Showing posts with label উৎপাদন শুরু. Show all posts
Showing posts with label উৎপাদন শুরু. Show all posts
বিশেষ ব্যবস্থাপনায় বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিটের উৎপাদন শুরু

বিশেষ ব্যবস্থাপনায় বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিটের উৎপাদন শুরু

admin August 20, 2018

দিনাজপুর: দীর্ঘ একমাস বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন আজ সোমবার শুরু হয়েছে। ইদ উপলক্ষে বিশেষ ব্যবস্থাপনায় আগামী একসপ্তাহ কেন্দ্রটি চালু রাখা যাবে বলে জানা গেছে। কয়লা সঙ্কটে পরে গত এক মাস বন্ধ ছিল দেশের এ একমাত্র কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট।


বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহবুবুর রহমান জানান, তিনটি ইউনিটের মধ্যে আজ সোমবার একটি ইউনিটে বিশেষ ব্যবস্থায় উৎপাদন শুরু করা হয়। বড়পুকুরিয়া কয়লা খনির উন্নয়ন কাজের সময় উত্তোলিত কয়লা দিয়ে ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ওই দ্বিতীয় ইউনিটটি চালু করা হয়েছে।


তিনি বলেন, বিশেষ ব্যবস্থায় ইউনিটটি এক সপ্তাহ চালু রাখার প্রস্তুতি নিয়ে উৎপাদন শুরু করা হয়েছে। বেলা আড়াইটায় থেকে এই ইউনিটে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।


দেশের এই একমাত্র কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটিতে ১২৫ মেগাওয়াট ক্ষমতা দুইটি এবং ২৭৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি ইউনিটে ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।


উল্লেখ্য বড়পুকুরিয়া খনির কয়লা কেলেঙ্কারির কারণে কয়লা সঙ্কটে গত ২২ জুলাই রাত থেকে সাড়ে ৫২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই তাপ বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে উত্তরাঞ্চলের ৮ জেলায় দেখা দেয় বিদ্যুৎ বিভ্রাট, অস্বাভাবিক হয়ে পড়ে বিদ্যুৎ সরবরাহ। যার কারণে চলমান তীব্র গরমে চরম অতিষ্ঠ রংপুর বিভাগের মানুষ। এরই মধ্যে একটি ইউনিট চালু হওয়ায় আসছে ইদে বিদ্যুৎ বিভ্রাট কিছুটা হলেও কমবে বলে আশা করা করছেন সংশ্লিষ্টরা।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three