Showing posts with label যুক্তরাষ্ট্র. Show all posts
Showing posts with label যুক্তরাষ্ট্র. Show all posts
যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশিকে গুলি করে হত্যা

admin May 26, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মিশিগানে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে এক দুর্বৃত্ত। স্থানীয় সময় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহতের বাংলাদেশির নাম জয়নুল ইসলাম। তার বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের কাজীবন্ধ গ্রামে।


জয়নুল ইসলাম মিশিগানের ডেট্রয়েটের কাশ্মীর স্ট্রিটে পরিবারসহ বসবাস করতেন। তিনি পেশায় একজন ট্যাক্সিচালক ছিলেন।


নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, তারাবির নামাজ পড়ে ট্যাক্সিক্যাব নিয়ে বের হওয়ার পর শুক্রবার দিবাগত রাত আনুমানিক দেড়টা থেকে ৩টার মধ্যে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন জয়নুল ইসলাম।


এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, অপরাধীকে শনাক্ত করার জোর প্রচেষ্টা চলছে। সন্ত্রাসীর গুলিতে জয়নুল ইসলামের নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

মধ্যপ্রাচ্যে আরো দেড় হাজার সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে আরো দেড় হাজার সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

admin May 26, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত আরো দেড় হাজার সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এই পরিকল্পনা সম্পর্কে ইতোমধ্যে কংগ্রেসকে জানানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান।


বিবৃতিতে জানানো হয়েছে, দেড় হাজার সৈন্যের পাশাপাশি মধ্যপ্রাচ্যে আরো যুদ্ধ বিমান ও সমরাস্ত্র মোতায়েন করা হবে। গত শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপের ঘোষণা দেন। এই সৈন্য ও সমরাস্ত্র মোতায়েনকে ‘তুলনামূলকভাবে স্বল্প পরিসরে’ মোতায়েন বলে বর্ণনা করেছেন তিনি।


বিশ্বজুড়ে ইরান সন্ত্রাসবাদ ছড়াচ্ছে বলে দাবি করেছেন ট্রাম্প। তবে তারপরও তিনি বিশ্বাস করেন না যে, ইরান যুদ্ধ করবে। তিনি বলেন, তাদের (ইরানের) হাতে কোনো পারমাণবিক অস্ত্র নেই। সম্ভবত বিষয়টি তারা অনুধাবন করতে পেরেছে।


চলতি মাসেই যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে বিমানবাহী রণতরী মোতায়েন করার পর থেকেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বেড়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী পেট্রিক শাহনাহান জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যে ১০ হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করছে পেন্টাগন। তবে তার কয়েকদিন পরই তিনি জানান, মধ্যপ্রচ্যে ঠিক কত সেনা পাঠানো হবে সেটা এখনো নির্ধারণ করেনি নীতি নির্ধারকরা।

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে ৩ জনের মৃত্যু

admin May 24, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মধ্যঞ্চলীয় মিজৌরি রাজ্যে বুধবার রাতে টর্নেডোর আঘাতে তিন জনের মৃত্যু হয়েছে। শক্তিশালী এ ঝড়ের আঘাতে অঞ্চলটি লন্ডভন্ড হয়ে যাওয়ায় উদ্ধারকর্মীরা বৃহস্পতিবার জীবিতদের সন্ধানে দ্বারে দ্বারে গিয়ে তল্লাশি অভিযান চালায়। খবর এএফপি’র। মিজৌরি রাজ্যের কর্মকর্তারা জানান, এ প্রাকৃতিক দুর্যোগে সেখানের ছোট শহর গোল্ডেন সিটিতে তিন জনের প্রাণহানি ঘটে।


এদিকে জাতীয় আবহাওয়া সংস্থা জানায়, বুধবার রাতে আঘাত হানা শক্তিশালী টর্নেডোর কারণে রাজ্যের রাজধানী জেফারসন সিটির বাসিন্দাদের অনেক ক্ষতি হয়েছে। এক টুইটার বার্তায় গভর্নর মাইক পারসন বলেন, ‘গত রাতের টর্নেডোর আঘাতে এবং বন্যার পানি বেড়ে যাওয়ায় আমাদের রাজ্যের ব্যাপক ক্ষতি হয়েছে।’


আবহাওয়া সংস্থা জানায়, এ টর্নেডোয় সর্বোচ্চ বাতাসের গতি ছিল ঘণ্টায় ২৫৭ কিলোমিটার। দানবীয় এ ঝড়ের আঘাতে মোট কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কর্মকর্তারা জানান, উদ্ধারকর্মীরা জীবিতদের সন্ধানে দ্বারে দ্বারে গিয়ে তল্লাশি অভিযান চালায়। প্রায় ২০ জনকে রাতে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

যুক্তরাষ্ট্রে সাইবার নিরাপত্তায় জরুরি অবস্থা ঘোষণা

যুক্তরাষ্ট্রে সাইবার নিরাপত্তায় জরুরি অবস্থা ঘোষণা

admin May 16, 2019

অনলাইন ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির কম্পিউটার নেটওয়ার্ককে ‘বিদেশী প্রতিপক্ষ’ থেকে রক্ষা করার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বৃহস্পতিবার প্রেসিডেন্ট এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। যেটি মার্কিন কোম্পানি যারা বিদেশি টেলিকম ব্যবহার করেন তাদের জন্য কার্যকর হবে। খবর বিবিসির। ধারণা করা হচ্ছে, এর ফলে দেশটি নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। তবে নির্দিষ্টভাবে কোনো কোম্পানির নাম প্রেসিডেন্ট উল্লেখ করেননি।

ভেনিজুয়েলায় নাক গলাচ্ছে ইরান-রাশিয়া-কিউবা: ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা

ভেনিজুয়েলায় নাক গলাচ্ছে ইরান-রাশিয়া-কিউবা: ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা

admin May 11, 2019

অনলাইন ডেস্ক:
ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে রাশিয়া, ইরান ও কিউবা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন শুক্রবার আবার এমন অভিযোগ করেছেন। নিজের অফিসিয়াল টুইটার পাতায় প্রকাশিত এক পোস্টে এ অভিযোগ করেন জন বোল্টন।


বোল্টন দাবি করেন, ভেনিজুয়েলায় গণতন্ত্র ধ্বংস ও দমন অভিযানে কিউবা, রাশিয়া ও ইরানের মতো কিছু বহিরাগত সামরিক শক্তি পৃষ্ঠপোষকতা দিচ্ছে। এ বিষয়টি মার্কিন সরকার সহ্য করবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। এর আগে গত সপ্তাহেও বোল্টন ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ইরান, রাশিয়া ও কিউবাকে দায়ী করেন।


গত তিন মাসের ও বেশি সময় ধরে ভেনিজুয়েলায় চরম রাজনৈতিক অস্থিরতা চলছে। সেইসঙ্গে দেশটির অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর প্রকৃতির।


চলতি বছরের ২৩ জানুয়ারি দেশটির প্রধান বিরোধী নেতা হুয়ান গুয়াইদো নিজেকে ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রসিডেন্ট হিসেবে ঘোষণা দেন। এরপর প্রায় সঙ্গে সঙ্গে ট্রাম্প গুয়াইদোকে স্বীকৃতি দেন। এছাড়া বেশ কয়েকদিন পরে আরো অন্তত ৫০ টি দেশ গুয়াইদোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়।


অন্যদিকে দেশটির বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সমর্থন দিয়ে আসছে রাশিয়া, চীন্ সহ আরও কয়েকটি দেশ।

ডব্লিউটিও থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের হুমকি ট্রাম্পের

ডব্লিউটিও থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের হুমকি ট্রাম্পের

admin August 31, 2018

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রতি সংস্থাটির আচরণের পরিবর্তন না ঘটলে ওয়াশিংটন সেখান থেকে সরে দাঁড়াবে বলে হুঁশিয়ার করেছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ হুমকি দেন। ট্রাম্প মনে করেন, ডব্লিউটিও যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অন্যায্য আচরণ’ করছে। ব্লুমবার্গ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “যদি তারা সংস্কার না করে তবে আমি ডব্লিউটিও থেকে সরে যাব।”


বিশ্ব বাণিজ্যের নিয়মকানুন নির্ধারণ এবং বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্য বিরোধ নিষ্পত্তিতে ডব্লিউটিও গঠন করা হয়। ট্রাম্পের দাবি, সংস্থাটি প্রায়ই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয়। গত বৃহস্পতিবার তিনি বলেন, ১৯৯৪ সালে যে চুক্তির ভিত্তিতে ডব্লিউটিও প্রতিষ্ঠা করা হয়েছে তা ‘এখন পর্যন্ত হওয়া বাণিজ্য চুক্তিগুলোর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট’। এর আগে বছরের শুরুর দিকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, “শুধু যুক্তরাষ্ট্র ছাড়া বাকি সবার সুবিধার জন্য ডব্লিউটিও গঠন করা হয়েছে। আমরা সেখানে সব মামলায় হেরে যাই, আমরা ডব্লিউটিওতে যেসব বিরোধ নিষ্পত্তির জন্য গেছি তার প্রায় সবগুলোতে হেরে গেছি।” যদিও পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্র বাদী হয়ে ডব্লিটিওতে যতগুলো মামলা করেছে তার প্রায় ৯০ শতাংশতে জিতেছে। অন্য দিকে যতগুলো মামলায় বিবাদী ছিল তার প্রায় সবগুলোতেই হেরেছে বলে জানায় বিবিসি। ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই ‘যুক্তরাষ্ট্রের স্বার্থ সুরক্ষার’ বাণিজ্য নীতি গ্রহণ করেছেন। অন্যদিকে ডব্লিউটিও মুক্ত বাণিজ্য নীতির বিষয়গুলো দেখভাল করে।


সম্প্রতি যুক্তরাষ্ট্র ডব্লিউটিও’র বিরোধ নিষ্পত্তি বিভাগে নতুন বিচারক নিয়োগ আটকে দিয়েছে। যে কারণে সংস্থাটির বিচার করার ক্ষমতা অনেকটাই অকার্যকর হয়ে পড়েছে। ডবিøউটিও তে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটথিজারও একই অভিযোগ করে বলেন, সংস্থাটি যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছে। গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র বিভিন্ন বাণিজ্য বিরোধে ‘উচিত জবাব’ দেওয়ার নীতি গ্রহণ করেছে; বিশেষ করে চীনের সঙ্গে। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দুই দেশের মধ্যে এই বাণিজ্য বিরোধ বিশ্ববাজারকে হুমকির মুখে ফেলে দিয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র হাজার হাজার চীনা পণ্যের উপর শুল্কারোপ করেছে। পাল্টা ব্যবস্থা হিসেবে চীনও যুক্তরাষ্ট্রের বেশ কিছু পণ্যের উপর শুল্কারোপ করে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হয়, চীনা পণ্যের উপর শুল্কারোপ ‘পরিষ্কারভাবে’ যুক্তরাষ্ট্রের ডব্লিউটিও নীতি লঙ্ঘন। গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের প্রথম দফা শুল্কারোপের পর চীন ডবিøউটিওতে প্রাথমিক অভিযোগ দায়ের করেছে।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three