কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীর আনছারহাট দিয়ে দুধকুমর নদে সেতুর দাবীতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
দুধকুমর নদ ভাঙ্গন প্রতিরোধ ও সেতু বাস্তবায়ন কমিটির ব্যনারে সোমবার বিকেলে নাগেশ্বরী উপজেলা গেটের সামনে মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশ নেয়।
এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জাহের আলী, প্রভাষক ইয়াকুব আলী সরকার, উপজেলা শ্রমিকলীগের সহসভাপতি রবিউল আলম, দুধকুমর নদ ভাঙ্গন প্রতিরোধ ও সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আতিক হাসান রাজা, সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম রাজু, নাজিমুল ইসলাম বাবু, শফিকুল আলম আজাদ রাজ, আতাউর রহমান রাজু, শাহীনুর রহমান শাহীন প্রমূখ।