুট্টাসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।


গোবরধন বাহাদুরপাড়া গ্রামের বাসিন্দা আফজাল হোসেন বলেন, হঠাৎ করে নদীতে পানিবৃদ্ধি হয়েছে। ফলে তিনি পানিবন্দি হয়ে পড়েছেন। বিশেষ করে গবাদিপশু নিয়ে বিপাকে রয়েছেন। একই কথা জানালেন আজল মিয়াও।


গোবরধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম জানান, বিদ্যালয়টি পানিবন্দি হওয়ায় শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলেও জানান।


মহিষখোচা ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী ৫ হাজার পরিবার পানিবন্দি হওয়ার কথা দাবি করে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পানিবন্দি পরিবারের খোঁজ-খবর নেওয়া হচ্ছে।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুল ইসলাম জানান, সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানকে পানিবন্দি পরিবারের তালিকা ও ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করার জন্য বলা হয়েছে।


আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান বলেন, পানিবন্দি পরিবারের খোঁজ-খবর নেয়া হচ্ছে।

লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে স্কুলছাত্রী নিহত, আটক ৫

লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে স্কুলছাত্রী নিহত, আটক ৫

admin June 18, 2019

লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের শীবেরকুটি গ্রামে সোমবার সকালে জমি নিয়ে সংঘর্ষে লাকী খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন তার বাবা-মাসহ ৬ জন।


এ ঘটনার পর পরেই পুলিশ ৫ জনকে আটক করেছে। নিহত ছাত্রী লাকী খাতুন ওই গ্রামের নজরুল ইসলামের মেয়ে এবং স্থানীয় চর কুলাঘাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।


পুলিশ ও এলাকাবাসী জানান, কুলাঘাট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য দুলালী বেগমের স্বামী একরামুল হক একরার সঙ্গে প্রতিবেশী নিহত লাকীর বাবা নজরুল ইসলামের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সেই জমি নিয়ে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।


সোমবার সকালে কিছু ভাড়াটে লোক নিয়ে সেই জমি দখলে নিতে যান একরামুল হক একরা। এ সময় জমি দখলে বাধা দিলে নজরুল ইসলামের ওপর হামলা চালায় একরামুলের লোকজন। বাবা নজরুলকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয় স্কুলছাত্রী লাকী তার মা কুলসুম বেগম (৩৮) ও ফুফু সমর্থ বানু (৩৯)।


পরে এলাকাবাসীরা গুরুতর আহত অবস্থায় ছয় জনকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসকরা লাকীকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের চিকিৎসা চলছে। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সন্দেহজনক ৫ জনকে আটক করে।


সদর থানার ওসি মাহফুজ আলম এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

লিচু চাষে ভাগ্য বদল লালমনিরহাটের নুরুল হকের

লিচু চাষে ভাগ্য বদল লালমনিরহাটের নুরুল হকের

admin June 17, 2019

লালমনিরহাট প্রতিনিধি.
শুরু থেকেই কৃষির প্রতি বিশেষ ঝোঁক ছিল লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের গোপালরায় গ্রামের কৃষক নুরুল হকের। তাই তিনি গড়ে তোলেন ‘হক নার্সারী’। বিশেষ করে লিচু চাষে তার সফলতা এখন ঈর্ষণীয়।


নুরুল হক বলেন, ১৯৯৪ সালে কৃষিতে জড়িয়ে পড়ি। কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতায় গড়ে তুলি লিচুর বাগান। এবার জেলার অন্য বাগান থেকে তার ২ একর বাগানে ফলন ভালো হয়েছে, যা অন্তত ৫ লাখ টাকায় অর্ধে বিক্রি করতে পারবো বলে আশা করছি।


তবে তার দাবি, প্রতি বছর লিচুর ফলন একই রকম হয় না। একবার বেশি হলে অন্যবার কম হয়। তাই এ জেলায় লিচুর জন্য একটি আধুনিক হিমাগার স্থাপন করা গেলে সেখানে সারা বছর রেখে লিচু বিক্রি করা যাবে। চাষীরা আর্থিকভাবে লাভবান হবেন।


অন্য লিচু চাষীরা বলেন, এ বছর কালীগঞ্জে লিচুর ফলন ভালো হয়েছে। তবে আকার ও রঙের দিক থেকে নুরুল হকের বাগানের লিচুই সেরা।


কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নজরুল ইসলাম জানান, কালীগঞ্জ উপজেলার অন্য বাগান থেকে নুরুল হকের বাগানে ফলন বেশি হয়েছে। একই সঙ্গে তার বাগানের লিচু আকারে বড় এবং খেতেও সুস্বাদু। নুরুল হক কৃষি অফিসের পরামর্শ নিয়ে গাছের পরিচর্যা করার কারণে তার বাগানে বাম্পার ফলন হয়েছে।


লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ বিধু ভুষণ বলেন, এ বছর লিচু ফলন ভালো হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। কয়েক জাতের লিচু চাষ হলেও বাজারে চায়না থ্রি লিচুর কদর বেশি। এখানে আবহাওয়া চায়না থ্রি লিচুর জন্য উপযোগী। তাই মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা চায়না থ্রি লিচু চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছেন।

মফিজ বলে গালি দেওয়া নিয়ে বুড়িমারী স্থলবন্দরে কর্তৃপক্ষ-শ্রমিক উত্তেজনা

মফিজ বলে গালি দেওয়া নিয়ে বুড়িমারী স্থলবন্দরে কর্তৃপক্ষ-শ্রমিক উত্তেজনা

admin June 16, 2019

পাটগ্রাম প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল বন্দরে তুচ্ছ ঘটনায় বন্দরকর্তৃপক্ষ-শ্রমিক উত্তেজনা চলছে।


বুড়িমারী স্থলবন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মনিরুল ইসলাম দালাল মুক্ত স্থলবন্দর করার পদক্ষেপ নেয়। অপরদিকে বন্দর এলাকায় অতিরিক্ত ফি আদায় বন্ধ ও স্থানীয় লোকজনকে মফিজ বলে গালি দেয়ায় স্থানীয় শ্রমিক সংগঠন ওই মনিরুলের বদলির দাবি করে ৭ দিনের আল্টিমেটাম দেন। বিষয়টি নিয়ে বন্দর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


বুড়িমারী স্থলবন্দর বাস, মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ১৯৮৮ সালে স্থলবন্দর প্রতিষ্ঠার পর থেকে দূরবর্তী যাত্রীদের সেবা নিশ্চিত করনে স্থানীয় গরীব শ্রেণির এক প্রকার স্বেচ্ছাসেবী কাজ করেন। তারা ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীদের ব্যাংক ও পাসপোর্টের যাবতীয় কাজের মাধ্যমে সেবা দিয়ে আসছে। ওই সময় দূরবর্তী যাত্রীরা খাওয়া, গোসল, বিশ্রাম সেরে ভারতের গমনের প্রস্তুতি নেয়। এসব সেবার জন্য যাত্রীরা তাদেরকে উপঢৌকন ও দিয়ে থাকেন।


“অপরদিকে বন্দর কতৃপক্ষ যাত্রীদের পাসপোর্ট চার্জ ৪১.৭৫ টাকার পরিবর্তে ১০০ টাকা নেয়া শুরু করে। এর প্রতিবাদ করে স্থানীয় শ্রমিকরা। এ নিয়ে গন্ডগোল শুরু হলে স্থানীয় শ্রমিকদের “মফিজ” বলে গালি দেয়। এবং লাথি মেরে শ্রমিকদের বুড়িমারী স্থলবন্দর এলাকা থেকে বের করে দেয়ার চেষ্টা করে। এ কারনে স্থানীয়রা উত্তেজিত হয়।”


ওই সংগঠনের সাধারণ সম্পাদক তৌফিক ইসলাম আজম বলেন, আমাদের স্থানীয় শ্রমিকদের “মফিজ” বলে গালি দিয়ে লাথি মেরে বন্দর এলাকা থেকে শ্রমিকদের বের করে দেয়ার ঘোষণা দেয় বুড়িমারী স্থলবন্দরের উপ পরিচালক মনিরুল ইসলাম। এটা আমাদের জন্য লজ্জাজনক। তাই ওই মনিরুল ইসলামকে ৭ দিনের মধ্যে বদলির আদেশ কার্যকর করতে হবে। তা ন হলে কঠোর আন্দোলনের মাধ্যমে তাকে বিতাড়িত করা হবে।


সিএন্ডএফ কর্মচারী এসোসিয়েশনের যুগ্ন সম্পাদক আইয়ুব আলী বলেন, ‘অনতিবিলম্বে বুড়িমারী স্থলবন্দর থেকে মনিরুল ইসলামকে প্রত্যাহার করতে হবে।’


বুড়িমারী স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মনিরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ স্থলবন্দর কতৃপক্ষ যাত্রী অপেক্ষা ঘরে সরাসরি যাত্রীগণের কাছ থেকে বন্দরের “প্যাসেঞ্জার ফ্যামিলি চার্জ” আদায়ের পক্ষ্যে রয়েছেন বন্দর কর্তৃপক্ষ। এ বিষয়ে কোন অনুমোদিত লোক অথবা ব্যক্তি ওই ঘরে প্রবেশ বন্ধের পক্ষে কর্তৃপক্ষ। আর এ বন্ধ করণের নিমিত্তে আইন শূংখলা বাহিনীর যথাযথ হস্তক্ষেপ প্রয়োজন। এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষ যতবার উদ্যোগ গ্রহণ করেছে ততবারই অবৈধ সুবিধাকারীরা এ কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছেন।’


এ শুভ উদ্যোগের কারণে প্রকৃত ঘটনা আড়াল করতে লক্ষ্যে অবৈধ সুবিধাভোগীরা উদ্যোক্তাকে দায়ী করার অপচেষ্টায় লিপ্ত বলে উল্লেখ করেন তিনি।


লালমনিরহাট সহকারি পুলিশ সুপার (বি সার্কেল) তাপস সরকার বলেন, যে কোন ধননের অপ্রীতিকর অবস্থা মোকাবেলায় পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

admin June 05, 2019

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটেও পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শিমুলতলা বাজারে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।


জানা গেছে, রংপুর থেকে আসা একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের শহীদ মিনারে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন এবং লালমনিরহাট সদর হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান। আহত হন অন্তত আরও ১০ জন।


হতাহতদের নাম-পরিচয় জানা না গেলেও সবার বাড়ি কুড়িগ্রামে বলে ধারণা করা হচ্ছে। তারা সবাই রংপুর থেকে ঈদ করার জন্য কুড়িগ্রাম যাচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।


এদিকে বুধবার সকাল ৭টার দিকে ফরিদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। সদর উপজেলার ধুলদী রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে পবিত্র ঈদের দিন সকালেই সড়ক দুর্ঘটনায় মোট ৮ জন নিহত হলেন।

দিনাজপুর ও লালমনিরহাটে আগাম ঈদ উদযাপন

দিনাজপুর ও লালমনিরহাটে আগাম ঈদ উদযাপন

admin June 05, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
সৌদি আরবের সঙ্গে মিল রেখে উত্তরাঞ্চলের দিনাজপুর ও লালমনিরহাট জেলার কয়েকটি এলাকায় পালন করা হয়েছে পবিত্র ইদুল ফিতর। এসব এলাকায় সকালে ঈদের নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনায় আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।


দিনাজপুর সদরসহ ৫টি উপজেলায় বিভিন্ন গ্রামের ২ হাজার পরিবার আজ পবিত্র ঈদুল ফিতরের নামায আদায় করা হয়। মঙ্গলবার সকাল ৮টায় দিনাজপুর শহরের পার্টি সেন্টারে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এখানে ঈমাম মতি করেন মাওলানা সাইদুর রহমান । শহরের বিভিন্ন মহল্লা থেকে আগত প্রায় তিন শতাধিক মুস্ল্লী এখানে নামাজ অংশ নেয়।


এদিকে দিনাজপুর জেলার বিরল উপজেলার ভাড়াডাঙ্গী বাজার, বালান্দর, কাহারোল উপজেলার জয়নন্দহাট, মুকুন্দপুর, গড়েয়াবাজার মাঠ, চিরিরবন্দর উপজেলার সাইতাড়া রাবার ডেম মাঠ খানসামার পাকেরহাট,বিরামপুর উপজেলা বিনাইল ইউনিয়নের আয়ড়া দাখিল মাদ্রাসা মাঠে এবং জোতবানি ইউনিয়নের খয়ের বাড়ি দাখিল মাদ্রাসা মাঠে ঈদের নামাজ আদায় করে আরো প্রায় দু’হাজার পরিবার।


অপরদিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামেও আগাম ঈদ উদযাপন করা হয়। মঙ্গলবার (৪জুন) সকাল সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ উপজেলার মুন্সিপাড়ায় ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ পরিচালনা করেন মওলানা ইমান আলী। প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা ও ঈদ করেন কয়েকটি গ্রামের মানুষ। এসব গ্রাম গুলো হল,কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার, সুন্দ্রহবী, কাকিনা, চাপারহাট, চন্দ্রপুর, আমিনগঞ্জ, মুন্সিপাড়া।


কালীগঞ্জ উপজেলার হাড়িশহরের মুন্সিপাড়ার ঈদগাহ মাঠের সভাপতি মাওলানা মাছুম বিল্লাহ্ বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিগত কয়েক বছর ধরে এই এলাকার মানুষ ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে-কদর, শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন। তুষভাণ্ডার ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নুর ইসলাম বলেন, বংশানুক্রমে ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদ পালন করে আসছেন।


নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন মুসল্লিরা। এরপর পারস্পরিক কুশল বিনিময়, কোলাকুলি আর ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তারা। বিশ্বের যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলেই সব স্থানে ঈদ উদযাপন করার মতবাদ থেকেই একদিন আগেই ঈদ উদযাপনে কথা জানালেন জামাতের মুসুল্লিরা।

লালমনিরহাটে পরীক্ষার্থীদের ট্রেনে উঠতে পুলিশের বাধা, লাঞ্ছিতের অভিযোগ (ভিডিওসহ)

admin June 01, 2019


স্টাফ রিপোর্টার:
লালমনিরহাটে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী ও ট্রেনযাত্রীদের ট্রেনে উঠতে দেননি বুড়িমারী ক্যাম্পের পুলিশ সদস্যরা। তাদের ধাক্কা দিয়ে নামিয়ে দেয়া হয়েছে। এ সময় সাংবাদিক ভিডিও ধারণ করতে গেলে তাকেও লাঞ্ছিত করে এবং গালাগালি করা হয়।


ট্রেনযাত্রীকে ধাক্কা দিয়ে নামিয়ে দেয়ার ভিডিওটি ভাইরাল হলে প্রতিবাদের ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।


রেলস্টেশনের যাত্রী ও স্থানীয়রা জানান, শুক্রবার (৩১ মে) প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার কারণে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী কমিউটার ট্রেনে যাত্রীদের ভিড় ছিল উপচেপড়া। পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার পরীক্ষার্থীদের কেন্দ্র ছিল লালমনিরহাট শহরে। তাই একদিন আগে কেন্দ্রের পাশে আত্মীয় ও আবাসিক হোটেলে আশ্রয় নিচ্ছেন পরীক্ষার্থীরা।


বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৬৬নং কমিউটার ট্রেনটি বড়খাতা স্টেশনে দাঁড়ালে ২নং বগিতে ওঠার চেষ্টা করেন হাসিনা আক্তার, ফারজানা খাতুন ও লাবণ্য আক্তার নামের তিন পরীক্ষার্থী। এ সময় ওই বগির গেটে দাঁড়িয়ে থাকা পোশাকধারী তিন পুলিশ সদস্য আসন নেই বলে তাদের উঠতে নিষেধ করেন। কিন্তু পরীক্ষার কারণে তাদের যেতেই হবে বলে গেট থেকে সরে যেতে বলেন। একপর্যায়ে তাদের মাঝে কথাকাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে যাত্রীকে ধাক্কা দেন পুলিশ সদস্য।


শিক্ষার্থীও নারী যাত্রীর ওপর পুলিশের এমন আচরণ ক্যামেরাবন্দি করতে গেলে স্থানীয় সাংবাদিক রবিউল হাসানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন পুলিশ সদস্যরা। এ সময় ওই সংবাদকর্মীকে অশ্লীল ভাষায় গালমন্দ করে তাকেও মারতে উদ্ধত হন পুলিশ সদস্যরা। পরে ট্রেনের বাঁশি বাজলে ট্রেন যাত্রা শুরু করে। কিন্তু ওই ট্রেনে প্রায় ৩০ জন পরীক্ষার্থী যেতে পারেননি।


যাত্রীর সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়া হলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে পড়ে। প্রতিবাদের ঝড় ওঠে এবং পুলিশের আচরণ ও দায়িত্ব নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তদন্ত করে বিচার দাবি করেন অনেকেই।


ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক রবিউল হাসান জানান, ট্রেনে আসন ছিল না ঠিকই। তবে দাঁড়িয়ে যেতে পারত পরীক্ষার্থী যাত্রীরা। কিন্তু ট্রেনের গেটে তিন পুলিশ সদস্য দাঁড়িয়ে থাকায় কোনো যাত্রী উঠতে পারেননি বা উঠতে দিচ্ছিল না পুলিশ সদস্যরা।


পাটগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার আকছার আলী বলেন, আজ পার্বতীপুরগামী ৬৬নং কমিউটার ট্রেনটিতে কোনো পুলিশ সদস্য বুকিং বা রিজার্ভ করেননি।


এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ভিডিওটি দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনাটি তদন্ত করে পুলিশ সদস্যদের চিহ্নিত করে প্রাথমিক তথ্য পাঠানো হয়েছে। পুলিশ সদস্যরা রংপুর রেঞ্জের রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সদস্য ছিলেন।


অর্থাভাবে লেখাপড়া অনিশ্চিত হাতীবান্ধার মেধাবী ছাত্রী নূরেফা ইয়াছমিনের

অর্থাভাবে লেখাপড়া অনিশ্চিত হাতীবান্ধার মেধাবী ছাত্রী নূরেফা ইয়াছমিনের

admin May 27, 2019

হাতীবান্ধা প্রতিনিধি, লালমনিরহাট:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের প্রান্নাথ পাটিকাপাড়া গ্রামের অতিদরিদ্র পরিবারের সন্তান নূরেফা ইয়াছমিন। তার পিতা হামিদুল ইসলাম একজন দিন মজুর।


নূরেফার ৩ বছর বয়সে তার মা মনসুরা বেগম মানসিক ভারসাম্য হারান। তখন থেকে সে আশ্রয় নেয় উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম নানা বাড়িতে। নানা প্রতিকূলতার মধ্যে জেএসসি, এসএসসিতে ভালো রেজাল্ট করেছেন তিনি। কিন্তু অর্থাভাবে বর্তমানে তার লেখাপড়া অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। অন্যের সহযোগিতা কিংবা টিউশনির টাকায় চলে তার লেখাপড়া।


জানা যায়, নানা প্রতিকুলতার মাঝেও জীবন সংগ্রাম চালিয়ে এবারের এসএসসি পরীক্ষায় আলহাজ্ব সমসের উদ্দিন উচ্চ বিদ্যালয় অংশ গ্রহণ করে জিপিএ-৫ অর্জন করেন। জেএসসিতেও গোল্ডেন এ প্লাস পেয়েছিলেন। দারিদ্রতা তার মেধা বিকাশে প্রধান অন্তরায়। আর্থিক অভাব অনটনের কারণে বর্তমানে তার উচ্চ শিক্ষা অর্জন অনেকটা অনিশ্চিত। সমাজের উচ্চবিত্তরা এগিয়ে এলে হয়তো দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারবে নূরেফা।


নূরেফা ইয়াছমিন বলেন, মায়ের অসুস্থ্যতার কারণে আমার স্বাভাবিক ভাবে বেড়ে উঠা লেখাপড়া ছিল অনিশ্চিত। কিন্তু ইচ্ছাশক্তির কারণে এসএসসিতে আমার এ সাফল্য। ভবিষ্যতে আইনজীবী হওয়ার স্বপ্নে বাধা দারিদ্রতা।


স্কুল প্রধান শিক্ষক নুর মোহাম্মদ বাবলু বলেন, নূরেফা ইয়াছমিন নানা প্রতিকুলতার মাঝে বেড়ে উঠেছেন। কিন্তু তার ইচ্ছা শক্তি ও মানসিক মনোবলের কারণে সাফল্য পেয়েছে। ছাত্রীটি মেধাবী। কারও সহযোগিতা পেলে তার মেধা বিকশিত হবে। তার মেধা জাতির কল্যাণে আসবে।

লালমনিরহাট ব্যবহারিক পরীক্ষায় টাকা নেয়ার অভিযোগ

লালমনিরহাট ব্যবহারিক পরীক্ষায় টাকা নেয়ার অভিযোগ

admin May 26, 2019

লালমনিরহাট প্রতিনিধি:
ব্যবহারিক পরীক্ষার খাতা মুল্যায়ন ও ভাল নম্বর দেয়া অজুহাতে টাকা নেয়ার অভিযোগে লালমনিরহাটের সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজের প্রভাষক জালাল উদ্দিনকে শোকজ করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক দিয়ে পরীক্ষা নেয়ায় উদ্বিগ্ন পরীক্ষার্থী ও অভিভাবকরা।


শনিবার(২৫ মে) সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হয় উচ্চমাধ্যমিকপরীক্ষার তথ্য প্রযুক্তি বিষয়ের ২৫ নম্বরের ব্যবহারিক পরীক্ষা। শোকজ প্রাপ্ত প্রভাষক জালাল উদ্দিন আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজের তথ্য প্রযুক্তি বিষয়ের প্রভাষক। তিনি কলেজের জমি দাতা আবু বক্কর সিদ্দিকের জামাতা।


শিক্ষার্থী ও সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজ অফিস সুত্রে জানা গেছে, আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজ থেকে চলতি উচ্চমাধ্যমিকপরীক্ষায় ২৩৩জন পরীক্ষার্থী অংশ নেন। তথ্য প্রযুক্তি বিষয়ের ১০০ নম্বরের মধ্যে ২৫ নম্বর ব্যবহারিক পরীক্ষা। যার পুরোটা নির্ভর করে কলেজ শিক্ষকের হাতে। তিনি ইচ্ছে করলে ফেল করাতেও পারেন, আবার কাউকে শতভাগ নম্বরও দিতে পারেন।


এ সুযোগে কলেজটির তথ্য প্রযুক্তি বিষয়ের প্রভাষক জালাল উদ্দিন ব্যবহারিক পরীক্ষার খাতা মুল্যায়ন ও ভাল নম্বর দেয়ার কথা বলে সকল পরীক্ষার্থীর কাছে তিন শত হারে টাকা দাবি করে আদায় করেন। পরীক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে বেশ কিছু গনমাধ্যে খবর প্রকাশিত হয়। যার প্রেক্ষিত কলেজ পরিচালনা কমিটি জরুরি সভা করে ওই শিক্ষককে সাময়িক বরখাস্থ করে তার মাধ্যমে পরীক্ষা গ্রহন না করতে নির্দেশ প্রদান করেন।


কলেজ অধ্যক্ষ অভিযুক্ত প্রভাষকের নিকট অবৈধ সুযোগ নিয়ে বরখাস্থ না করে গত ১৮ মে নামমাত্র একটি শোকজ পত্র পাঠান। যাতে ৭ কর্মদিবসের মধ্যে জবাব দাখিল করতে বলা হয়। ওই শোকজে আরো বলা হয় ওই শিক্ষক গত দুই বছর ধরে এমন ভাবে অর্থ আদায়ের অভিযোগ ওঠেছিল বলেও শোকজপত্রে উল্লেখ করেন অধ্যক্ষ সুদান চন্দ্র। কলেজ পরিচালনা কমিটির সিদ্ধান্তকে অমান্য করে ওই অভিযুক্ত প্রভাষক দিয়ে পরীক্ষা গ্রহন করা উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।


অভিযুক্ত প্রভাষক জালাল উদ্দিন বলেন, শোকজ করলে তো জবাব দিতে হবে। শুধু ব্যবহারিক পরীক্ষায় নয়, কলেজে কোন টাকা আদায় করলে তা অধ্যক্ষকে জানিয়ে করতে হয়। অধ্যক্ষের নির্দেশ ছাড়া টাকা আদায় সম্ভব নয়। প্রথমে যা আদায় হয়েছিল তার সব টাকায় অধ্যক্ষের নিকট জমা দেয়া হয়েছে।


সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুদান চন্দ্র জানান, পরীক্ষা শুরুর আগে টাকা নেয়ার অভিযোগ ওঠায় প্রভাষক জালাল উদ্দিনকে শোকজ করা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে সাময়িক বরখাস্থ করা হবে। কলেজ পরিচালনা কমিটি অভিযুক্ত প্রভাষকের মাধ্যমে পরীক্ষা নিতে নিষেধ করেছেন ঠিকই। তবে একা নন, তার সাথে আরো ৬জন শিক্ষক মিলে পরীক্ষা গ্রহন করেছেন। যাতে ওই শিক্ষক টাকা নিতে না পারে সেজন্য অন্যান্য শিক্ষকরা সজাগ ছিলেন।


সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি রুহুল আমিন সরকার বলেন, গণমাধ্যমে খবর দেখে জরুরী সভা করে অভিযুক্ত প্রভাষককে সাময়িক বরখাস্থ করে তার মাধ্যমে পরীক্ষা না নিতে সিদ্ধান্ত নেয়া হয়। তবে এ সিদ্ধান্ত বাস্তবায়ন না করলে পরবর্তি সভায় অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্ত প্রভাষকই পরীক্ষা গ্রহন করায় অনেক পরীক্ষার্থী ও অভিভাবক উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

ভারতে এক বছর কারাভোগ শেষে দেশে ফিরলো যুবক

ভারতে এক বছর কারাভোগ শেষে দেশে ফিরলো যুবক

admin May 24, 2019

লালমনিরহাট প্রতিনিধি:
ভারতে কারাভোগ শেষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর হয়ে মনিরুজ্জামান মনির (৩৬) নামে এক যুবক দেশে ফিরেছেন।


বুধবার (২২মে) শেষ বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করেন ভারতীয় পুলিশ।


দেশে ফেরত আসা যুবক মনিরুজ্জামান মনির পাবনা জেলার সাঁথিয়া উপজেলার চরপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রাসেদুল ইসলাম রাসেদ জানান ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ২০১৭ সালের দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে আটক হন মনিরুজ্জামান মনির। এ অপরাধে ভারতীয় আদালত তাকে এক বছর এক মাস কারাদণ্ড প্রদান করেন।


কারাভোগ শেষ হলে মনিরুজ্জামানকে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজির নারী বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশে হস্তান্তর করেন। পরে নিয়মানুযায়ী তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করে বুড়িমারী ইমিগ্রেশন পুলিশ।

হাতিবান্ধায় হাজি কর্তৃক পূজা! মুসলমানদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া

হাতিবান্ধায় হাজি কর্তৃক পূজা! মুসলমানদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া

admin August 29, 2018

পাটগ্রাম, লালমনিরহাট: লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলায় নুরল মাস্তান নামের এক হাজি কর্তৃক পূজা করায় মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় মুসলমানরা। বিক্ষুদ্ধ প্রতিবেশীরা গত সোমবার তার পূজার স্থানটি ভেঙ্গে দিয়েছেন।


জানা যায়, তার বাড়িতে পূজার বেদীতে মা মনসার মূর্তি, কাসার তালা, বাটি, গ্লাস ও সালু কাপড়সহ পূজার নানাবিধ উপকরণ পাওয়া গেছে। হাতিবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া এলাকার নুরল ইসলাম (মাস্তান) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মচারী ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের একজন কর্মী। তিনি গত ৩ বৎসর আগে হজ্ব করে এসেছেন।


গত সোমবার দুপুরের দিকে নুরল হাজির প্রতিবেশীদের মাধ্যমে বিষয়টি চাউর হলে হাতিবান্ধা থানা পুলিশ পর্যন্ত বিষয়টি গড়ায়। পরে হাতিবান্ধা থানা পুলিশের উপপরিদর্শক আফাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। সরজমিনে দেখা গেছে, নুরল হাজির বাড়ির পিছনে আনুমানিক ২০ ফুট ব্যাসার্ধের গোলাকৃতি বাঁশের খোঁটা দিয়ে ঘেরা গাছগাছালিতে পূর্ণ নিরিবিলি একটি স্থান। এরইমধ্যে একটি অগভীর কূপ। কূপের পাশেই ইট দিয়ে বাাঁধানো তৈরীকৃত পূজার বেদী। তাতে সর্পদেবী মা মনসার মূর্তি বসানো। কূপের মধ্যে ও বেদীতে নানাবিধ পূজার উপকরণ সাজানো। এখানেই তিনি গত ৫ দিন ধরে মা মনসার পূজা করে আসছিলেন।



[পাবনায় নারী সাংবাদিককে এলোপাতাড়ি কুপিয়ে খুন]


নুরল ইসলামের (মাস্তান) প্রতিবেশীদের সাথে কথা বলে জানা গেছে, নুরল ইসলাম বেশ কিছুদিন থেকেই অপ্রকৃতিস্থ আচরণ করে আসছিলেন। তার বাড়িতে তৈরী ইয়াতিম খানাটিও কিছু দিন হলো তিনি বন্ধ করে দেন। এবারে ঈদ-উল-আযহার কয়েক দিন পূর্ব থেকে তাঁর আচরণ আরো বেশি অস্বাভাবিক দেখাচ্ছিল। তিনি একা একা থাকতে শুরু করছিলেন। ২২ আগস্ট, বুধবার ঈদের দিন থেকে তিনি হঠাৎ মনসা দেবীর পূজা-অর্চনা শুরু করেন। বিষয়টি প্রতিবেশীরা আঁচ করতে পারলে নুরল হাজি গত রবিবার একরকম বাধ্য হয়ে পরিবার-পরিবার নিয়ে পালিয়ে যান।


বাড়ি ছাড়ার আগে কয়েকজন প্রতিবেশীকে তিনি বলেন, এখানে থাকলে মা মনসা তাকে মেরে ফেলতে পারেন তাই তিনি অন্যত্রে চলে গেলেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রতিবেশী জানিয়েছেন, গোপন বাসনা চরিতার্থ করার জন্য তিনি মনসার পূজা শুরু করেছিলেন বলে নুরল ইসলাম তাদের জানিয়েছেন। এ বিষয়ে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, বৃহৎ জনগোষ্ঠীর একটা ধর্মকে চরমভাবে অবমাননা করা হয়েছে। নুরল ইসলামের বিচার চাই।


এ ঘটনায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা সুদর্শন ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের ধর্মকে অবমাননা করার জন্যই এমনটি করা হয়েছে। হাতিবান্ধা থানার কর্মকর্তা ইনচার্জ ওমর ফারুক জানান, পরিদর্শনের জন্য ফোর্স পাঠানো হয়েছে। ফকির পাড়া ইউপি চেয়ারম্যান নুর ইসলাম জানান বলেন, বিষয়টি অনাকাঙ্ক্ষিত। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সাবেক সাংসদ করিম উদ্দিন আহমেদের ২৭তম মৃত্যু বার্ষিকী পালিত

সাবেক সাংসদ করিম উদ্দিন আহমেদের ২৭তম মৃত্যু বার্ষিকী পালিত

admin August 28, 2018

লালমনিরহাট: বৃহত্তর রংপুর অঞ্চলের মুক্তিযুদ্ধের ৬ নং সেক্টরের অন্যতম সংগঠক, লালমনিরহাট-২ (কালীগঞ্জ আদিতমারী) -এর সাবেক সংসদ সদস্য আলহাজ্ব করিম উদ্দিন আহমেদ এর ২৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে করিম উদ্দিন সরকারি কলেজ কর্তৃপক্ষের অায়োজনে স্মরণসভা, মিলাদ মাহফিল, আলোচনা, স্মৃতিচারণ ও দোয়ার অায়োজন করা হয়।
স্মরণসভা ও দোয়া মাহফিল আজ মঙ্গলবার (২৮ আগস্ট) সকাল থেকেই দুপুর পর্যন্ত কালীগঞ্জ উপজেলার করিম উদ্দিন পাবলিক কলেজ হলরুমে উক্ত কলেজের অধ্যাপক মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্টানের শুরুতে মরহুম করিম উদ্দিন আহমেদ এমপির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি উপস্থিত মরহুমের জ্যেষ্ঠ পুত্র সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান অাহমেদ এমপি।
উক্ত দোয়া মাহফিল ও স্মৃতিচারণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,মরহুমের পুত্র কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুজ্জামান আহমেদ, কন্যা রওশনারা চায়না চৌধুরী,মরহুমের ৫ম পুত্র খুরশীদুজ্জামান অাহমেদ, জেলা বিএনপির সহসভাপতি সাবেক সাংসদ সালেহ উদ্দিন আহৃেদ হেলাল।
উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল হাসান, মরহুমের জামাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসার ড. অানিসুর রহমান জুয়েল। উপজেলা থানা ইনচার্জ মকবুল হোসেন, তুষভান্ডার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ, মুক্তিযোদ্দা মহসিন টুলু প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ রেশালুর নুর চৌধুরী।
করিম উদ্দিন আহমেদ ১৯ মার্চ ১৯২৩ সালে জন্ম গ্রহন করেন। ২৮ ( আগস্ট)১৯৯১সালে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। তিনি লালমনিরহাট ২ আসনের ৭০, ৭৩ সালে দুই বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। স্মরন সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেন, মরহুম করিম উদ্দিন আহমেদ একটি আদর্শের প্রতীক, উন্নয়নের প্রতীক। তিনি অবহেলিত কালীগঞ্জের মানুষের আলোক বর্তিকাস্বরুপ। তার আদর্শে আগামী প্রজন্মকে ধারন করে এগিয়ে যেতে হবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড উল্লেখ করে, কালীগঞ্জকে শিক্ষাঞ্চল হিসাবে ঘোষণা করেন। আগামী দিনে কালীগঞ্জ আদিতমারীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি সকলের প্রতি আহবান জানিয়েছেন।

দিনাজপুর ও লালমনিরহাটে আগাম ইদ উদযাপন

দিনাজপুর ও লালমনিরহাটে আগাম ইদ উদযাপন

admin August 21, 2018

দিনাজপুর ও লালমনিরহাট: সৌদি আরবের সঙ্গে মিল রেখে উত্তরাঞ্চলের দিনাজপুর ও লালমনিরহাট জেলার কয়েকটি এলাকায় পালন করা হয়েছে পবিত্র ইদুল আযহা। এসব এলাকায় সকালে ইদুল আজহার নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনায় আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।


দিনাজপুর সদর উপজেলাসহ তিনটি উপজেলায় আজ মঙ্গলবার ইদুল আযহার নামাজ আদায় করেন মুসল্লিরা। দিনাজপুর শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে, চিরিরবন্দর উপজেলার রাবার ড্যাম এলাকায়, কাহারোল উপজেলার জয়নন্দ গ্রামের কয়েকশ’ পরিবারের মানুষ ইদুল আযহার নামাজ আদায় করেন।


সকাল সোয়া ৮টায় দিনাজপুর শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে ইদুল আযহার নামাজ আদায় করেন শহর ও আশপাশের কয়েকটি এলাকার মানুষ। এই জামাতে পুরুষ, মহিলা ও শিশুসহন ১৫০-১৬০ জন মুসল্লি অংশগহণ করেন। এই জামাতে ইমামতি করেন সদর উপজেলার রানীগঞ্জ এলাকার মো. সাইফুল ইসলাম। তিনি ঢাকার কেরানীগঞ্জের একটি কওমি মাদরাসার ছাত্র।


এছাড়া জেলার চিরিরবন্দর উপজেলার সাইতারা ইউনিয়নের রাবার ড্যাম, ফতেহ জংপুর গ্রামে, কাহারোল উপজেলার জয়নন্দ গ্রামের কিছু মানুষ আজ মঙ্গলবার ইদুল আযহার নামাজ আদায় করেছে বলে খবর পাওয়া গেছে। উল্লেখ্য, দিনাজপুর জেলায় ২০০৭ সাল থেকে সৌদি আরবের সাথে মিল রেখে ইদের নামাজ আদায় করে আসছে মুসলমানদের একটি অংশ।


অপরদিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কয়েকটি গ্রামে ইদু আযহার নামাজ ও পশু কুরবানি দিয়েছেন মুসল্লিরা। সকাল ৯ টার দিকে কালীগঞ্জ উপজেলার মুন্সিপাড়ায় ইদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। ইদু আযহার নামাজ পরিচালনা করেন ওই মসজিদের খতিব মাওলানা ইমান আলী।


লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার, সুন্দ্রহবী, কাকিনা, চাপারহাট, চন্দ্রপুর, আমিনগঞ্জসহ বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক পরিবারের মুসল্লিরা মুন্সিপাড়ার মসজিদ ইদগাহ মাঠে এসে ইদের নামাজ আদায় করেছেন। প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে ইদুল ফিতর ও ইদুল আযহা উৎযাপন করেন আসছেন।


কালীগঞ্জ উপজেলার বগুড়াপাড়া গ্রামের নওশের আলী বলেন, বাংলাদেশের নিয়মে ইদ উৎসব পালন করলেও গ্রামবাসীর দেখাদেখি এ বছর তিনিও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইদুল আযহা নামাজ আদায় করেছেন।
কালীগঞ্জ উপজেলার হাড়িশহরের মুন্সিপাড়ার ইদগাহ মাঠের সভাপতি মাওলানা মাছুম বিল্লাহ্ বলেন, সৌদি আরবের সঙ্গে মিল সকল ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছি।


তুষভাণ্ডার ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নুর ইসলাম বলেন,বংশানুক্রমে ইউনিয়নের মুন্সি পাড়া গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে ইদ পালন করে আসছেন।

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে লালমনিরহাটে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে লালমনিরহাটে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

admin August 20, 2018

লালমনিরহাট: বড়পুকুরিয়া কয়লা খনিতে কয়লা না থাকায় সম্প্রতি বন্ধ করে দেওয়া হয় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি। এতে উত্তরাঞ্চলের ৮ জেলায় দেখা দেয় বিদ্যুৎ বিভ্রাট, অস্বাভাবিক হয়ে পড়ে বিদ্যুৎ সরবরাহ। যার কারণে চলমান তীব্র গরমে অতিষ্ঠ রংপুর বিভাগের ৮ জেলার মানুষ। আর বিদ্যুৎ বিভ্রাটের কারণে ছাত্র-ছাত্রীদের লেখাপড়াও ব্যাহত হচ্ছে। যদিও আজ সোমবার থেকে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের একটিতে উৎপাদন শুরু হয়েছে। এতে করে ইদে কিছুটা হলেও কমতে পারে বিদ্যুৎ বিভ্রাট।


এরই মধ্যে লালমনিরহাটে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি নিয়ে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও স্থানীয় জনতা। আজ সোমবার বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজারে মহাসড়ক অবরোধ করে মিছিল করে তারা।মহাসড়ক দীর্ঘ দুই ঘণ্টা ধরে অবরোধ থাকায় উভয় পাশ্বে দেড় শতাধিক যানবাহন আটকা পড়েছে। জনদুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখি যাত্রীরা।


শিক্ষার্থীরা জানান, প্রচণ্ড গরমে গত একমাস ধরে বিদ্যুতে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ। তিন ঘন্টা পরে বিদ্যুতের দেখা মিলে মাত্র ১০ মিনিট। এছাড়াও নতুন করে যুক্ত হয়েছে লো ভোল্টেজ। সারা দিন বিদ্যুতহীন থাকলেও সন্ধ্যায় পড়াশুনার পুরো সময় জুড়ে বিদ্যুতের লোডশেডিং অব্যহত থাকছে।Lalmonirhat-Studens-Road-Blockade


বিদ্যুতের এ অব্যহত লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে কাকিনা উত্তর বাংলা অনার্স কলেজ ও কাকিনা মহিমারঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক অবরোধ করে মিছিল দিতে থাকে। এসময় উভয় পাশে প্রায় দেড় শতাধিক যানবাহন আটকা পড়ে। চরম দুর্ভোগে পড়ে ঈদে ঘরমুখো যাত্রীরা।


অবরোধের খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। কিন্তু তাতেও অবরোধ বন্ধ করা সম্ভব হয়নি। কালীগঞ্জ থানা পুলিশ দফায় দফায় শিক্ষার্থীদের সাথে আলোচনা করে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে, অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, যোগাযোগ সচল রাখতে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে অবরোধ তুলে দেওয়া হয়েছে।

সামাজিক উন্নয়নে অবদান: হাতীবান্ধায় ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা

সামাজিক উন্নয়নে অবদান: হাতীবান্ধায় ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা

admin March 30, 2018

লালমনিরহাট: সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আতিয়ার রহমানকে গতকাল গণসংবর্ধনা দিয়েছেন ইউনিয়নবাসী। লালমনিরহাট জেলা পরিষদ সদস্য হাসান মেহেদী অপনের সভাপতিত্বে উক্ত গণসংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম।


এ সময় আরও উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, সদস্য আব্দুল মজিদ, ফারুক হোসেন ফুল্টন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাসেম প্রমুখ। এর আগে গতকাল বিকেলে এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুন:রায় ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়। সংবর্ধনা অনুষ্ঠানের পরে সন্ধায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।


প্রসঙ্গত, আতিয়ার রহমান আতি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা হিসেবে এলাকায় পরিচিত। বিগত ইউপি নিবার্চনে বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়লাভ করে। আতিয়ার রহমান আতি ২০১৭ সালের ১৭ আগস্ট মাদার তেরেসা স্বর্ণপদক ও ওই বছরেই জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনীত হয়ে শেরে-ই-বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড লাভ করেন। এছাড়াও আতিয়ার রহমান সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখায় আর্ন্তজাতিক মাতৃভাষা ও জীবনান্দ দাশ‘র জন্ম বার্ষিকী উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের নামী শিল্পীদের সমন্বয়ে গত ২৬ ফেব্রুয়ারি সম্মননা স্মৃতি স্বারকও পেয়েছেন।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three