Showing posts with label নাটোর. Show all posts
Showing posts with label নাটোর. Show all posts
নিখোঁজের চার মাস পর ফিরলেন যুবলীগ নেতা

নিখোঁজের চার মাস পর ফিরলেন যুবলীগ নেতা

admin May 23, 2019

নাটোর প্রতিনিধি:
নিখোঁজ হওয়ার চারমাস পর নাটোর জেলা যুব লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক জামিল হোসেন মিলন বাড়িতে ফিরে এসেছেন। জামিল সদর উপজেলার ছাতনী ইউনিয়ন পরিষদের সদস্য এমদাদুল হকের ছেলে।


এমদাদুল বলেন, বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে একটি অটোরিকশায় করে তার ছেলে বাড়ির পাশের তালতলা হাফরাস্তা মোড়ে এসে নামেন। খবর পেয়ে তিনি ও পরিবারের লোকজন সেখানে যান। পরে পরিবারের লোকজনের সঙ্গে দেখা করে মিলন তালতলায় নিজ অফিসে বসেন। এ সময় এলাকার হাজার হাজার মানুষ তাকে দেখার জন্য সেখানে ভিড় করেন। মিলন সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন।


মিলনের বাবা আরও বলেন, গত ৩১ জানুয়ারি গভীর রাতে নিজ অফিস কক্ষে কয়েকজন কর্মীর সঙ্গে তার ছেলে বসে ছিল। এ সময় আইনশৃংঙ্খলা রক্ষকারী বাহিনী পরিচয়ে চার-পাঁচজন সাদা পোশাকধারী তাকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে মিলনের মুক্তির দাবিতে তার কর্মী সমর্থকরা টানা ১৫ দিন নাটোর-ঢাকা সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।


এ বিষয়ে জানতে চাইলে নাটোর সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন বলেন মিলনের ফিরে আসার কথা তারা শুনেছেন। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা আছে; মিলনকে জিজ্ঞাসাবাদ করা হবে।

কৃষকদের কাছ থেকে ধান কিনলেন নাটোরের জেলা প্রশাসক

কৃষকদের কাছ থেকে ধান কিনলেন নাটোরের জেলা প্রশাসক

admin May 22, 2019

নাটোর প্রতিনিধি:
কৃষকদের ধানের নায্য দাম দিতে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় শুরু করেছেন নাটোরের জেলা প্রশাসক মো. শাহিরিয়াজ। মঙ্গলবার দুপুরে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের দস্তানাবাদ গ্রামে খাদ্য বিভাগ ও কৃষিবিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে ধান কিনেন জেলা প্রশাসক।


প্রথমদিনে এখান থেকে ৯৬ মেট্রিক টন ধান কেনা হয়। কৃষি বিভাগ ধানের গুনগত মানের প্রত্যায়ন দিলেই কৃষকদের কাছ থেকে কেনা হচ্ছে ধান। বর্তমান বাজারে ৫ থেকে ৬ শ টাকা মণ বিক্রি হলেও সরকার নির্ধারিত ১ হাজার ৪০ টাকা মণে ধান বিক্রি করে খুশী কৃষকরা।


জেলা প্রশাসক শাহরিয়াজ জানান, মধ্যসত্ত্বভোগীরা যাতে সুবিধা গ্রহণ না করতে পারে সে জন্য কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা হচ্ছে। তবে উত্পাদনের চেয়ে কেনার লক্ষ্য মাত্রা খুবই কম। তাই কেনার লক্ষ্য বৃদ্ধির জন্য তিনি সরকারের কাছে আবেদন করবেন বলে জানান।


চলতি মৌসুমে নাটোর জেলায় ৬১ হাজার ৪৩৫ হেক্টর জমিতে আবাদ হয়ে ৩ লাখ ৭৫ হাজার মেট্রিক টন ধান উত্পাদন হয়েছে। আর সরকারীভাবে নাটোর জেলায় ২ হাজার ১১৫ মেট্রিক টন ধান এবং ১৪ হাজার ২০৬ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।

নাটোরে মা-ছেলের লাশ উদ্ধার

নাটোরে মা-ছেলের লাশ উদ্ধার

admin May 15, 2019

নাটোর প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গা উপজেলায় নিজ ঘর থেকে মা হালিমা আকতার শারমিন ও তার দুই বছরের শিশুসন্তান আবদুল্লাহর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার বাঁশিলা গ্রামের নিজ ঘর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।


নিহত হালিমা একই গ্রামের মাহমুদুর রহমান মুন্নার স্ত্রী ও তার ছেলে আবদুল্লাহ। নিহতের স্বামী মুন্না ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন।


নলডাঙ্গা থানার ওসি শফিকুর রহমান জানান, নলডাঙ্গা উপজেলায় নিজ ঘরে মা হালিমা আকতার শারমিন ও তার শিশুসন্তান আবদুল্লাহর মৃতদেহ দেখে স্বজনরা পুলিশে খবর দেন।


নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই সঠিক তথ্য বলা যাবে বলে জানান ওসি।

নাটোর-বগুড়া মহাসড়কের ৪০ কি.মি এখন মরণ ফাঁদ, ঝুঁকি নিয়ে চলাচল

নাটোর-বগুড়া মহাসড়কের ৪০ কি.মি এখন মরণ ফাঁদ, ঝুঁকি নিয়ে চলাচল

admin August 28, 2018

নাটোর: নাটোর-বগুড়া মহাসড়কের বেহাল দশায় প্রতিনিয়ত ঘটছে সড়ক দূর্ঘটনা। সংস্কারের কারণে প্রায় ৪০ কিলো মিটার দীর্ঘ এই সড়কটি যেন এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। মহাসড়কের নাটোর-টু-সিংড়া-জামতলী বাঁশের ব্রিজ পর্যন্ত ৪০ কিলো মিটার এলাকায় রাস্তা দেবে উচু-নিচু ও কার্পেটিং উঠে ছোট-বড় হাজারো গর্তের কারণে যেমন জনগণের ভোগান্তি বেড়েছে তেমনিভাবে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। তাই জীবনের ঝুঁকি নিয়েই যাত্রী সাধারণের চলাচল করতে হচ্ছে। আর প্রায় ৪০ কিলো মিটার দীর্ঘ এই রাস্তা পার হলে যেন হাঁক ছাড়ছে সবাই। প্রতিদিন সহশ্রাধিক বাস, ট্রাক, মাইক্রো, পিকআপসহ বিভিন্ন ছোট বড় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে সিংড়া বাসষ্ট্যান্ডের ফেরিঘাট এলাকায় ব্রিজের দু’পাশে মহাসড়কে ৩ টি ভাংগন (গর্ত) যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই গর্তে বড় ধরণের দূর্ঘটনার আশংখাও রয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।


[কারণ ছাড়াই গ্রেপ্তার করতে গিয়ে ধরা খেল পুলিশ]


জানা গেছে, নাটোর-বগুড়া মহাসড়কটি উত্তরাঞ্চলের বগুড়া, রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, গাইবান্ধা ও পঞ্চগড় জেলা গুলোর সাথে যোগাযোগের একমাত্র রাস্তা। মহাসড়কটির বেহাল দশার কারণে বিভিন্ন সময় দূর্ঘটনা ঘটছে। পুরো এলাকা জুড়ে সড়কে হাজারো গর্তের কারণে চলনবিলের কৃষকসহ রাস্তায় চলাচলকারী যাত্রীদের বেড়েই চলেছে ভোগান্তি। বিশেষ করে আত্রাই নদীর উপর নির্মিত সিংড়া ফেরিঘাট ব্রিজের পশ্চিম পার্শ্বে গরু হাট এলাকায় ও পূর্ব পার্শ্বে ধান হাট এলাকায় মহাসড়ক সংলগ্ন ৩টি ভাংগন (গর্ত) ভয়াবহ আকার ধারণ করেছে। আর এই জনবহুল পূর্ণ এলাকায় মহাসড়কের দু’পাশে গর্তে যে কোন সময় ঘটতে পারে বড় ধরণের দূর্ঘটনা বলে আশংখা করছেন স্থানীয় এলাকাবাসী। এছাড়াও মহাসড়কের সিংড়া বাসষ্ট্যান্ড এলাকা থেকে শুরু করে চৌগ্রাম, জামতলী ও বাঁশের ব্রিজ এলাকা পর্যন্ত ছোট-বড় হাজারো গর্তে যাত্রী চলাচলে যেমন দুর্ভোগ বেড়েছে তেমনি ভাবে প্রতিনিয়তই ঘটছে দূর্ঘটনা। আর খালা-খন্দে ভরা নাটোর থেকে বগুড়া পর্যন্ত ৭০ কিলো মিটার পথ পাড়ি দিতে যাত্রীদের প্রায় ডবল সময় গুনতে হচ্ছে।


স্থানীয় ব্যবসায়ী আবদুল মতিন, আবু বক্কর সিদ্দিক জানান, প্রতিদিনই ব্যবসায়ী কাজে জীবনের ঝুকি নিয়ে এই রাস্তা দিয়ে তাদের চলাচল করতে হয়। দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না হওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছে এ অঞ্চলের বাসিন্দারা। অতি দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।


[জামাই-শ্বাশুড়ির পরকীয়ার পর বিয়ে, জামাইয়ের রহস্যজনক মৃত্যু]


পাটকোল গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ব্রিজের দু’পার্শ্বের এই ভয়াবহ গর্তে প্রায়ই ঘটছে দূর্ঘটনা। এ বিষয়ে রাস্তার ছোট ছোট গর্ত সংস্কার কাজে নিয়োজিত কর্মচারীদের বার বার ওই ব্রিজের পার্শ্বের গর্তের কথা বলা হলেও তারা কোন কর্ণপাত করেন না।
স্থানীয় ভ্যান চালক জাহিদুল ইসলাম বলেন, তুলেন ভাই বেশী করে ছবি তোলেন। এটা কোন রাস্তা নয়, জনগণের মরণ ফাঁদ। আর এই রাস্তায় চলাচলকারী গাড়ীর চাকা সাত দিনেই শেষ।


এ বিষয়ে এলাকার বিশিষ্টজনদের সাথে কথা বলে জানা যায়, নাটোর-বগুড়া মহাসড়কটি উত্তরাঞ্চলের জন্য অতি গুরুত্বপূর্ণ ও একমাত্র সড়ক হওয়ায় উন্নত সড়কের আওতায় আনা উচিত বলে মনে করেন তারা। নতুবা এ অঞ্চলে ব্যবসা বাণিজ্যের ও ভাঁটা পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন। আর অতিদ্রুত সিংড়া ফেরিঘাট ব্রিজের দু’পার্শ্বের গর্ত ভরাট করে সংস্কারের জন্য সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।


নাটোর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক বলেন, এই রাস্তাটি খারাপ হয়েছে। আর তাদের মোবাইল গাড়ীর মাধ্যমে রাস্তার গর্তগুলো সংস্কারও করা হচ্ছে। কিন্তু ঈদের ছুটির কারণে কয়েকদিন কাজ করতে না পারায় সমস্যা কিছুটা বেড়েছে। আর সিংড়া ফেরিঘাট ব্রিজের দু’পার্শ্বের গর্তগুলো ফান্ড স্বল্পতার কারণে সমাধান করা সম্ভব হয়নি। তবে খুব তাড়াতাড়ি এসব বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সাপাহারে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

সাপাহারে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

admin August 27, 2018

নওগাঁ: নওগাঁর সাপাহারে প্রতি বছরের ন্যায় উপজেলার সকল জিপিএ-৫ শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবান জ্ঞাপন করে শিক্ষার্থীদের মাঝে নওগাঁ জেলায় মেডিকেল কলেজের অনুমোদনের সু-খবর দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নওগাঁ-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহেদ আলী, সহকারী কমিশনার (ভূমি) সবুর আলী, সমাজ সেবী সাহাদাত হোসেন প্রমুখ বক্তব্য প্রদান করেন। এ সময় সেখানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, সকল ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অবিভাবক, শিক্ষার্থী, সূধীজন, গন্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।


বক্তব্য শেষে প্রধান অতিথি প্রতিবন্দ্বী শিক্ষার্থীদের মাঝে বেশ কিছু হুইল চেয়ার সহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন ও উপজেলার প্রাথমিক পর্যায়ে পিইসি ও এবতেদায়ি-১৯১ জন, মাধ্যমিক পর্যায়ে জেএসসি ও জেডিসি-৩৯১ জন, এসএসসি ও দাখিল-২১৩ জন, উচ্চমাধ্যমিক পর্যায়ে এইচএসসি ৪৪জন, স্নাতক ও স্নাতোত্তর পর্যায়ে আদিবাসী ৭৭ মাধ্যমিক ১১১ ও প্রাথমিক পর্যায়ে ১৪৫ জন সহ মোট ১হাজার ১শ ৭২ জন শিক্ষর্থীকে সংবর্ধনা হিসেবে একটি করে ক্রেস্ট প্রদান করেন।

নাটোরে ১৫ জনের মৃত্যুর ঘটনায় মামলা, আসামি সাতজন

নাটোরে ১৫ জনের মৃত্যুর ঘটনায় মামলা, আসামি সাতজন

admin August 26, 2018

নাটোর: নাটোরের লালপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে হাইওয়ে পুলিশ। গতকাল শনিবার রাতে নাটোরের বনপাড়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইউসুফ আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।



[৮ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৫]

মামলায় দুর্ঘটনাকবলিত লেগুনার মালিক, চালক, সহকারী, লেগুনা মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বাসের চালক ও মালিককে আসামি করা হয়েছে। এদিকে, গতকাল রোববার সকাল থেকে জেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে অবৈধ ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ।



[নাটোরে নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় লেগুনার ১৫ যাত্রী নিহত]

এ ছাড়া দুপুরে বনপাড়া পৌর গেট এলাকায় সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক সভা করেছে বনপাড়া পৌরসভা ও পুলিশ প্রশাসন। এ সময় সংসদ সদস্য আবদুল কুদ্দুস ও আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক শাহিনা খাতুন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, হাইওয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা ও পরিবহন খাতের সদস্যরা উপস্থিত ছিলেন।


গতকাল শনিবার বিকেলে নাটোরের লালপুর উপজেলা কদিমচিলান এলাকায় বাস-লেগুনার সংঘর্ষে দুই শিশুসহ ১৫ জন নিহত হন। নিহত ১৫ জনের মধ্যে ১৪ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাতপরিচয় একটি লাশ রয়েছে বনপাড়া হাইওয়ে থানায়।

নাটোরে নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় লেগুনার ১৫ যাত্রী নিহত

নাটোরে নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় লেগুনার ১৫ যাত্রী নিহত

admin August 25, 2018

নাটোর: নাটোরের লালপুর উপজেলায় নিয়ন্ত্রণহীন যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি লেগুনার আরোহী ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন। এর মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।


আজ শনিবার বিকেল ৪ টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের ক্লিক মোড়ের সাদিয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নামপরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয় বনপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স, আমেনা ক্লিনিক, পাটোয়ারি ক্লিনিকসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় এক শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বিকেলে পাবনা থেকে যাত্রী নিয়ে চ্যালেঞ্জার পরিবহনের একটি বাস বগুড়ার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে লালপুর সাদিয়া ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লেগুনাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ১৪ জন নিহত হয়। নিহতরা সবাই লেগুনার যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে। লেগুনাটি পাবনা থেকে বনপাড়ার দিকে যাচ্ছিল। বনপাড়া হাইওয়ে থানার ওসি জিএম শাসছুন নূর ঘটনাস্থল থেকে এসব তথ্য নিশ্চিত করেছেন।


নিহতদের মধ্যে ১২ জনের নাম জানা গেছে। নিহতরা হলেন- লেগুনার চালক ঠাকুরগাঁওয়ের রহিম আলী (২৮), নাটোরের বড়াইগ্রামের নারায়ণপুরের রজুফা বেগম (৫০), শেফালী বেগম (৪৫), জামাইদিঘার লগেনা বেগম (৬৫), পাবনার দাশুড়িয়া মিরকামারি গ্রামের শাপলা আক্তার (২০), শাপলার মেয়ে সুমাইয়া আক্তার (১১ মাস), পাবনার পাকশির সোবহান আলী (৭৫), টাঙ্গাইলের গোপালপুর উপজেলার রোকন শেখ (২২), পাবনার পাকশীর সোবহান (৫০) ও মূলাডুলি শ্মশানপাড়ার আদুরি বিশ্বাস (৩৫), তার মেয়ে স্বপ্না বিশ্বাস (দশ মাস) ও ছেলে প্রত্যয় বিশ্বাস (১২)।


লেগুনার বেঁচে যাওয়া একমাত্র যাত্রী নুরসেদ সর্দার (৭২) চিকিৎসাধীন অবস্থায় জানান, লেগুনাটি বড়াইগ্রামের বনপাড়া বাইপাসের লেগুনাস্ট্যান্ড থেকে ছেড়ে পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া যাচ্ছিল। লেগুনাটি ছাড়ার পর থেকে চালক এলোমেলোভাবে গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনার সময় চালক মুঠোফোনে কথা বলছিলেন। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তে সবকিছু তছনছ হয়ে যায়। এ দুর্ঘটনায় নুরসেদ সর্দারের স্ত্রী লজেনাও মারা গেছেন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুন নূর বলেন, লাশগুলো থানায় রাখা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে লেগুনাটির নিবন্ধন ও ফিটনেস ছিল না। বাসটি এ সড়কে নিয়মিত চলাচল করে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাসের চালক পলাতক। লেগুনার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three