আন্তর্জাতিক ডেস্ক: বেশ কয়েকটি সহিংসতা, আত্মঘাতী হামলা, ৩২ জনের মৃত্যুর মধ্য দিয়ে গতকাল বুধবার পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচনে শেষ খবর পাওয়া পর্যন্ত অনানুষ্ঠানিক ফলাফলে এগিয়ে আছে ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই। আর ইতোমধ্যেই বিজয়ের উল্লাস দেখা গেছে পিটিআই শিবিরে।
গভীর রাতে দলটির ফেইসবুক পেজে ‘উজিরে আজম’ সম্বোধন করে স্বাগত জানানো হয় ইমরান খানকে। ইমরানের সমর্থকরা ইতোমধ্যেই ‘উজিরে আজম’ হ্যাশ ট্যাগ ব্যবহার করে জয়োল্লাশ প্রকাশ করতে দেখা গেছে। যদিও ফলাফল তখন পর্যন্ত চূড়ান্ত ঘোষণা করা হয়নি।
পাকিস্তানের সংবাদপত্রগুলো জানাচ্ছে, শেষ খবর পাওয়া পর্যন্ত ৪২ ভাগ ভোট গণনা সম্পন্ন হয়েছে। তাতেই ১১২ আসন পেয়ে এগিয়ে আছে ইমরান খানের দল। আর এর মধ্যে নওয়াজ শরীফের দল ৬৫, বিলাওয়াল ভুট্টোর ৪৩ টির মতো আসন জিতেছে।
পাকিস্তানের এ নির্বাচনে জিততে হলে ১৩৭ আসন পেতে হবে দলকে। ফলাফলের চিত্রানুযায়ী, পুরোপুরি ভোট গণনা শেষ হলে পিটিআই ১৩৭ ছাড়িয়ে যাবে। ফলে প্রধানমন্ত্রী হতে ইমরান খানকে অন্য কোন দলের সাহায্য নিতে হবে না।
এদিকে পিএমএল এন ও পিপিপিসহ শীর্ষ দলগুলো পাতানো ভোটের অভিযোগ করে ফল প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে।
পাকিস্তান পার্লামেন্টের আসন সংখ্যা ৩৪২
নির্বাচন হয়েছে ২৭২
সংরক্ষিত ৭০ টি আসন।