Showing posts with label news. Show all posts
Showing posts with label news. Show all posts

ঢাকায় অবৈধ ক্যাসিনো: দুই আ.লীগ নেতার বাড়ি থেকে ৫ কোটি টাকা ও ৭২০ ভরি স্বর্ণ উদ্ধার

admin September 25, 2019


ঢাকায় অবৈধ ক্যাসিনো: দুই আ.লীগ নেতার বাড়ি থেকে ৫ কোটি টাকা ও ৭২০ ভরি স্বর্ণ উদ্ধার

ঢাকার গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের নেতা দুই ভাই, তাদের এক কর্মচারী এবং তাদের এক বন্ধুর বাসায় অভিযান চালিয়ে পাঁচ কোটি টাকা, ৭২০ ভরি স্বর্ণ এবং ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। ওই দুই আওয়ামী লীগ নেতার মধ্যে গেণ্ডারিয়া থানা কমিটির সহ সভাপতি এনামুল হক এনু ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের একজন শেয়ারহোল্ডার। আর তার ভাই রুপন ভূঁইয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সফিউল্লাহ বুলবুল বলছেন, ক্যাসিনো থেকে আয়ের টাকা এনামুল বাসায় সিন্দুক ভরে রাখতেন। রাখার জায়গা হত না বলে টাকার একটি অংশ তিনি সোনায় রূপান্তর করে নেন। এনামুলের ভাই রুপন ইংলিশ রোড থেকে পাঁচটি সিন্দুক কিনেছেন খবর পেয়ে দুই ভাইয়ের বিষয়ে খোঁজ শুরু করে। গত সোমবার মধ্যরাত থেকে অভিযান চালিয়ে গেণ্ডারিয়ার বানিয়ানগর মুরগিটোলায় এনামুল ও রুপনের বাড়িতে পাওয়া যায় তিনটি সিন্দুক। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই তিন সিন্দুক খুলে নগদ ১ কোটি পাঁচ লাখ টাকা, ৭২০ ভরি সোনার গয়না পাওয়া যায়। পাশাপাশি দুইজনের বাসা থেকে উদ্ধার করা হয় দুইটি পিস্তল, দুইটি এয়ারগান ও একটি শটগান। ...............

বিস্তারিত খবর: http://rangpurexpress24.com/national/%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%85%E0%A6%AC%E0%A7%88%E0%A6%A7-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8B-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87-%E0%A6%86

বগুড়ায় বিলের পাশ থেকে কয়েক বস্তা ছেঁড়া টাকা উদ্ধার

admin September 25, 2019
বগুড়ার শাহজাহানপুর উপজেলায় একটি বিলের পানি এবং তীর থেকে বস্তাভর্তি বিপুল পরিমাণ টাকা উদ্ধারের খবর পাওয়া গেছে। প্রায় পাঁচ বস্তা পরিমাণ এই টাকা কুচি কুচি করে কাটা অবস্থায় ছিল বলে জানিয়েছেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঁইয়া।

তিনি বলেছেন, ওই এলাকার পথচারীরা সকালে পুলিশকে জানায় যে তারা বিলের কাছে এই বিপুল পরিমাণ টাকা দেখতে পেয়েছেন। .............. বিস্তারিত: http://rangpurexpress24.com/bbc/%e0%a6%ac%e0%a6%97%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95
মাদ্রাসার চেয়ে সাধারণ শিক্ষায় পড়ুয়ারাই জঙ্গিবাদে বেশি জড়িত

মাদ্রাসার চেয়ে সাধারণ শিক্ষায় পড়ুয়ারাই জঙ্গিবাদে বেশি জড়িত

admin June 23, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
পুলিশ সদর দপ্তর পরিচালিত একটি গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, মাদ্রাসার চেয়ে সাধারণ শিক্ষায় পড়ুয়ারাই জঙ্গিবাদে বেশি জড়িত। শনিবার রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত ‘প্রিভেন্টিং টেরোরিজম অ্যান্ড এক্সট্রিমিজম থ্রু কমিউনিটি এনগেইজমেন্ট’ শীর্ষক সেমিনারে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মনিরুজ্জামান এ তথ্য জানান।


ধারণা করা হয়, সাধারণ শিক্ষা ব্যবস্থায় পড়ুয়াদের চেয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে জঙ্গিবাদের চর্চা বেশি হয়। কিন্তু সম্প্রতি পুলিশ সদর দপ্তর পরিচালিত এক গবেষণা প্রতিবেদন বলছে ভিন্ন কথা। এতে দেখা গেছে মাদ্রাসার চেয়ে সাধারণ শিক্ষায় পড়ুয়ারাই জঙ্গিবাদে বেশি জড়িত।


প্রতিবেদনে বলা হয়, জঙ্গিবাদে জড়িতদের ৫৬ শতাংশই সাধারণ শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত, অন্যদিকে জঙ্গিবাদে জড়িতের মধ্যে ২২ শতাংশ এসেছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় থেকে।


পুলিশ সদর দপ্তর এই গবেষণাটি চালায় ২৫০ জন ব্যক্তির ওপর, যারা ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে আটক হয়েছেন।


ডিআইজি মো. মনিরুজ্জামান বলেন, আটককৃতদের ৫৬ শতাংশই সাধারণ শিক্ষা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে আর মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে ২২ শতাংশ। এছাড়া বাকি ২২ শতাংশ ছিল অশিক্ষিত অথবা ইংরেজি মাধ্যম থেকে আসা।


অন্যদিকে ৮০ শতাংশই ইন্টারনেটে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে প্রভাবিত হয়েছে, বাকি ২০ শতাংশ ছিল বন্ধু অথবা পরিচিতদের দ্বারা প্রভাবিত, যোগ করেন পুলিশের এই কর্মকর্তা।


তিনি আরো বলেন, অতএব মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের চরমপন্থী করছে কিনা তা নিয়ে আমাদের চিন্তিত হওয়ার দরকার নেই, যেহেতু আমাদের কাছে আটকৃতদের অধিকাংশই এসেছে সাধারণ শিক্ষা ব্যবস্থা থেকে।


মনিরুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একা জঙ্গিবাদ ও সন্ত্রাস বন্ধ করতে পারবে না। দীর্ঘমেয়াদের জন্য জঙ্গিবাদ প্রতিরোধে সমাজের বিভিন্ন স্তরের প্রতিষ্ঠান ও ব্যক্তি; যেমন শিক্ষা প্রতিষ্ঠান, আলেম-ইমাম ও সামাজিক কমিউনিটির অংশগ্রহণ প্রয়োজন। আমাদের উচিত বিভিন্ন ধরণের মৌলবাদবিরোধী কার্যক্রম শুরু করা।


অনুষ্ঠানের বক্তারা বলেন, জঙ্গিবাদ রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাজটি করে যাচ্ছে। কিন্তু এটিই যথেষ্ঠ নয়, কারণ কেবল পুলিশের অভিযান দিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ সম্ভব নয়। বক্তারা আরও বলেন, যেহেতু ৮০% জঙ্গিই ইন্টারনেটের দ্বারা প্রভাবিত, তাই একটি শক্তিশালী মনিটরিং ব্যবস্থাও গড়ে তোলা প্রয়োজন।

এনআরএস কাণ্ডে ডাক্তারদের সমর্থন শুভশ্রীর

এনআরএস কাণ্ডে ডাক্তারদের সমর্থন শুভশ্রীর

admin June 15, 2019

এনআরএস কাণ্ডের জের, সারা দেশজুড়ে প্রতিবাদে মুখর চিকিৎসকরা। রাজ্যে একের পর এক হাসপাতালে গণ ইস্তাফা দিচ্ছেন চিকিৎসকরা। ভেঙে পড়েছে গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। এরাজ্যের ডাক্তারদের সমর্থনে আন্দোলনে নেমেছেন দিল্লি, ব্যাঙ্গালোর সহ অন্যান্য রাজ্যের চিকিৎসকরাও। সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে নিন্দার ঝড়। মুখ খুলেছেন বুদ্ধিজীবীরাও।


চিকিৎসকের উপর এই হামলার প্রতিবাদে সরব হয়েছেন টলিপাড়ার তারকারাও। চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায়ের উপর এধরনের আক্রমণের ঘটনার তীব্র নিন্দা করেছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, অপর্ণা সেন, রাজ চক্রবর্তী, অভিনেতা কৌশিক সেন, সাংসদ অভিনেতা দেব, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেন সহ অনেকেই। গোটা পরিস্থিতি নিয়ে এবার সরব হলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও।


নিজের টুইটার হ্যান্ডেলে একদিন আক্রান্ত চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায়, অন্যদিকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত শিশুকে কোলে নিয়ে বাবার আর্তনাদের ছবি শেয়ার করে শুভশ্রী লিখেছেন, ডাক্তারদের আমি মন থেকে পূর্ণ সমর্থন করছি। আবার এই পাশের ছবিটা দেখে মনটা হুহু করে উটছে। কোথা থেকে আসছে এত হিংসা , এত রাগ? যার জন্য কিছু নির্দোষেরা শাস্তি পাচ্ছে ।। মানুষ জাত কে উচ্চতর ভাবা হয়, সত্যি কি আমরা তাই?


ডাক্তারদের আমি মন থেকে পূর্ণ সমর্থন করছি। আবার এই পাশের ছবিটা দেখে মনটা হুহু করে উটছে। কোথা থেকে আসছে এত হিংসা , এত রাগ? যার জন্য কিছু নির্দোষেরা শাস্তি পাচ্ছে। মানুষ জাত কে উচ্চতর ভাবা হয়, সত্যি কি আমরা তাই?


এদিকে শুক্রবারই চিকিৎসকদের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন শুভশ্রীর স্বামী তথা পরিচালক রাজ চক্রবর্তী। চিকিৎসকদের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেতা সাংসদ দেব।

দেশে মানুষের গড় আয়ু বেড়ে ৭২ দশমিক ৩ বছর

দেশে মানুষের গড় আয়ু বেড়ে ৭২ দশমিক ৩ বছর

admin June 13, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
গত বছরের চেয়ে বাংলাদেশের মানুষের গড় আয়ু কিছুটা বেড়ে ৭২ দশমিক ৩ হয়েছে। এর মধ্যে পুরুষের আয়ু ৭০ দশমিক ৮ বছর আর নারী ৭৩ দশমিক ৮ বছর। ফলে পুরুষের থেকে নারীরা গড়ে তিন বছর বেশি বাঁচে। ২০১৭ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭২ বছর ছিলো।


এ ছাড়া ২০১৬ সালে ৭১.৬, ২০১৫ সালে ৭০.৯, ২০১৪ সালে গড় আয়ু ছিলো ৭০ দশমিক ৭ বছর। ২০১৩ সালে গড় আয়ু ছিলো ৭০ দশমিক ৪ বছর। ২০০৮ সালে গড় আয়ু ছিলো ৬৬ দশমিক ৮ বছর।


বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মনিটরিং দ্যা সিচুয়েশন অব ভাইটাল স্টাটিসটিক্স অব বাংলাদেশ (এমএসভিএসবি) এ প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে এ চিত্র উঠে এসেছে। আগারগাঁওয়ের পরিসংখ্যানে ভবনে এ প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এসব কথা জানান।


এমএসভিএসবি প্রকল্পের পরিচালক এ কে এম আশরাফুল হক বলেন, নারীদের রোগবালাই কম হয়। তারা উচ্চ রক্তচাপে কম ভোগেন। তাই তাদের গড় আয়ু বেশি। প্রতিবছর বিবিএস ভাইটাল স্ট্যাটিসটিকস প্রকাশ করে থাকে। এ পরিসংখ্যানের মাধ্যমে একজন মানুষের জীবনের জন্ম, মৃত্যু, আয়ুষ্কাল, বিবাহের মতো অবধারিত বিষয়ের চিত্র ওঠে আসে। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।


বিবিএস জানায়, দেশের অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রয়েছে। বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক ১৩ ভাগ। মাথাপিছু আয়ের পরিমাণ ১ হাজার ৯০৯ ডলার। এ ছাড়া অর্থনৈতিক ও সামাজিক সূচকে এগিয়ে যাওয়ায় বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে। দেশে দারিদ্রের হার কমছে। ক্ষুধামুক্ত দেশ সব খাতে এগিয়ে যাচ্ছে। এমএসভিএস প্রকল্পের ২০১৮ সালের জরিপে উঠে এসেছে এরকম চিত্র।

বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-বাংলাদেশ ম্যাচ

বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-বাংলাদেশ ম্যাচ

admin June 10, 2019
বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-সব লিংক

বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-সব লিংক

admin June 10, 2019
সুনামগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৬

সুনামগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৬

admin June 02, 2019

সুনামগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে অপর এক লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১৮ জন।


আজ ভোরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ চৌধুরী জানান, প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।


তিনি বলেন, “সকাল সাড়ে ছয়টার দিকে পাথরিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে ওই লেগুনার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছয় ব্যক্তি মারা যান। নিহতদের সবাই লেগুনার যাত্রী।”


খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং হতাহতদের উদ্ধার করে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

স্মার্টফোন ব্যবসা নিয়ে এখনও আশাবাদী Sony’র প্রধান

স্মার্টফোন ব্যবসা নিয়ে এখনও আশাবাদী Sony’র প্রধান

admin May 24, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
কয়েক বছর ধরে স্মার্টফোন ব্যবসায় ক্ষতির মুখে থাকলেও এই খাত নিয়ে এখনও আশাবাদী সনি’র প্রধান নির্বাহী। এক্সপেরিয়া স্মার্টফোনকে এবার বিনোদন বিভাগের মধ্যে আনছে প্রতিষ্ঠানটি।


রয়টার্সের এক প্রতিবেদনের মন্তব্যে সনি প্রধান ইয়োশিদা বলেন, “আমরা স্মার্টফোনকে বিনোদনের হার্ডওয়্যার হিসেবে দেখি এবং এমন একটি উপাদান যা আমাদের হার্ডওয়্যার ব্র্যান্ডকে টিকিয়ে রাখার জন্য জরুরি। আর তরুণ সমাজ এখন টিভি দেখে না। তাদের প্রথম পছন্দ এখন স্মার্টফোন,” যোগ করেন ইয়োশিদা।


স্মার্টফোন ব্যবসায় এখন প্রতিদ্ব›দ্বী প্রতিষ্ঠানগুলোর চেয়ে অনেক পিছিয়ে সনি। সর্বশেষ আর্থিক বছরে মাত্র ৬৫ লাখ স্মার্টফোন সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি। আর এতে তাদের পরিচালন ক্ষতি বলা হয়েছে ৮৭ কোটি ৯৪ লাখ মার্কিন ডলার।


এই খাতে ব্যবসা বাড়াতে এবার লক্ষ্য বদলাতে যাচ্ছে সনি। স্মার্টফোনের জন্য এবার জাপান, ইউরোপ, হংকং এবং তাইওয়ান এই চার বাজারে বেশি নজর দেবে প্রতিষ্ঠানটি। অস্ট্রেলিয়া এবং মধ্য প্রাচ্যের বাজারগুলোতে তেমন নজর দেওয়া হবে না।


ভবিষ্যতে স্মার্টফোন খাত থেকে সনি আবারও লাভ করবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে অনেক। কিন্তু এটিকে এখনও তাদের ব্র্যান্ডের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবেই স্মার্টফোন বানিয়ে যাচ্ছে সনি।

তিনশ’ কোটি প্রোফাইল ডিলিট করেছে ফেইসবুক

তিনশ’ কোটি প্রোফাইল ডিলিট করেছে ফেইসবুক

admin May 24, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
প্রতিষ্ঠানের সর্বশেষ ‘এনফোর্সমেন্ট রিপোর্ট’ প্রকাশ করেছে ফেইসবুক। ২০১৮ সালের অক্টোবর হতে ২০১৯ সালের মার্চ মাস পর্যন্ত কী পরিমাণ পোস্ট এবং অ্যাকাউন্টের ওপর পদক্ষেপ নেওয়া হয়েছে তার বিস্তারিত প্রকাশ করা হয়েছে এই প্রতিবেদনে।


বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, এই ছয় মাসের মধ্যে তিনশ’ কোটির বেশি ভুয়া অ্যাকাউন্ট সরিয়েছে ফেইসবুক, যা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি।


ভুয়া অ্যাকাউন্টের পাশাপাশি এই সময়ের মধ্যে রেকর্ড ৭০ লাখ “ঘৃণামূলক বক্তব্যের” পোস্ট সরিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি।


কী পরিমাণ মুছে ফেলা পোস্টের জন্য আপিল করা হয়েছে এবং যাচাইয়ের পর তা অনলাইনে ফেরত আনা হয়েছে তাও প্রথমবারের মতো জানিয়েছে ফেইসবুক।


বৃহস্পতিবার ফেইসবুকে ভেঙ্গে ফেলা নিয়ে সা¤প্রতিক আলোচনার বিপক্ষে কথা বলেছেন প্রতিষ্ঠান প্রধান মার্ক জাকারবার্গ।


জাকারবার্গ বলেন, “আমি মনে করিনা প্রতিষ্ঠান ভেঙ্গে ফেলার মাধ্যমে সমস্যার সমাধান করা যাবে। প্রতিষ্ঠানের সাফল্য আমাদেরকে এই উদ্যোগগুলোকে বিশাল পরিসরে তহবিল জোগাতে আমাদেরকে অনুমোদন দেয়। আমাদের নিরাপত্তা ব্যবস্থায় যে পরিমাণ বাজেট খরচ করা হয়, আমি বিশ্বাস করি তা এ বছর টুইটারের আয়ের চেয়েও বেশি।”


স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে অসংখ্য অ্যাকাউন্ট তৈরি করায় ভুয়া অ্যাকাউন্ট সরানোর সংখ্যাও বেড়েছে বলে জানিয়েছে ফেইসবুক। এই অ্যাকাউন্টগুলোর মধ্যে বেশিরভাগই ক্ষতিকর উদ্দেশ্যে ব্যবহারের আগেই কয়েক মিনিটের মধ্যে মুছে ফেলা হয়েছে।


মাদক এবং বন্দুকের মতো মালামাল বিক্রির জন্য কী পরিমাণ পোস্ট সরানো হয়েছে তাও জানাবে ফেইসবুক। ছয় মাসে বন্দুক বিক্রির দশ লাখের বেশি পোস্ট সরিয়েছে প্রতিষ্ঠানটি।


শিশু নির্যাতনের ছবি, সহিংসতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের পোস্ট কী পরিমাণ গ্রাহক দেখেন তারও একটি ধারণা দিয়েছে ফেইসবুক। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, প্রতি ১০ হাজার কনটেন্টের মধ্যে ১৪ জন নগ্নতা দেখতে পারেন, ২৫ জন সহিংতা এবং তিন জনের কম শিশু নির্যাতনের ছবি দেখেন। সার্বিকভাবে ফেইসবুকের সক্রিয় ব্যবহারকারীর মধ্যে পাঁচ শতাংশ অ্যাকাউন্ট ভুয়া।


এই প্রথমবারের মতো, ঘৃণামূলক পোস্টের জন্য সরিয়ে দেওয়া পোস্টগুলো নিয়ে ২০১৯ সালের জানুয়ারি থেকে মার্চে ১০ লাখেরও বেশি আবেদন পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এই সময়ের মধ্যে নীতিমালা লঙ্ঘন করেনি এমন প্রায় দেড় লাখ পোস্ট ফিরিয়ে আনা হয়েছে।


“আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করছে এমন মানুষদের জন্য আরও জবাবদিহিতা ও দায়িত্বশীলতা তৈরিতে যে জায়গাগুলো নিয়ে আমরা আরও উন্মুক্ত হতে পারি” প্রতিবেদনে সেই জায়গাগুলোতেই আলোকপাত করা হয়েছে বলে ভাষ্য ফেইসবুকের।

খুলনায় বাসা থেকে শিক্ষিকার লাশ উদ্ধার

খুলনায় বাসা থেকে শিক্ষিকার লাশ উদ্ধার

admin May 20, 2019

খুলনা প্রতিনিধি:
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারহানা ইয়াসমিন শাওন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার সকাল দশটার দিকে নগরীর নিরালা আবাসিক এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


খুলনা সদর থানার এসআই ডলি সরকার জানান, সকাল দশটার দিকে নগরীর নিরালা আসাসিকের ব্যাংক কলোনীর একটি ভাড়া বাসায় শিক্ষিকা ফারহানা ইয়াসমিন শাওনের দেহ ঘরের সিলিংয়ে ঝুলতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ তার শাওনকে নিয়ে যায় খুলনা মেডিকেল কলেজ হাসপতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


শাওনের বান্ধবি সাহানা বিষয়টি পুলিশকে জানিয়েছে বলেও জানান তিনি। তবে শাওনের মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলেও একাধিক সূত্র জানিয়েছে।


এই ঘটনায় খুলনা সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। নিহত শাওন সাতক্ষীরা জেলার পাটকেল ঘাটা থানার আব্দুল হাইয়ের কন্যা।

তথ্যপ্রযুক্তিতে পলককে পূর্ণ দায়িত্ব, মোস্তাফা জব্বার ডাকে

তথ্যপ্রযুক্তিতে পলককে পূর্ণ দায়িত্ব, মোস্তাফা জব্বার ডাকে

admin May 19, 2019

অনলাইন ডেস্ক:
টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পর টেকনোক্র্যাট কোটায় দ্বিতীয় দফায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পান তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার। কিন্তু মন্ত্রীপরিষদ গঠনের মাত্র চার মাসের মাথায় তাকে শুধু ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।


তথ্য ও প্রযুক্তি বিভাগের জন্য জুনাইদ আহমেদ পলককে পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার বিকেলে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


চলতি বছরের ৭ জানুয়ারি বর্তমান মন্ত্রিসভা গঠন হয়। তখন এর সদস্য সংখ্যা ছিল ৪৭ জন। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী (প্রধানমন্ত্রীসহ), ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী।


এর আগে মোস্তাফা জব্বার ২০১৮ সালের ২ জানুয়ারি মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করেন। এরপর দিনডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন।

আড়াই মাস পর নিজ দফতরে ওবায়দুল কাদের

আড়াই মাস পর নিজ দফতরে ওবায়দুল কাদের

admin May 19, 2019

অনলাইন ডেস্ক:
আড়াই মাস পর নিজ দফতরে কাজে যোগদান করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সকাল ১০টার কিছু সময় পর তিনি সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের কার্যালয়ে আসেন। হৃদরোগে আক্রান্ত হওয়ার আড়াই মাস পর অফিস করলেন তিনি। মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাসের এ তথ্য নিশ্চিত করেছেন।


মন্ত্রণালয়ে আসার পর জরুরি ফাইলে সই করেন সেতুমন্ত্রী। পরে বেলা ১১টার দিকে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এ সময় তিনি বলেন, আল্লাহর রহমতে ও দেশবাসীর দোয়ায় আমি বেঁচে আছি। আমার বেঁচে থাকা নিয়ে সংশয়ে ছিলেন অনেকেই।


চিকিৎসার সার্বিক তত্ত্বাবধান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকন্যা মাতৃস্নেহে আমার চিকিৎসার ব্যবস্থা করিয়েছেন, সার্বিক খোঁজখবর নিয়েছেন। আমি তার প্রতি কৃতজ্ঞ।


সবার সহযোগিতা কামনা করে সেতুমন্ত্রী বলেন, আপনাদের সহযোগিতা নিয়ে আমি নতুন করে পথ চলতে চাই। বাকি জীবনটা দেশের ও মানুষের সেবায় কাটিয়ে দিতে চাই।


দীর্ঘ দুই মাস ১০ দিন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে গত বুধবার দেশে ফেরেন ওবায়দুল কাদের। এদিন দলীয় নেতাকর্মীরা ওবায়দুল কাদেরকে বিমানবন্দরে স্বাগত জানান।


শুক্রবার দলীয় কর্মসূচিতে অংশ নেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এদিন নেতাদের সঙ্গে নিয়ে দলীয় প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। আওয়ামী লীগের একটি সূত্র জানায়, এখন সীমিত পরিসরে কাজ করবেন ওবায়দুল কাদের। দলে এবং মন্ত্রণালয়েও সাধ্যমতো সময় দেবেন।


প্রসঙ্গত গত ৩ মার্চ সকালে বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে এনজিওগ্রাম করার পর তার করোনারি ধমনিতে তিনটি ব্লক ধরা পড়ে। সেদিন তাকে দেখতে হাসপাতালে ছুটে যান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


পরে উপমহাদেশের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠির পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ৪ মার্চ তাকে সিঙ্গাপুর নেয়া হয়। সেখানে দীর্ঘ দুই মাস তার চিকিৎসা চলে। বুধবার তিনি দেশে ফিরে আসেন।


ওই দিন বিকাল ৫টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ০৮৫ ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। দেশে ফিরেই সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে স্ত্রীকে নিয়ে গণভবনে যান ওবায়দুল কাদের।

জীবন্ত মাটিচাপা দেওয়া নবজাতককে রক্ষা করল কুকুর

জীবন্ত মাটিচাপা দেওয়া নবজাতককে রক্ষা করল কুকুর

admin May 18, 2019

অনলাইন ডেস্ক:
থাইল্যান্ডে জীবন্ত মাটিচাপা দেওয়ার পর নবজাতককে রক্ষা করেছে এক কুকুর। কুকুরটি মাটি খুঁড়ে উদ্ধার করে ওই নবজাতককে।নবজাতকের ১৫ বছরের মা নিজের এই মা হওয়ার বিষয়টি সবার কাছে লুকাতে চেয়েছিল। তাই ছেলে শিশুটিকে জীবন্ত মাটিচাপা দেয়। থাইল্যান্ডের বান নং খাম গ্রামে এ ঘটনা ঘটে।


গতকাল শুক্রবার বিবিসি অনলাইনের খবরে জানা যায়, যে জায়গায় নবজাতকটিকে মাটিচাপা দেওয়া হয়, সেখানে পিং পং নামের একটি কুকুর ঘোরাফেরা করছিল। পিং পং ঘেউ ঘেউ করছিল। মাটি খুঁড়ছিল। এরপরই কুকুরটির মালিক লক্ষ করেন, মাটির ভেতর থেকে শিশুটির ছোট্ট পা বের হয়ে আছে।


স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসেন। শিশুটি সুস্থ আছে বলে জানান তাঁরা।


পিং পংয়ের মালিক উশা নিসাইখা বলেন, গাড়ি দুর্ঘটনায় পিং পংয়ের এক পা অকেজো হয়ে যায়। থাইল্যান্ডের স্থানীয় খাওসদ পত্রিকাকে উশা নিসাইখা বলেন, ‘পিং পং খুব বিশ্বাসী ও অনুগত। এ কারণে আমি তাকে কাছে রেখেছি। যখন আমি জমিতে গবাদিপশুদের চরাতে নিয়ে যাই, পিং পং সব সময় আমাকে সাহায্য করে। পিং পং গ্রামের সবাইকে ভালোবাসে।’


নবজাতকের মায়ের বিরুদ্ধে সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। চাম ফুয়াং পুলিশ স্টেশনের কর্মকর্তা পানুওয়াত পুত্তাকাম ব্যাংকক পোস্টকে বলেন, নবজাতকের মাকে তার মা-বাবা এবং মনোরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রাখা হয়েছে। মা তার কাজের জন্য অনুতপ্ত। নবজাতকের নানা-নানি শিশুটির দায়িত্ব নেবেন।

‘ইরান থেকে কল পাওয়ার অপেক্ষায় আমেরিকা’

‘ইরান থেকে কল পাওয়ার অপেক্ষায় আমেরিকা’

admin May 18, 2019

অনলাইন ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, ইরানের কাছ থেকে ফোনকলের আশায় টেলিফোন সেট সামনে নিয়ে বসে আছে আমেরিকা। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তেহরানের সঙ্গে সরাসরি কথা বলার যে আগ্রহ প্রকাশ করেছেন সে ব্যাপারে ইরানের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না।


নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা শুক্রবার সাংবাদিকদের একটি ছোট দলের সঙ্গে আলাপকালে বলেন, “এখনো ইরানের পক্ষ থেকে কোনো বার্তা পাওয়া যায়নি কিন্তু তা সত্ত্বেও আমরা টেলিফোন সেটের সামনে অপেক্ষা করছি।”


আমেরিকার কারণে সাম্প্রতিক সময়ে ইরান-মার্কিন সম্পর্কে তীব্র উত্তেজনা সৃষ্টি হওয়ার ভেতরেই গত ৯ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ফোন করার জন্য ইরানের প্রতি আহ্বান জানান।


একই দিন মার্কিন নিউজ চ্যানেল সিএনএন জানায়, সুইস দূতাবাসের মাধ্যমে ইরানের কাছে ট্রাম্পের একটি টেলিফোন নম্বরও হস্তান্তর করা হয়েছে যাতে তেহরান সরাসরি ওই নম্বরে যোগাযোগ করতে পারে।


ইরানের সঙ্গে আমেরিকার সরাসরি কূটনৈতিক সম্পর্ক নেই। দু’দেশের সুইস দূতাবাস পরস্পরের দেশে আমেরিকা ও ইরানের স্বার্থ দেখাশুনা করে।


ইরানের সঙ্গে টেলিফোনে কথা বলার জন্য ট্রাম্পের আগ্রহ প্রকাশ করার চারদিন আগে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দেয় আমেরিকা। মার্কিন যুদ্ধবাজ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেন, ইরানকে ‘স্পষ্ট ও নির্ভুল বার্তা’ দেয়ার জন্য ওই রণতরী পাঠানো হয়েছে।


তবে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস ও বার্তা সংস্থা রয়টার্স গতকাল (শুক্রবার) জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে সামরিক সংঘাত এড়িয়ে চলার জন্য তার প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

admin May 18, 2019

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ৬ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ২০ জন। শনিবার সকাল ৯টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের কাকডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।


ফকিরহাট মডেল থানার ওসি মো. আবু জাহিদ জানান, সকাল ৯টার দিকে উপজেলার কাকডাঙ্গা এলাকায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলে পাঁচজন নিহত ও পরে ফকিরহাট হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।


আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক বলে জানান ওসি।

ওয়ানডে সিরিজে প্রথম শিরোপা জিতল বাংলাদেশ

ওয়ানডে সিরিজে প্রথম শিরোপা জিতল বাংলাদেশ

admin May 18, 2019

অনলাইন ডেস্ক:
ওয়ানডে সিরিজের ইতিহাসে প্রথম শিরোপা জিতল বাংলাদেশ। মাত্র ৯ রানের ব্যবধানে মুশফিকের পর সাজঘরে ফিরেন মোহাম্মদ মিঠুন। দুজনই এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন। ১৪ বলে ১৭ রান করে বিদায় নেন মিঠুন। তার ইনিংসটি ছিল একটি ছক্কা ও একটি চারে।


এর আগে ঝড়ো ইনিংস খেলার পর সাজঘরে ফিরেন মুশফিকুর রহিম। দলীয় ১৩৪ রানে রেইমন রেইফারের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন দেশের অন্যতম সেরা এ ব্যাটসম্যান। মাত্র ২২ বলে ৩৬ রানের ইনিংসটি ছিল তিনি দুটি চার ও দুটি ছক্কায় সাজানো।


ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বৃষ্টি আইনে ২৪ ওভারে ২১০ রানের টার্গেটে খেলতে নেমে তামিম-সৌম্য ৫৯ রানের উদ্বোধনী জুটি গড়ে তুলেন।


ওয়েস্ট ইন্ডিজের বিশাল টার্গেটে খেলতে নেমে দুর্দান্ত ব্যাটিং তাণ্ডব চালান সৌম্য সরকার (৬৬)। তার ৪১ বলে ৬৬ রানের ইনিংসটি ছিল ৯টি চার ও ৩টি ছক্কায় সাজানো।


বৃষ্টির কারণে ২৪ ওভারে টার্গেট দাঁড়ায় ২৪ ওভারে ২১০ রান। এমন কঠিন সমীকরণ তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার।


উদ্বোধনী জুটিতে তারা ৫.৩ ওভারে ৫৯ রান যোগ করেন। এরপর মাত্র ১ রানের ব্যবধানে ২ উইকেট হারায় বাংলাদেশ দল। ১৩ বলে ১৮ রান করে ফেরেন তামিম। তার বিদায়ের পর ব্যাটিংয়ে নেমেই আউট হয়ে ফেরেন সাব্বির রহমান রুম্মন।

‘গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতেই দেশে ফিরে আসি’

‘গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতেই দেশে ফিরে আসি’

admin May 18, 2019

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের জন্য কাজ করতে এবং গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে তিনি দেশে ফিরেছিলেন। এজন্যই তিনি দিনের পর দিন সংগ্রাম করেছেন। কেননা, গণতান্ত্রিক ধারা ছাড়া দেশের আর্থ-সামাজিক উন্নতি সম্ভব নয়।


আজ শুক্রবার (১৭ মে ২০১৯) তার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দলের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাকে শুভেচ্ছা জানাতে গেলে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। এই দেশটা যেন আবারও স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধী- এদের হাতে না যায়। কেউ যেন দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। সেদিকে সবাইকে সর্তক থাকতে হবে। শেখ হাসিনা বলেন, যারা বারবার চেয়েছে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে, তারা সফল হয়নি। আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের মতোই ধীরে ধীরে গড়ে উঠেছে। আজকে সারা বাংলাদেশে আওয়ামী লীগ এক নম্বর রাজনৈতিক দল। যে দল মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। সেই আস্থা ও বিশ্বাস আমরা দেখতে পেয়েছি এবারের নির্বাচনে। নারী-পুরুষ থেকে শুরু করে প্রথমবার ভোটার হওয়া তরুণরা সবাই আওয়ামী লীগকে ভোট দিয়ে তাদের আস্থা, বিশ্বাস ও সমর্থন ব্যক্ত করেছে।



তিনি বলেন, এর কারণটা হলো- আমরা যে ক্ষমতায় থেকে মানুষের জন্য কাজ করেছি, মানুষের জন্য উন্নয়ন করেছি, মানুষের ভাগ্য গড়ার জন্য যে কাজগুলো করেছি, সেটা মানুষ উপলব্ধি করতে পেরেছে। এটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেকোনও রাজনৈতিক নেতার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, মানুষের আস্থা-বিশ্বাস অর্জন করা। নইলে ক্ষমতায় থাকলে সাধারণত মানুষের জনপ্রিয়তা হ্রাস পায়। কিন্তু আমরা ক্ষমতায় এসে মানুষের আস্থা- বিশ্বাস অর্জন করতে পেরেছি বলেই মানুষের ভোট আমরা পেয়েছি, জনপ্রিয়তা ও সমর্থন দুটোই বেড়েছে।


প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের মর্যাদা ক্ষুণ্ন হোক, বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হোক, গত ৩৮ বছরে এমন কোনও কাজ আমি বা আমার পরিবারের কোনও সদস্য কখনও করিনি। নিজেদের চাওয়া-পাওয়ার জন্য কাজ করিনি, কাজ করেছি দেশের মানুষের জন্য। সব সময় চিন্তা করেছি মানুষকে কী দিতে পারলাম, মানুষের জন্য কতটুকু করতে পারলাম। আমরা যতবার ক্ষমতায় এসেছি, মানুষের জন্য কাজ করেছি, তত মানুষের আস্থা- বিশ্বাস অর্জন করতে পেরেছি। শেখ হাসিনা বলেন, ‘৭৫-এর পড় এত বড় দায়িত্ব আমাকে নিতে হবে, এটা কখনও আমি ভাবিনি, চাইওনি, এটা চিন্তাও ছিল না। কিন্তু নিতে হয়েছে। চরম প্রতিকূল পরিবেশের ভেতর দিয়ে দলকে সংগঠিত করতে হয়েছে। তবে টানা ৩৮ বছর দলের সভাপতি থাকা বোধহয় একটু বেশি হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি। তখন উপস্থিত নেতাকর্মীরা সমস্বরে না বলে ওঠে। তারা শেখ হাসিনার উদ্দেশে বলেন, আপনিই সঠিক নেতা, আপনার হাতেই দেশ ও দল নিরাপদ। আপনাকেই এ দায়িত্ব চালিয়ে যেতে হবে।


জবাবে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমার মনে হয় আপনাদেরও সময় এসেছে, তাছাড়া বয়সও হয়েছে, এ বিষয়গুলো তো দেখতে হবে। সরকার প্রধান বলেন, ক্ষমতায় থেকেও মানুষের আস্থা-বিশ্বাস অর্জন করতে পেরেছি এটা বিশাল অর্জন। নেতাকর্মীদের কাছে এইটুকু চাইবো- এই আস্থা-বিশ্বাস যেন আমরা ধরে রাখতে পারি। ব্যক্তিগত জীবনে কী পেলাম, না পেলাম সে চিন্তা করি না। দেশের মানুষের জন্য কতটুকু করতে পারলাম, কতটুকু দিতে পারলাম সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা সপরিবারে নিহত হওয়ার পর কয়েক বছর বিদেশে অবস্থান করে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে আসেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। দেশে ফিরে আসার আগে বিদেশে থাকা অবস্থায়ই তিনি আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হন। এরপর থেকে তিনি টানা ৩৮ বছর বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।


১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এক মেয়াদে পাঁচ বছর এবং ২০০৯ সালে সরকার গঠনের পর থেকে টানা তিনবার মিলিয়ে বাংলাদেশে ইতিহাসে চারবারের মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। অনুষ্ঠানে ছাত্র রাজনীতির স্মৃতিচারণ করে বঙ্গবন্ধুকন্যা বলেন, স্কুলজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। তারপর কলেজে ও ইউনিভার্সিটিতে ছাত্রলীগেরই সদস্য ছিলাম। আর আওয়ামী লীগের (সদস্য) হলাম ৮১ সালে। আমার রাজনীতি ছাত্ররাজনীতি থেকেই শুরু। তবে কখনও কোনও বড় পোস্টে ছিলাম না, বড় পোস্ট চাইও নি কখনও। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির একজন সদস্য ছিলাম। কখনও পদ নিয়ে চিন্তা করিনি, পদ আমরা চাইও নি। আমরা পদ সৃষ্টি করে সবাইকে পদে বসানো -এই দায়িত্বটাই পালন করতাম। প্রত্যেকটা কনফারেন্সে হাজির থাকতাম। অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির শীর্ষনেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ফুলেল শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সহযোগী সংগঠনের শীর্ষনেতারাও।

ভিলেন চরিত্রে জয়া আহসান

ভিলেন চরিত্রে জয়া আহসান

admin May 17, 2019

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার হিন্দি-বাংলা দ্বিভাষিক সিরিজে ভিলেনের চরিত্রে অভিনয় করতে চলেছেন। তিনি এই প্রথম অভিনয় করবেন একজন সিরিয়াল কিলারের ভ‚মিকায়। এক ধাপ্পাবাজ আর তার সঙ্গিনী নিয়ে এই সিরিজের গল্পটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে।


ছবিটি তৈরি করছেন অরিন্দম শীল। উনিশ শতকের প্রেক্ষাপটে বাস্তব চরিত্র নির্ভর এই সিরিজের চিত্রনাট্য তৈরির কাজে গবেষণার উপর জোর দেওয়া হয়েছে। ভারতের প্রথম মহিলা সিরিয়াল কিলারের কাহিনি এটি।


জয়াকে ভিলেন চরিত্রে নেয়া নিয়ে অরিন্দম বলেছেন, আমার প্রথম ছবি ’আবর্ত’তে প্রথম কলকাতার বাংলা ছবিতে জয়া কাজ করেছিলেন। আমার নতুন এই প্রজেক্ট ‘ত্রৈলোক্য’-তে একজন শক্তিশালী অভিনেত্রীর দরকার ছিল। চরিত্রটির মধ্যে চার পাঁচটি স্তর রয়েছে। তাই জয়া ছাড়া আর কারো কথা আমার মাথায় আসেনি।


সিরিজে ত্রৈলোক্য চরিত্রে জয়া অভিনয় করলেও তার প্রেমিক হিসেবে ভাবা হচ্ছে বলিউডের কাউকে। আর ডিটেকটিভের চরিত্রে অভিনয় করছেন টোটা রায় চৌধুরী।


পরিচালক অরিন্দম আরও জানিয়েছেন, এটা আমার প্রথম হিন্দি কাজ। দুটো সিজন ধরে চলবে এই সিরিজ। পূজার আগেই শুটিং শুরু হওয়ার কথা। এ বছরের শেষ দিকে দেখা যাবে সিরিজটি।

ফায়ারিং রেঞ্জে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে সেনা সদস্য নিহত

ফায়ারিং রেঞ্জে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে সেনা সদস্য নিহত

admin May 17, 2019

অনলাইন ডেস্ক:
বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের আমতলী এলাকায় সেনাবাহিনীর ভারি অস্ত্রের ফায়ারিং রেঞ্জে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে মো. জাহিদ (২৮) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১১ জন। আইএসপিআর সূত্রে নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।


শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত মো. জাহিদের বাড়ি বান্দরবানের লামা উপজেলায় বলে জানা গেছে।


সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সেনাবাহিনীর ১৬ প্যারা ব্যাটালিয়নের সদস্যরা ফায়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। পাহাড়ের একটি ইমপ্যাক্ট এরিয়া থাকে যেখানে গোলা আর গোলা পড়ে থাকে। সেখানে টার্গেট লাগাতে গিয়ে একটি বোমা বিস্ফোরণ হয়। এ সময় ঘটনাস্থলেই জাহিদ মারা যান। আর আহত হন আরও ১১ জন। আহত ব্যক্তিদের উদ্ধার করে এরই মধ্যে হেলিকপ্টার যোগে ঢাকার সিএমএইচ নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।


আহতরা হলেন- সৈনিক হাসান, তারেকুল, আসাদ, নিপুন চাকমা, রাজু, মোস্তাফিজ ও আরিফ। অন্যদের নাম জানা সম্ভব হয়নি।


বান্দরবান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, একজন নিহত হওয়ার খবর শুনেছি। তবে সেনাবাহিনীর কোনো সদস্য অফিসিয়ালি আমাদেরকে কিছু জানায়নি।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three