Showing posts with label Thakurgaon. Show all posts
Showing posts with label Thakurgaon. Show all posts
ঠাকুরগাঁওয়ে সংস্কারের দাবিতে রাস্তায় ধানের চারা রোপণ!

ঠাকুরগাঁওয়ে সংস্কারের দাবিতে রাস্তায় ধানের চারা রোপণ!

admin June 15, 2019

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার পটুয়া-জামালপুর রাস্তার ৩ কিলোমিটার কাঁচা থাকায় একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। রাস্তায় তৈরি হয় বড় বড় গর্ত। এতে ব্যাহত হয় চলাচল। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে রাস্তা সংস্কারের দাবিতে ওই এলাকার বাসিন্দারা ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানিয়েছেন।


দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও সদর উপজেলার পটুয়া-জামালপুর ব্যস্ততম রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছে ওই এলাকার বাসিন্দরা। কিন্তু রাস্তাটি সংস্কার না হওয়ায় বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করে তারা। শুক্রবার বিকালে এলাকাবাসী রাস্তায় ধানের চারা রোপন করে।


স্থানীয়রা জানায়, একটু বৃষ্টি হলেই পানি জমে যায় পটুয়া-জামালপুরের এ রাস্তায়। সৃষ্টি হয় বড় বড় গর্তের। এতে চলাচলের সমস্যা হয়। এ রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। এতে কাজ না হওয়ায় শুক্রবার ওই রাস্তায় ধানের চারা রোপণ করে সমস্যার কথা জানান সাধারণ মানুষ আর স্কুল-কলেজের শিক্ষার্থীরা।


ঠাকুরগাঁও উপজেলা প্রকৌশলী নুরুজ্জামান সরদার বলেন, রাস্তাটি সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, রাস্তাটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেয়া হচ্ছে।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three