রংপুর এক্সপ্রেস ডেস্ক:
সামান্থা আক্কিনেনি। ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। তামিল ও তেলেগু ভাষার একাধিক সিনেমাতে অভিনয় করে নিজের জাত চিনেয়েছেন এই নায়িকা। তবে অনেকেই শুনে অবাক হবেন যে বলিউডের সিনেমার নাকি কাজ করার কোন আগ্রহ নেই এই অভিনেত্রীর।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলিউড সিনেমায় তার অভিনয়ের আগ্রহ রয়েছে কি না তা জানতে চাওয়া হলে সামান্থা আক্কিনেনি বলেন, ‘কখনোই না। আমি চেন্নাইয়ে বড় হয়েছি। এটা দক্ষিণেরও দক্ষিণ দিকে। আমি শুধু আমার নিজের অঞ্চলের মানুষ ও সংস্কৃতি সম্পর্কে ভালো বুঝি এবং তারাও আমার সিনেমা দেখেন। কোনটি সঠিক, দর্শকরা সিনেমাতে কী চান, সিনেমায় কী দেখতে চান, আমি যে চরিত্রটিতে অভিনয় করছি তারা সেটি থেকে কী প্রত্যাশা করেন এগুলো এখনো শিখছি। এগুলো বিশ্লেষণ করছি।’
সামান্থা মনে করেন, তিনি এখনো দক্ষিণী সিনেমার দর্শকদের চাহিদা বোঝার চেষ্টা করে যাচ্ছেন। আর বলিউডে তিনি সম্পূর্ণ ভিনগ্রহীর মতো। তিনি বলেন, ‘আমার বলিউড সম্পর্কে কোনো ধারণা নেই। আমি সেখানে গেলে সম্পূর্ণ ভিনগ্রহীর মতো হয়ে যাব। আমি এখনো মনে করি, দক্ষিণী সিনেমায় আমার অনেক কিছু দেয়ার বাকি রয়েছে।’
চলতি বছর সামান্থা অভিনীত তামিল ভাষার সুপার ডিলাক্স ও তেলেগু ভাষার মজিলি সিনেমা দুটি বেশ ভালো সাড়া ফেলেছে। তার পরবর্তী সিনেমা ওহ বেবি।