বিনোদন ডেস্ক: এইতো কিছুদিন আগেই প্রকাশিত হলো সাবেক পর্ণস্টার সানি লিওনির জীবনী নিয়ে ওয়েবসিরিজ ‘করণজিৎ কউর : দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’ বা ‘করনজিৎ কউর: সানির জীবনের না বলা কথা’। এবার আসছে এ’র দ্বিতীয় পর্ব, জানালেন সানি নিজেই। এটি নির্মাণ করবে জি-৫। এক টুইটে সানি জানায়, খুব শিগগিরই জি-৫ নিয়ে আসছে তার জীবনী নিয়ে সেকেন্ড সিজন।
অনেক নাটকীয়তা আর কষ্টে ভরা সানি লিওনের জীবন। পর্ণস্টার থেকে বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রীর জীবনী নিয়ে অনেক আগ্রহ তার সাবেক ও বর্তমান ভক্তদের। সানি লিওনের নাম যে করণজিৎ কউর, এই সেদিনও তা কেউ জানতো কেউ কেউ। পর্ণ দুনিয়া থেকে থেকে তাকে যখন তুলে এনেছিল ভাটক্যাম্প, তখন তার পরিচয় ছিল পর্ণস্টারই। তিনি যতই নিজেকে মডেল হিসেবে তুলে ধরুন না কেন, পর্ন ইন্ডাস্ট্রির এক নম্বর নায়িকাকে চেনা তকমা দিয়ে দিতে ভুল করেননি বলিপাড়া। সেখান থেকে অভিনেত্রী হয়ে উঠতে সানিকে যত না অভিনয়ে কসরত করতে হয়েছে, তার থেকে বেশি পেরোতে হয়েছে সামাজিক ও মানসিক বাধা।
তবে পর্ণ দুনিয়া পেছনে ফেললেও, সে দুনিয়ার বাইরে তাকে কেউ ভাবতেই নারাজ। তার জেরেই কতরকম বিতর্কিত প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল তাকে। তার সাহসী উত্তর কোন একদিন ভাবিয়েছিল বলিপাড়াকে। একে একে বড় বড় তারকারা পাশে এসে দাঁড়িয়েছিলেন তার। পরে অবশ্য সানি সম্পর্কে ভাবমূর্তিটা অনেকটা পালটেও গেছে। তবে কার্যত দেখা গিয়েছিলো কিছুতেই কিছু হয়নি। এমনকি সন্তান দত্তক নেওয়ার পরও সেই অনেক হেনস্তা হতে হয়েছে তাকে। ওইসব জীবনের কথাই এবার উঠে এসেছে বায়োপিকে।
জানা গেছে, বায়োপিকের প্রথম ভাগে উঠে এসেছে সানির অনেক না বলা কথা কথাও। দ্বিতীয় সিজনেও থাকছে তার আরও অনেক রহস্য। গলে ১৬ জুলাই সানির জীবনীর ওয়েব সিরিজের প্রথম ভাগ প্রকাশ্যে আসে। সেসময় অনেক জনপ্রিয়তা পেয়েছিল সানি লিওনের গল্প, আলোচিত ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় সিজনেও প্রথম ভাগের মতোই জনপ্রিয়তা পাবে।