পঞ্চগড়: পঞ্চগড়ের আধুনিকায়নে পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য মানববন্ধন করেছে ঢাকাস্থ পঞ্চগড়বাসী নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আজ শনিবার দুপুরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপি এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংগঠনটির সদস্যরা ছাড়াও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির আহ্বায়ক তানবিরুল বারী নয়ন, যুগ্ন আহ্বায়ক আহসান হাবিব, আব্দুস সাত্তার, জেলা প্রেসক্লাবের সভাপতি আনিস প্রধান, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আবু সালেক, উদিচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শফিকুল ইসলাম, সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ প্রমুখ ।
বক্তারা অবিলম্বে পঞ্চগড়ে ড্রেজার মেশিন দিয়ে পাথর তোলা বন্ধ, মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন, বাইপাস সড়ক নির্মাণ, আন্ত:নগর ট্রেন চালু ও বিদ্যুৎ সমস্যা সমাধানসহ পাঁচদফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান ।